‘সাকিব ১০-১২ বছর ধরে নাম্বার ওয়ান, এটা হাসির বিষয় না’

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৫:৪২ এএম, ২৮ মে ২০২১
‘সাকিব ১০-১২ বছর ধরে নাম্বার ওয়ান, এটা হাসির বিষয় না’

শ্রীলঙ্কার বিপক্ষে প্রথমবারের মতো সিরিজ জয়ের রেকর্ড গড়লেও বাংলাদেশ ক্রিকেট দলে ব্যাটারদের ব্যর্থতা ছিল চোখে পড়ার মতো। তামিম ইকবাল-মুশফিকুর রহিম এবং মাহমুদউল্লাহ রিয়াদ ছাড়া ব্যাট হাতে বাকি সবাই ছিলেন ব্যর্থতার কাতারে। দীর্ঘদিন পর জাতীয় দলের জার্সিতে ফেরা সাকিব আল হাসানও রয়েছেন একই কাতারে। তবে সাকিবের সামর্থ নিয়ে কোন সন্দেহ নেই মাহমুদউল্লাহ রিয়াদের।

তিন সিরিজের শেষ ওয়ানডে অনুষ্ঠিত হবে শুক্রবার (২৮ মে)। শ্রীলঙ্কার বিপক্ষে প্রথমবারের মতো সিরিজ জয়ের পর বাংলাদেশের এবার লক্ষ্য লঙ্কানদের হোয়াইটওয়াশ। শেষ ম্যাচের আগে মিরপুরে নিজেদের প্রস্তুতি সেরেছে বাংলাদেশ ক্রিকেট দল। অনুশীলন শেষে সাংবাদিকের সাথে কথা বলেন মাহমুদউল্লাহ রিয়াদ।

এদিকে, প্রস্তুতিতে মিরপুরের মাঠে সাকিব আল হাসান অনুশীলনে ফিল্ডিং ও ক্যাচ প্র্যাকটিস করলেও ইন্ডোরে বোলিং-ব্যাটি অনুশীলন করেননি। ফলে সংবাদ সম্মেলনে সাকিবের বিষয়ে প্রশ্ন করা হলে রিয়াদ বলেন, ‘সাকিবকে নিয়ে কিছু বলার নাই। ও (সাকিব) ওর নিজের গেমটা বেশ ভালো বোঝে। একটা ছেলে ১০-১২ বছর ধরে নাম্বার ওয়ান অলরাউন্ডার। এটা কোনো হাসির বিষয় না।’
sportsmail24
শ্রীলঙ্কার বিপক্ষে নিজের পছন্দের তিন নম্বরে ব্যাট করছেন সাকিব আল হাসান। তবে নিজের নামের সুবিচার করতে পারেননি। ব্যাট হাতে প্রথম ম্যাচে ১৫ রান (৩৪ বল) করলেও দ্বিতীয় ম্যাচে খালি হাতে ফিরেছেন তিনি। এছাড়া বল হাতে প্রথম ম্যাচে ১০ ওভারে ৪৪ রান দিয়ে এক উইকেট এবং দ্বিতীয় ম্যাচে ৯ ওভারে ৩৮ রান ২ উইকেট শিকার করেছেন।

মাহদুউল্লাহ রিয়াদের আশা সিরিজের শেষ ম্যাচে জ্বলে উঠবেন সাকিব আল হাসান। তিনি বলেন, ‌‘ও জানে কখন ওর ব্যাটিং করা প্রয়োজন। কখন কতটুকু ব্যাটিং করলে ওর জন্য ভালো হবে। প্রথম ম্যাচে ভালো একটা শুরু পেয়েছিল কিন্তু ক্যাপিটালাইজড করতে পারে নাই। হোপ সো, সামনের ম্যাচে ও ভালো একটা ইনিংস খেলবে।’

স্পোর্টসমেইল২৪/আরএস

[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং  সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]


শেয়ার করুন :


আরও পড়ুন

সিপিএলে ফিরছেন সাকিব

সিপিএলে ফিরছেন সাকিব

সাকিবকে টপকালো মুশফিক, মাশরাফি-ওয়াসিমকে ছুঁলো সাকিব

সাকিবকে টপকালো মুশফিক, মাশরাফি-ওয়াসিমকে ছুঁলো সাকিব

চলতি সিরিজেই ফর্মে ফিরবেন সাকিব : আশা আকরাম খানের

চলতি সিরিজেই ফর্মে ফিরবেন সাকিব : আশা আকরাম খানের

কোন শটে কে সেরা, জানালেন সাকিব 

কোন শটে কে সেরা, জানালেন সাকিব