হারের বৃত্তে যুব টাইগারদের ঘুরপাক

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৪:১০ এএম, ২০ অক্টোবর ২০২১
হারের বৃত্তে যুব টাইগারদের ঘুরপাক

টি-টোয়েন্টি বিশ্বকাপে স্কটল্যান্ডের বিপক্ষে লজ্জাজনক পরাজয়ের স্বদ পেয়েছে মাহমুদউল্লাহ রিয়াদরা। বিশ্বকাপের মঞ্চে বড়দের লজ্জার মাঝে ছোটরাও ঘুরপাক খাচ্ছে হারের বৃত্তে। ঘরের মাঠে আফগান যুবাদের বিপক্ষে টানা তিন ম্যাচ হারের পর শ্রীলঙ্কা সফরেও হারের বৃত্তে রয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল।

স্বাগতিক শ্রীলঙ্কা যুবাদের বিপক্ষে পাঁচ ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচে মাত্র ১ রানের ব্যবধানে হেরে গেছে বাংলাদেশের যুবারা। উত্তেজনাপূর্ণ এ ম্যাচে হেরে যাওয়ার ফলে সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে গেছে শ্রীলঙ্কা অনূর্ধ্ব-১৯ দল। সিরিজের প্রথম ওয়ানডেতে ৪২ রানে হেরেছিল বাংলাদেশ যুব দল।

এর আগে সেপ্টেম্বরে ঘরের মাঠে সফরকারী আফগান যুবাদের বিপক্ষে টানা তিন ম্যাচে হারের হেরেছে বাংলাদেশের যুবারা। পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজের শেষ দুই ম্যাচে যথাক্রমে ১৯ রান এবং ৩ উইকেটে হারের পর একমাত্র চারদিনের যুব টেস্টেও হেরেছিল টাইগার যুবারা।

আফগানিস্তানের বিপক্ষে টানা তিন ম্যাচে হারের পর শ্রীলঙ্কা সফরে গিয়ে টানা দ্বিতীয় হারের স্বাদ পেল মেহেরব হাসানরা। অর্থাৎ, টানা পাঁচ ম্যাচে হারের স্বাদ পেল টাইগার যুবারা।
sportsmail24

 সর্বশেষ সোমবার (১৮ অক্টোবর) ডাম্বুলার রাঙ্গিরি ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে শ্রীলঙ্কার বিপক্ষে মাত্র ১ রানে হেরে গেছে বাংলাদেশ। টস জিতে প্রথমে ব্যাট করে দুই ব্যাটসম্যানের হাফ-সেঞ্চুরিতে ৫০ ওভারে ৮ উইকেটে ২২৮ রান করে শ্রীলঙ্কা। সাদিশ জয়াবর্ধনে ৫৮ ও পাওয়ান পাথিরাজা ৫১ রান করেন।

জবাবে ৩৩ ওভার শেষে ৩ উইকেটে ১৪৮ রান তুলে জয়ের পথেই ছিল বাংলাদেশের যুবারা। তবে এরপর ৭৯ রানে শেষ ৭ উইকেট হারিয়ে পরাজয়ের স্বাদ নেন বাংলাদেশ।

২১২ রানে নবম উইকেটের পতন ঘটে বাংলাদেশের। এরপর জুটি গড়ে লক্ষ্যে দিকেই ছুটছিলেন শেষ দুই ব্যাটার আশিকুর রহমান ও রিপন মন্ডল। শেষ ওভারে ৮ রানের প্রয়োজন পড়ে তাদের। কিন্তু তৃতীয় বলে রান আউট হন মন্ডল। ২২৭ রানে অলআউট হয় টানা দ্বিতীয় ম্যাচে হারে বাংলাদেশ। ওপেনার মাহফিজুল ইসলাম সর্বোচ্চ ৭৫ রান করেন।

একই ভেন্যুতেই সিরিজের বাকি তিন ম্যাচ ২০, ২৩ এবং ২৫ অক্টোবর অনুষ্ঠিত হবে। অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের প্রস্তুতি হিসেবে এ সিরিজ খেলছে যুব টাইগাররা। অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের বর্তমান চ্যাম্পিয়ন বাংলাদেশ।

স্পোর্টসমেইল২৪/আরএস

[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং  সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]


শেয়ার করুন :


আরও পড়ুন

শ্রীলঙ্কা সফরে টাইগার যুবাদের ২১ সদস্যের স্কোয়াড ঘোষণা

শ্রীলঙ্কা সফরে টাইগার যুবাদের ২১ সদস্যের স্কোয়াড ঘোষণা

টানা তিন ম্যাচে আফগান যুবাদের কাছে হারলো বাংলাদেশ

টানা তিন ম্যাচে আফগান যুবাদের কাছে হারলো বাংলাদেশ

সেঞ্চুরি হাঁকালেন অনূর্ধ্ব-১৯ দলের আইচ মোল্লা

সেঞ্চুরি হাঁকালেন অনূর্ধ্ব-১৯ দলের আইচ মোল্লা

বিশ্বজয়ের পর প্রথম ম্যাচেও জয় পেল বাংলাদেশের যুবারা

বিশ্বজয়ের পর প্রথম ম্যাচেও জয় পেল বাংলাদেশের যুবারা