টপ ফাইভে বড় স্কোর চান তামিম ইকবাল

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৬:৪৮ এএম, ২১ মার্চ ২০২১
টপ ফাইভে বড় স্কোর চান তামিম ইকবাল

নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের প্রথম ওয়াানডে ম্যাচে ১৩১ রানে গুটিয়ে যায় বাংলাদেশ ক্রিকেট দল। ভালো প্রস্তুতি থাকা সত্ত্বেও কেউ বড় সংগ্রহ গড়তে পারেনি। যেখানে প্রথম পাঁচজনের ব্যাট থেকে এসেছে মাত্র ৬৪ রান। তবে সিরিজের বাকি দুই ম্যাচে ভালো করতে হলে টপ ফাইভ ব্যাটসম্যানের কাছ থেকে বড় স্কোর চান অধিনায়ক তামিম ইকবাল। এছাড়া বিকল্প কোনো উপায়ও দেখছেন না তিনি।

তামিম বলেন, ‌‘এ সিচুয়েশন থেকে ওভারকাম করতে হলে আমাদের অ্যাটলিস্ট ২৬০-২৭০ রান করতে হবে। তাহলে ‍কিছুটা প্রতিদ্বন্দ্বি করা যাবে। আর যদি আমরা এভাবেই করি, ১৩০ বা ২শর মধ্যে অলআউট হয়ে যাই, তাহলে সত্যি কথা বোলাদের কিছুই করা থাকবে না।’

ম্যাচে প্রথম পাঁচ ব্যাটসম্যানের কাছ থেকে রান এসেছে যথাক্রমে ১৩, ১৯, ০, ২৩ এবং ৯। ছয় নম্বর ব্যাটসম্যান মাহমুদউল্লাহ রিয়াদের ব্যাট থেকে এসেছে ব্যক্তিগত সর্বোচ্চ রানের ইনিংস, ২৭ রান। তবে নিউজিল্যান্ডের কন্ডিশনে তাদের মাটি প্রতিদ্বন্দ্বি করতে হলে প্রথম সারির ব্যাটসম্যানদেরই হাল ধরার কথা জানালেন তামিম।

টাইগার অধিনায়ক বলেন, ‘টপ ফাইভ থেকে আমাদের একজনকে বড় রান করতে হবে, যেট খুবই দরকার। সো, এ রকম যদি একজন ক্যারিয়ন করতে পারে তাহলে বড় রান করা সম্ভব; ২৬০, ২৭০, ২৮০ -এটা করা সম্ভব। কিন্তু টপ ফাইভ থেকে না করে এটা সবসময়ই কঠিন। স্প্যাশালি এ কন্ডিশনে, যেখানে আমরা দেশে যে কন্ডিশন খেলি আর এখানে যে কন্ডিশনে খেলছি তা পুরোপুরি আলাদা। তো, আমাদের এখানে খুবি ইম্পোর্টেন্ট টপ ফাইভ থেকে একজনের বড় রান করা।’

নিউজিল্যান্ডের কন্ডিশনের উপহমাদেশের খেলোয়াড়দের ভালো পারফর্ম করা সবসময়ই কঠিন। তবে ১৩১ রানে অলআউট হয়ে যাওয়া মতো দল বাংলাদেশ নয় বলে বিশ্বাস করেন তামিম ইকবাল।

তিনি বলেন, ‘সকালে ব্যাটিং করাটা ডিফিক্যাল্ট ছিল, বল সুইমিং হচ্ছিল। কিন্তু আমার কাছে মনে হয় যে, আমাদের ভুলগুলো যদি দেখেন, যেগুলো আমরা আশা করি না। যতই কঠিন অবস্থা থাকুন না কেন, আমাদের দল ১৩০ রান করার মতো না।’

নিজের জন্মদিন ছিল ২০ মার্চ (শনিবার)। জন্মদিনে ব্যাট হাতে শুরুটা ভালো করলেও তামিম নিজেও বেশি দূর যেতে পারেননি। ১৫ বলে একটি করে চার-ছক্কায় ১৩ রানেই থামতে হয়েছে তাকে।

নিজেদের খেলা নিয়ে তামিম বলেন, ‘অবশ্যই আমরা ভালো খেলি নাই। ভুল শট সিলেকশনে ছিল দেখেই ১৩০ রান হয়েছে। আশা করি, সামনের ম্যাচগুলো, এখানে আমার যে ভুলগুলো করেছি এগুলো যেন আমরা পুনরায় না করি। এখানে যদি আমাদের ভালো কিছু করতে হয়, কমপক্ষে ২৭০, ২৮০ স্কোর করতে হবে।’

[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং  সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]


শেয়ার করুন :


আরও পড়ুন

সৌম্যকে নিয়ে ব্যাখ্যা দিলেন তামিম

সৌম্যকে নিয়ে ব্যাখ্যা দিলেন তামিম

নানা প্রত্যাশার ম্যাচে বড় পরাজয়

নানা প্রত্যাশার ম্যাচে বড় পরাজয়

টাইগারদের শ্রীলঙ্কা সফরে সূচি প্রকাশ

টাইগারদের শ্রীলঙ্কা সফরে সূচি প্রকাশ

যেসব চ্যানেলে দেখা যাবে বাংলাদেশ-নিউজিল্যান্ডের ম্যাচ

যেসব চ্যানেলে দেখা যাবে বাংলাদেশ-নিউজিল্যান্ডের ম্যাচ