ফিফটির ফিফটি করলেন তামিম ইকবাল

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১০:৩০ পিএম, ২৩ মার্চ ২০২১
ফিফটির ফিফটি করলেন তামিম ইকবাল

ছবি : গেটি ইমেজ

ওয়ানডে ক্রিকেটে ব্যাট হাতে ৫০তম অর্ধশত হাঁকালেন টাইগার ওপেনার এবং এ ফরম্যাটের দলনেতা তামিম ইকবাল। স্বাগতিক নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে এ রেকর্ড স্পর্শ করেন তিনি। তবে দুর্ভাগ্য, ৭৮ রানে রান আউটি কাটা পড়ে তাকে থামতে হয়েছে।

ক্যারিয়ারের ৫০তম ফিফটি করতে তামিম ইকবালের ম্যাচ খেলেতে হয়েছে ২১২টি ওয়ানডে। এর মধ্যে অবশ্য সর্বোচ্চ ১৫৮ রানের ইনিংসসহ ১৩টি সেঞ্চুরি রয়েছে। ৫০তম ফিফটি স্পর্শ করতে তামিম ইকবাল বল খেলেন ৮৪টি। এর মধ্যে ৬টি চারের মার থাকলেও ছিল না কোনো ছক্কার মার।

ফিফটি করার পর অনেকটা হাত খুলে খেলেন তামিম ইকবাল। ৮৪ বলে ফিফটি করার পর বাকি ২৪ বলে ২৮ রান করেন তিনি। যার মাঝে ৫টি চারের মার ছিল। ১০৮ বলের ৭৮ রানের ইনিংসে মোট ১১টি চার মারেন তামিম।

২১২ ওয়ানেডে ম্যাচে তামিম ইকবালের মোট রান ৭ হাজার ৪৫১। গড় ৩৫ দশমিক ১৫। ওয়ানডে ক্যারিয়ারে এখন পর্যন্ত ব্যাট হাতে ৮০৮টি চার এবং ৯৪টি ছক্কা হাকিয়েছেন তিনি।

মঙ্গলবার (২৩ মার্চ) ক্রাইস্টচার্চে সিরিজের দ্বিতীয় ম্যাচে খুব দেখেশুনেই ব্যাট করেন তামিম ইকবাল। শুরুতেই লিটন দাসের বিদায়ে সেই সতর্কতা আরও বেড়ে যায়। লিটনকে হারিয়ে সৌম্য সরকারকে নিয়ে ধীরে এগিয়ে চলেন তামিম। অবশ্য তামিমের ফিফটি স্পর্শের আগেই সাজঘরে ফিরেন সৌম্য।

প্রথম ম্যাচে রানের খাতা খোলার আগেই সাজঘরে ফেরা সৌম্য দ্বিতীয় ম্যাচে করেন ৩২ রান। ৪৬ বলের সৌম্যর এ ইনিংসে ৩টি চারের মারের সাথে একটি ছক্কার মার রয়েছে। বাংলাদেশের ইনিংসে এখন পর্যন্ত এটাই একমাত্র ছক্কা।

[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং  সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]


শেয়ার করুন :


আরও পড়ুন

খালি হাতে ফিরলেন লিটন দাস

খালি হাতে ফিরলেন লিটন দাস

সাকিবের ছুটি ৪৮ দিন, পুরো আইপিএল নয়

সাকিবের ছুটি ৪৮ দিন, পুরো আইপিএল নয়

টপ ফাইভে বড় স্কোর চান তামিম ইকবাল

টপ ফাইভে বড় স্কোর চান তামিম ইকবাল

সৌম্যকে নিয়ে ব্যাখ্যা দিলেন তামিম

সৌম্যকে নিয়ে ব্যাখ্যা দিলেন তামিম