নতুন বছরে টাইগারদের চাওয়া ‘এক বিন্দুতে’

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৯:১০ এএম, ০২ জানুয়ারি ২০২১
নতুন বছরে টাইগারদের চাওয়া ‘এক বিন্দুতে’

করোনাভাইরাসের ভয়াল থাবায় বিষাক্ত ছিল ২০২০ সাল। তবে নতুন বছর ২০২১ সালে জীবনকে স্বাভাবিক করে তুলবে -এমনটাই প্রত্যাশা বিশ্ববাসীর। একইভাবে বিশ্ব ক্রীড়াঙ্গনও আগের জায়গায় ফিরবে বলে আশা করছেন খেলেয়াড়রা।নতুন বছরে ক্রিকেটও স্বাভাবিক হওয়ার আশা করে শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশের ক্রিকেটাররা।

শুক্রবার (১ জানুয়ারি) সামাজিক যোগাযোগ মাধ্যমে নতুন বছরকে স্বাগত জানিয়ে স্ট্যাটাস দিয়েছেন বাংলাদেশের ক্রিকেটাররা। টাইগারদের সকলের চাওয়া যেন এক বিন্দুতে। সকলের শুভেচ্ছা বার্তায় রয়েছে দেশ তথা বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া কোভিড-১৯ থেকে রক্ষা পাওয়া, সকলের সুস্বাস্থ্য কামনা করা।

স্ত্রী ও দুই সন্তানের সাথে ছবি দিয়ে ফেসবুকে ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল লিখেছেন, ‘সর্বশক্তিমানের আর্শিবাদ সবসময় আপনাদের সাথে থাকুক। নতুন বছর হোক সুস্বাস্থ্যময় ও সমৃদ্ধিশালী।’

টেস্ট দলের অধিনায়ক মমিনুল হক নতুন বছরের শুভেচ্ছা দিয়ে লিখেছেন, ‘নতুন বছর হোক আনন্দ ও ইতিবাচকতায় পূর্ণ। শুভ নববর্ষ।’

টি-টোয়েন্টি দলের অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ লিখেছেন, ‘আজ শুক্রবার আলহামদুলিল্লাহ, নতুন বছর শুরু করার জন্য একটি সুন্দর দিন। সর্বশক্তিমান আল্লাহ আমাদের সকলকে নিরাপদ ও সুস্থ রাখুক।’

স্ত্রী-সন্তানের ছবি দিয়ে দেশের সাবেক অধিনায়ক মুশফিকুর রহিম লিখেছেন, ‘আরও একটা বছর চলে যাচ্ছে, আলহামদুলিল্লাহ, সর্বশক্তিমান আল্লাহ আমাদের সবাইকে নিরাপদে ও সুস্বাস্থ্যে রেখেছেন। আমরা জানি, ২০২০ সাল অনেকেরই চরম দুর্দশায় কেটেছে। একই সঙ্গে বছরটা আমাদের শিখিয়েছে জীবনের অনেক ছোট ব্যাপারে নতুন করে চিন্তা করতে, যেগুলো আমরা হয়তো চিন্তাই করতাম না।’

মুশফিক আরও বলেন, ‘নতুন বছরে আমরা যেন ভুলগুলো থেকে শিক্ষা নিয়ে নিজেদের আরও ভালো মানুষ হিসেবে তৈরি করতে পারি। জাতীয় দলের জার্সি গায়ে মাঠে নামতে তর সইছে না আমার। আশা করি সবার মুখে হাসি এনে দিতে পারব ইনশাআল্লাহ। সবাইকে নতুন বছরের শুভেচ্ছা।’

নতুন বছরের শুভেচ্ছায় মানুষের সুখ-সমৃদ্ধি কামনা করেছেন পেসার রুবেল হোসেন। লিখেন, ‘সবাইকে নতুন বছরের শুভেচ্ছা। করোনা-মুক্ত একটি সুন্দর পৃথিবীর অপেক্ষায়। সৃষ্টিকর্তার কাছে দোয়া করি, তিনি যেন প্রতিটি মানুষকে সুখে শান্তিতে রাখেন।’

বাংলাদেশের অফ-স্পিনার মেহেদি হাসান মিরাজ লিখেছেন, ‘২০২০ সাল আমাদের সবার জন্য খুব কঠিন সময় ছিল, ক্রিকেটের জন্য বাজে বছর। এ বছর ছিল কেবল টিকে থাকার। আমাদের বেশি কিছু করার ছিল না। প্রার্থণা করি যেন, ২০২১ সাল আমাদের সবার জন্য নিরাপদ, স্থিতিশীল ও সুখের হয়। সামনের বছর দারুণ কাটুক। নতুন বছর শুভ হোক।’

চমকের সাথে রহস্য ঘেরা শুভেচ্ছা জানিয়েছেন বিশ্ব সেরা টাইগার অলরাউন্ডার সাকিব আল হাসান। সন্তান সম্ভাব্য স্ত্রীর পেটে চুমু দেওয়া ছবি পোস্ট করে ইংরেজি নতুন বছরের শুভেচ্ছা জানিয়েছেন তিনি।

সাকিবের সেই ছবি প্রকাশ পাওয়ার সাথে সাথে চারদিকে আলোচনা ছড়িয়ে পড়েছে, সাকিব আল হাসান তৃতীয় সন্তানের বাবা হতে চলছেন। যদিও সাকিব বিষয়টি পরিষ্কার করেননি।

সন্তান সম্ভাব্য স্ত্রীর সাথে ক্যাপশনে সাকিব লিখেন, ‘নতুন বছর, নতুন শুরু, নতুন সংযোজন। সবাইকে নতুন বছরের শুভেচ্ছা।’

[sportsmail24.com এর ওয়েবসাইট এখন sportsmail.com.bd ঠিকানাতেও ব্রাউজ করে পড়তে পারবেন। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস থেকেও খেলাধুলার সকল নিউজ পড়তে পারবেন। ইনস্ট্রল করুন স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস ]


শেয়ার করুন :


আরও পড়ুন

নতুন বছরে সাকিবের পরিবারে নতুন ‘সংযোজন’

নতুন বছরে সাকিবের পরিবারে নতুন ‘সংযোজন’

উইন্ডিজদের পাঁচ দফা করোনা পরীক্ষা করবে বিসিবি

উইন্ডিজদের পাঁচ দফা করোনা পরীক্ষা করবে বিসিবি

মহামারীর বছরে বাংলাদেশের ক্রিকেট

মহামারীর বছরে বাংলাদেশের ক্রিকেট

বাংলাদেশ সফরে উইন্ডিজদের নাম প্রত্যাহারের হিড়িক

বাংলাদেশ সফরে উইন্ডিজদের নাম প্রত্যাহারের হিড়িক