ওয়ানডে মিশনে বাংলাদেশ, লক্ষ্য পূর্ণ ৩০ পয়েন্ট

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৯:৫৪ পিএম, ১৬ জুলাই ২০২১
ওয়ানডে মিশনে বাংলাদেশ, লক্ষ্য পূর্ণ ৩০ পয়েন্ট

স্বাগতিক জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট সিরিজের বেশ দুপুটের সাথেই জয় তুলে নিয়েছে বাংলাদেশ। এবার মিশন শুরু ওয়ানডে সিরিজের। আজ শুক্রবার (১৬ জুলাই) স্বাগতিকদের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে খেলতে মাঠে নামবে টাইগাররা।

হারারে স্পোর্টস ক্লাব মাঠে বাংলাদেশ সময় দুপুর দেড়টায় শুরু হবে ম্যাচটি। জিম্বাবুয়ের বিপক্ষে সর্বশেষ ১৬ ওয়ানডের সবগুলোতে বাংলাদেশ জয় পেলেও নিজেদের মাটিতে সর্বশেষ দুই ওয়ানডে সিরিজেই জয় পেয়েছিল জিম্বাবুয়ে। ফলে সিরিজের প্রথম ম্যাচেই বেশ সকর্ত তামিম ইকবালরা।

ম্যাচপূর্ব ভার্চুয়াল সংবাদ সম্মেলনে তামিম বলেছেন, ‘জিম্বাবুয়েতে ২-৩টা সিরিজ খেলেছি, তবে ৬-৭ বছর আগে। সাড়ে ৯টায় (স্থায়ী সময়) ম্যাচ শুরু হবে, তাই বোলাররা শুরুতে সুবিধা হবে বিশেষ করে প্রথম ঘণ্টায়। এটা চ্যালেঞ্জিং হবে যদি আগে ব্যাট করি। আগে ব্যাট করলে সাবধান থাকতে হবে। আগে বোলিং করলে এই এক ঘণ্টা কাজে লাগাতে হবে।’

চ্যালেঞ্জ যতই থাক সিরিজের প্রতিটি ম্যাচই জিততে চান তামিম। এ ক্ষেত্রে প্রথম ম্যাচের জয়কে বেশি গুরুত্বপূর্ণ বরে মনে করেন তামিম। তামিম বলেন, ‘আমাদের সব সুযোগ কাজে লাগাতে হবে। আমি তো চাই প্রত্যেক ম্যাচই জিততে। তবে দিন শেষে এটা ক্রিকেট। আশাবাদী সিরিজ জিতবো। প্রথম ম্যাচই সবচেয়ে গুরুত্বপূর্ণ।’

জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজটি ওয়ানডে সুপার লিগের অংশ। সিরিজটি থেকে ৩০ পয়েন্ট তুলে নেওয়া টাইগারদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। ইতোমধ্যে নিজেদের ৯ ম্যাচে ৫ জয়ে ৫০ পয়েন্ট নিয়ে সুপার লিগের পয়েন্ট তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে বাংলাদেশ।

দু’দলের ওয়ানডে পরিসংখ্যানে অনেকটাই এগিয়ে বাংলাদেশ। একদিনের আন্তর্জাতিক ম্যাচে দু’দলের মুখোমুখি হওয়ার সংখ্যা ৭৬ বার। যেখানে বাংলাদেশের জয় ৪৮ ম্যাচে। অন্যদিকে, জিম্বাবুয়ে জিতেছে ২৮ ম্যাচে। তবে ঘরের মাঠে বরাবরই শক্তিশালী জিম্বাবুয়ে।

স্পোর্টসমেইল২৪/আরএস

[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং  সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ] 


শেয়ার করুন :


আরও পড়ুন

জিম্বাবুয়ের ওয়ানডে স্কোয়াডে তিন নতুন মুখ, নেতৃত্বে টেইলর

জিম্বাবুয়ের ওয়ানডে স্কোয়াডে তিন নতুন মুখ, নেতৃত্বে টেইলর

প্রথম ম্যাচে মোস্তাফিজের খেলার সম্ভাবনা ৫০ শতাংশ

প্রথম ম্যাচে মোস্তাফিজের খেলার সম্ভাবনা ৫০ শতাংশ

দেশে ফিরছেন মুশফিক, খেলবেন না ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ

দেশে ফিরছেন মুশফিক, খেলবেন না ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ

ভিসা পেয়েও দুর্ভাগা রুবেল হোসেন

ভিসা পেয়েও দুর্ভাগা রুবেল হোসেন