তামিম-মিঠুনের ব্যাটে নিউজিল্যান্ডে বাংলাদেশের দ্বিতীয় সর্বোচ্চ

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১২:০২ এএম, ২৪ মার্চ ২০২১
তামিম-মিঠুনের ব্যাটে নিউজিল্যান্ডে বাংলাদেশের দ্বিতীয় সর্বোচ্চ

ওপেনার তামিম ইকবালের পর মোহাম্মদ মিঠুনের ফিফটিতে ওয়ানাডে ম্যাচে নিউজিল্যান্ডের মাটিতে দ্বিতীয় সর্বোচ্চ রানের সংগ্রহ গড়লো বাংলাদেশ। সিরিজের দ্বিতীয় ম্যাচে নির্ধারিত ৫০ ওভারে ৬ উইকেটে ২৭১ রানের সংগ্রহ গড়েছে টাইগাররা। তামিম ইকবালের ৭৮ রানের পর ব্যাট হাতে অপরাজিত ৭৩ রানের ইনিংস খেলেছেন মিঠুন।

তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে বাজে ব্যাটিংয়ের পর শীর্ষ পাঁচ ব্যাটসম্যানের কাছে বড় রানের স্কোর চেয়েছিলেন টাইগার অধিনায়ক তামিম ইকবাল। দ্বিতীয় ম্যাচে তামিমের সেই কথা রাখলেন ব্যাটসম্যানরা। নিজের ফিফটির পর মোহাম্মদ মিঠুনের অনবদ্য ব্যাটিংয়ে দেশটিতে দ্বিতীয় সর্বোচ্চ রানের দেখা পেল বাংলাদেশ।

নিউজিল্যান্ডে বাংলাদেশের সর্বোচ্চ ইনিংস রয়েছে ২৮৮ রানের। ২০১৫ সালের এই মার্চ মাসেই পুরো ৫০ ওভারে ৭ উইকেটে এ সংগ্রহ গড়েছিল বাংলাদেশ। যদিও হ্যামিলটনের ওই ম্যাচে হারের স্বাদ নিয়ে হয়েছিল টাইগারদের।

এদিকে, মঙ্গলবার (২৩ মার্চ) দ্বিতীয় ম্যাচেও টস ভাগ্য ভালো ছিল না বাংলাদেশের। টস হেরে প্রথমে ব্যাট করতে নেমেও শুরুতে ধাক্কা খেতে হয়। ইনিংসের দ্বিতীয় ওভারে ওপেনার লিটন কুমার দাস সাজঘরে ফিরেন শূন্য হাতে। তবে শুরুর ধাক্কা সতর্কতার সাথে সামাল দেন তামিম ইকবাল এবং সৌম্য সরকার।

উইকেট ধরে রেখে ৮১ রানের পার্টনাশীপ গড়েন তারা দু’জন। ২০তম ওভারের শেষ বলে স্ট্যাম্পিং হয়ে সাজঘরে ফেরার আগে সৌম্যর ব্যাট থেকে আসে ৩২ রান। ৪৬ বলের এ ইনিংসে ৩টি চারের সাথে একটি ছক্কাও হাঁকান তিনি।

সৌম্যর চলে যাওয়ার পর ওয়ানডে ক্যারিয়ারের ৫০তম ফিফটি করেন তামিম ইকবাল। ধীর গতির ব্যাটিংয়ে ৮৪ বলে ৫০ রান স্পর্শ করেন তামিম। যার মধ্যে ৬টি চারের মার ছিল। ফিফটি করার পর হাত খুলে খেলতে থাকেন তিনি। তবে রান আউটে কাটা পড়েন এ টাইগার ওপেনার।

৭৮ রানের ইনিংসে তামিম বল খেলেন ১০৮টি। ৮৪ বলে ফিফটির বাকি ২৪ বলে করেন ২৮ রান। পুরো ইনিংসে ১১টি চারের মার থাকলেও ছিল না কোনো ছক্কার মার।

তামিমের পর বাংলাদেশের পক্ষে বড় রানের ইনিংস খেলেন ব্যাট হাতে পাঁচ নম্বরে উইকেটে নামা মোহাম্মদ মিঠুন। শেষ পর্যন্ত অপরজিত থেকে ৭৩ রানের ইনিংস খেলেন তিনি। ৫৭ বলের ইনিংসে ৬টি চারের পাশাপাশি ২টি ছক্কাও হাকান মিঠুন।

এছাড়া ব্যাট হাতে মুশফিকুর রহিম ৫৯ বলে ৩৪, মাহমুদউল্লাহ রিয়াদ ১৮ বলে ১৬ এবং মেহেদী হাসান ৫ বল মোকাবেলা করে এক ছক্কায় ৭ রান করে সাজঘরে ফিরেন। মিঠুনের সাথে অপরপ্রান্তে ৪ বলে ৭ নিয়ে অপরাজিত ছিলেন মোহাম্মদ সাউফউদ্দিন।

[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং  সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]


শেয়ার করুন :


আরও পড়ুন

ফিফটির ফিফটি করলেন তামিম ইকবাল

ফিফটির ফিফটি করলেন তামিম ইকবাল

খালি হাতে ফিরলেন লিটন দাস

খালি হাতে ফিরলেন লিটন দাস

সাকিবের ছুটি ৪৮ দিন, পুরো আইপিএল নয়

সাকিবের ছুটি ৪৮ দিন, পুরো আইপিএল নয়

গল্পটা অন্যরকম হতে পারতো : তাসকিন

গল্পটা অন্যরকম হতে পারতো : তাসকিন