এক ‘ঢিলে’ দু’টি রেকর্ডের দ্বারপ্রান্তে সাকিব

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১২:১৬ পিএম, ২৭ মে ২০২১
এক ‘ঢিলে’ দু’টি রেকর্ডের দ্বারপ্রান্তে সাকিব

দেশের হয়ে বল হাতে ইতিমধ্যে সাবেক অধিনায়ক মাশরাফি বিন মর্তুজাকে স্পর্শ করেছেন সাকিব আল হাসান। এখন বাকি তাকে ছাড়িয়ে যাওয়া। সেক্ষেত্রে সাকিবের প্রয়োজন আর মাত্র একটি উইকেট। একই সাথে নির্দিষ্ট এক ভেন্যুতে সর্বোচ্চ উইকেট শিকারের মালিকও হবেন সাকিব।

ওয়ানডে ক্রিকেটে বাাংলাদশের পক্ষে সর্বোচ্চ উইকেটশিকারী হতে সাকিবের আর মাত্র ১টি উইকেট প্রয়োজন। বর্তমানে সাবেক সফল অধিনায়ক মাশরাফি বিন মর্তুজার সমান ২৬৯টি উইকেট রয়েছে সাকিবের।

সাকিবের এ রেকর্ড গড়ার সুযোগ রয়েছে শুক্রবারই (২৮ মে)। শ্রীলঙ্কার বিপক্ষে চলমান সিরিজের শেষ ম্যাচে আর মাত্র ১টি উইকেট শিকার করলেই বাংলাদেশের পক্ষে ওয়ানডেতে সর্বোচ্চ উইকেট শিকারী হবেন সাকিব। যেখানে এখন পর্যন্ত মাশরাফি ২১১টি ও সাকিব ২১৮টি ম্যাচ খেলেছেন।

এছাড়া এক ভেন্যুতে সর্বোচ্চ উইকেট শিকারের মালিক হওয়ার সুযোগ সাকিবের সামনে। সেটি করতে পারলে পাকিস্তানের সাবেক অধিনায়ক ওয়াসিম আকরামকে ছাপিয়ে যাবেন সাকিব।

শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে ৭৭ ম্যাচে ১২২ উইকেট নিয়েছেন আকরাম। আর মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ৮৪ ম্যাচে ১২২ উইকেট রয়েছে সাকিবের। ফলে আকরামকে টপকে যেতেও মাত্র ১ উইকেট প্রয়োজন সাকিবের। যেখানে একটি মাত্র বলই যথেষ্ট, যেটিই এনে দিবে কাঙ্ক্ষিত উইকেট।

শ্রীলঙ্কার বিপক্ষে চলমান তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম দু’টিতে ৩ উইকেট নিয়েছেন সাকিব। শুক্রবার (২৮ মে) শ্রীলঙ্কার বিপক্ষে তৃতীয় ও শেষ ম্যাচে ১ উইকেট নিতে পারলেই নতুন দু’টি রেকর্ডের মালিক হবেন সাকিব।

স্পোর্টসমেইল২৪/আরএস

[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং  সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]


শেয়ার করুন :


আরও পড়ুন

সিনিয়রদের থেকে যত দ্রুত শিখবো তত ভালো ক্রিকেটার হবো : মিরাজ

সিনিয়রদের থেকে যত দ্রুত শিখবো তত ভালো ক্রিকেটার হবো : মিরাজ

কখনো ভাবিনি দুই নম্বরে আসবো : মিরাজ

কখনো ভাবিনি দুই নম্বরে আসবো : মিরাজ

আশঙ্কামুক্ত সাইফউদ্দিন

আশঙ্কামুক্ত সাইফউদ্দিন

বাংলাদেশের বিপক্ষে ব্যাটারদের নতুন পরামর্শ দিল পেরেরা

বাংলাদেশের বিপক্ষে ব্যাটারদের নতুন পরামর্শ দিল পেরেরা