উইন্ডিজ সিরিজ : কতটা প্রভাব পড়বে র‌্যাংকিংয়ে

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১০:৩৮ এএম, ২০ জানুয়ারি ২০২১
উইন্ডিজ সিরিজ : কতটা প্রভাব পড়বে র‌্যাংকিংয়ে

সফররত ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ঘরের মাঠে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে মাঠে নামছে বাংলাদেশ। এ সিরিজের মধ্য দিয়ে করোনা পরবর্তী আন্তর্জাতিক ক্রিকেটে ফিরছে বাংলাদেশ ক্রিকেট দল। সিরিজের ফেবারিট তকমা নিয়ে বাংলাদেশ মাঠে নামলেও উইন্ডিজদের অচেনা তরুণরা বিপদে ফেলার শঙ্কাও রয়েছে।

তিন ম্যাচের এ ওয়ানডে সিরিজ শুরুর আগে ৮৮ রেটিং নিয়ে র‌্যাংকিং তালিকায় সপ্তম স্থানে রয়েছে বাংলাদেশ। আর ৭৬ রেটিং নিয়ে নবম স্থানে রয়েছে ওয়েস্ট ইন্ডিজ। তবে এ সিরিজে হার-জিতের ফলাফলে দুই দেশেরই রেটিং পাল্টে যেতে পারে।

সিরিজে ওয়েস্ট ইন্ডিজকে হোয়াইটওয়াশ করতে পারলে বাংলাদেশের নামের পাশে যুক্ত হবে ৩ রেটিং। সেক্ষেত্রে টাইগারদের মোট রেটিং হবে ৯১। বিপরীতে ওয়েস্ট ইন্ডিজ হারাবে ২ রেটিং। তবে র‌্যাংকিংয়ে কারো কোন পরিবর্তন হবে না।

অন্যদিকে ৯ নম্বরে থাকা ওয়েস্ট ইন্ডিজের কাছে হোয়াইটওয়াশ হলে বড় ক্ষতির মুখে পড়তে হবে তামিম ইকবালদের। ৫ রেটিং হারিয়ে ৮৩ রেটিং নিয়ে অষ্টমস্থানে নেমে যাবে টাইগাররা। বিপরীতে টেবিলের উপরের থাকা বাংলাদেশকে হারানোর ফলে উইন্ডিজদের নামের পাশে যোগ হবে ৪ রেটিং।
sportsmail24
সর্বশেষ ওয়ানডে র‌্যাংকিং তালিকা, সূত্র - আইসিসি

বাংলাদেশ হোয়াইটওয়াশ হলে ৮৫ রেটিং নিয়ে অষ্টম স্থানে থাকা শ্রীলঙ্কা না খেলেই সপ্তম স্থানে উঠে যাবে। তবে ওয়েস্ট ইন্ডিজের র‌্যাংকিং পরিবর্তন হবে না। ৮০ রেটিং নিয়ে তারা নবম স্থানেই থাকবে।

এছাড়া ২-১ ব্যবধানে সিরিজ জিতলে রেটিং-র‌্যাংকিং কোনটাই পরিবর্তন হবে না বাংলাদেশের। একই অবস্থা হবে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দলেরও। তবে ২-১ ব্যবধানে ওয়েস্ট ইন্ডিজ সিরিজ জিতলে ২ রেটিং হারাবে বাংলাদেশ। বিপরীতে ওয়েস্ট ইন্ডিজের ২ রেটিং বাড়বে।

আইসিসি ওয়ানডে র‌্যাংকিং তালিকায় ১২৩ রেটিং নিয়ে সবার উপরে রয়েছে ইংল্যান্ড। দ্বিতীয় স্থানে থাকা ভারতের রেটিং ১১৭। টিম। আর তাদের চেয়ে মাত্র এক রেটিং কম (১১৬ রেটিং) থাকায় তৃতীয় স্থানে রয়েছে সম্প্রতি প্রথমবারের মতো টেস্ট র‌্যাংকিংয়ে শীর্ষে উঠা নিউজিল্যান্ড।

[sportsmail24.com এর ওয়েবসাইট এখন sportsmail.com.bd ঠিকানাতেও ব্রাউজ করে পড়তে পারবেন। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস থেকেও খেলাধুলার সকল নিউজ পড়তে পারবেন। ইনস্ট্রল করুন স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস ]


শেয়ার করুন :


আরও পড়ুন

সকল প্রকার ক্রিটিসাইজ হজমে প্রস্তুত তামিম

সকল প্রকার ক্রিটিসাইজ হজমে প্রস্তুত তামিম

৯ নম্বরেই বাংলাদেশ, ভুল শুধরে নিল আইসিসি

৯ নম্বরেই বাংলাদেশ, ভুল শুধরে নিল আইসিসি

ইতিহাসের পাতায় পোলোস্যাক, আইসিসির অভিনন্দন

ইতিহাসের পাতায় পোলোস্যাক, আইসিসির অভিনন্দন

অস্ট্রেলিয়াকে হটিয়ে নিউজিল্যান্ডের ইতিহাস

অস্ট্রেলিয়াকে হটিয়ে নিউজিল্যান্ডের ইতিহাস