সাকিবকে টপকালো মুশফিক, মাশরাফি-ওয়াসিমকে ছুঁলো সাকিব

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১১:৪৫ পিএম, ২৬ মে ২০২১
সাকিবকে টপকালো মুশফিক, মাশরাফি-ওয়াসিমকে ছুঁলো সাকিব

দেশের হয়ে একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে সাকিব আল হাসানকে টপকে সর্বোচ্চ রানের তালিকায় দ্বিতীয়স্থানে ওঠে গেলেন মুশফিকুর রহিম। মঙ্গলবার (২৫ মে) শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে ১২৫ রানের ইনিংস খেলে সাকিবকে টপকে যান মুশফিক। তবে ব্যাট হাতে ব্যর্থ হলেও বল হাতে উইকেট শিকারে মাশরাফি বিন মর্তুজা ও ওয়াসিম আকরাম খানের পাশে বসেছেন সাকিব।

শ্রীলঙ্কার বিপক্ষে এই সিরিজে তিন নম্বরে ব্যাট করছেন সাকিব। দ্বিতীয় ম্যাচে রানের খাতা খোলার আগেই প্যাভিলিয়নে ফিরেন তিনি। ফলে যেখান থেকে শুরু করেছিলেন সেখানেই থমকে আছেন সাকিব। ওয়ানডে ক্যারিয়ারে ২১১ ম্যাচে সাকিবের রান ৬ হাজার ৪৫১।

সেঞ্চুরি হাঁকানো এ ম্যাচের আগে মুশফিকের রান ছিল ৬ হাজার ৪২৮। অর্থাৎ, ম্যাচের ব্যাট হাতে মাঠে নামার আগে সাকিবের চেয়ে ২৩ রানে পিছিয়ে ছিলেন মুশফিক। তবে ব্যাট হাতে মাঠে নেমে ইনিংসের ১৮তম ওভারের প্রথম বলে নিজের ২৪তম রানটি নিয়ে সাকিবকে টপকে যান মুশফিক।

              আরও পড়ুন > ধ্বংস্তুপে দাঁড়িয়ে মুশফিকের সেঞ্চুরি

সাকিবকে টপকে যাওয়ার ইনিংসে সেঞ্চুরি করেছেন মুশফিক। ২২৬তম ম্যাচে অষ্টম সেঞ্চুরির স্বাদ নেন তিনি। শেষ পর্যন্ত ১২৫ রানে থামেন মুশফিক। বাংলাদেশের শেষ ব্যাটসম্যান হিসেবে আউট হওয়ার আগে মুশফিক ১০টি চার মারেন।

বাংলাদেশের পক্ষে মুশফিকের রান এখন ৬ হাজার ৫৫৩। রানের তালিকায় দ্বিতীয়স্থানে আছেন তিনি। ২১৫ ম্যাচে ৭ হাজার ৫১৭ রান নিয়ে শীর্ষে রয়েছেন বাংলাদেশের অধিনায়ক তামিম ইকবাল। আর দ্বিতীয় স্থান হারনো সাকিব আল হাসান এখন তৃতীয়।

এদিকে, ব্যাট হাতে ব্যর্থ হলেও বল হাতে ৯ ওভারে ৩৮ রান দিয়ে দুটি উইকেট শিকার করেছেন সাকিব আল হাসান। আর এ উইকেট শিকারে বাংলাদেশের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা এবং পাকিস্তানের সাবেক অধিনায়ক ওয়াসিম আকরামকে স্পর্শ করেছেন সাকিব।

            আরও পড়ুন > ১৮ ম্যাচ পর সাকিবের ‘ডাক’

বাংলাদেশের হয়ে ওয়ানডে ক্রিকেটে সবচেয়ে বেশি উইকেট নেওয়ার রেকর্ডে মাশরাফির পাশে বসেছেন সাকিব। বাংলাদেশের জার্সিতে দু’জনের দখলেই রয়েছে ২৬৯টি উইকেট।

এছাড়া, ওয়ানডেতে ক্রিকেটে নির্দিষ্ট একটি ভেন্যুতে সবচেয়ে বেশি উইকেট নেওয়ার রেকর্ডে পাকিস্তানের ওয়াসিম আকরামকেও স্পর্শ করেছেন সাকিব আল হাসান। আকরাম শারজাহে ও সাকিব মিরপুরে নিয়েছেন ১২২টি করে উইকেট।

স্পোর্টসমেইল২৪/আরএস

[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং  সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]


শেয়ার করুন :


আরও পড়ুন

যেভাবে সুপার লিগের শীর্ষে বাংলাদেশ

যেভাবে সুপার লিগের শীর্ষে বাংলাদেশ

লঙ্কা বাধা পেরিয়ে বাংলাদেশের নতুন ইতিহাস

লঙ্কা বাধা পেরিয়ে বাংলাদেশের নতুন ইতিহাস

চলতি সিরিজেই ফর্মে ফিরবেন সাকিব : আশা আকরাম খানের

চলতি সিরিজেই ফর্মে ফিরবেন সাকিব : আশা আকরাম খানের

অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ডের বিপক্ষে দশটি টি-টোয়েন্টি খেলবে বাংলাদেশ

অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ডের বিপক্ষে দশটি টি-টোয়েন্টি খেলবে বাংলাদেশ