শ্রীলঙ্কা সফরে টাইগার যুবাদের ২১ সদস্যের স্কোয়াড ঘোষণা

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৬:১২ এএম, ০৭ অক্টোবর ২০২১
শ্রীলঙ্কা সফরে টাইগার যুবাদের ২১ সদস্যের স্কোয়াড ঘোষণা

বাংলাদেশ দল ইতিমধ্যে বিশ্বকাপের ভেন্যুতে গিয়ে শুরু করেছে প্রস্তুতি। ঠিক এমন সময়েই শ্রীলঙ্কা সফরে যাচ্ছে টাইগার যুবারা। পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজের জন্য বাংলাদেশ অনূর্ধ্ব ১৯ দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

২০২০ সালে অনুষ্ঠিত সর্বশেষ অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের শিরোপা ঘরে তুলেছিল বাংলাদেশ। এরপর থেকে ২০২২ সালে টানা দ্বিতীয় বিশ্বকাপ জয়ের লক্ষ্যে খেলতে নামবে বাংলাদেশ। তবে করোনা ভাইরাস মহামারির কারণে এখনও সঠিক প্রস্তুতি শুরু করতে পারেনি টাইগার যুবারা।

করোনাভাইরাস মহামারির মধ্যে ঘরের মাঠে প্রথম সিরিজ খেলতে নামে অনূর্ধ্ব -১৯ দল। আফগানিস্তানের বিপক্ষে সে সিরিজের পর শ্রীলঙ্কা সিরিজ হতে যাচ্ছে যুবাদের জন্য দ্বিতীয় সিরিজ।

এ সিরিজে শ্রীলঙ্কার বিপক্ষে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে বাংলাদেশ। এ সিরিজের জন্য ঘোষিত স্কোয়াডে অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করবেন মেহরব হাসান। এছাড়াও সহ-অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করবেন ব্যাটার আইচ মোল্লা।

শ্রীলঙ্কায় পৌঁছে চারদিনের রুম কোয়ারেন্টাইন পালন করবে বাংলাদেশ। রুম কোয়ারেন্টাইন শেষ করে চারদিন অনুশীলন করবে তারা। অনুশীলন শেষে ১৫ অক্টোবর প্রথম ওয়ানডেতে শ্রীলঙ্কার মুখোমুখি হবে টাইগার যুবারা।

শ্রীলঙ্কা সিরিজের জন্য ১৬ সদস্যের মূল স্কোয়াডের পাশাপাশি ৫ জন স্ট্যান্ডবাই ক্রিকেটার নিয়ে যাচ্ছে বাংলাদেশ।

বাংলাদেশ স্কোয়াড
এস এম মেহেরব হাসান (অধিনায়ক), আইচ মোল্লাহ, মোহাম্মদ মাহফিজুল ইসলাম, ইফতেখার হোসেন ইফতি, প্রান্তিক নওরোজ নাবিল, আব্দুল্লাহ আল মামুন, গাজী মোহাম্মদ তাহজিবুল ইসলাম, আরিফুল ইসলাম, মাকসুদুর রহমান, মোহাম্মদ মুশফিক হাসান, রিপন মন্ডল,মোহাম্মদ আশিকুর জামান, মহিউদ্দিন তারেক, নাঈমুর রহমান নয়ন, আহসান হাবিব লিওন।

স্ট্যান্ডবাই
মোহাম্মদ খালিদ হাসান, মোহাম্মদ আশরাফুল ইসলাম সিয়াম, আরিফ আহমেদ অনিক, মোহাম্মদ সাকিব শাহরিয়ার, মাহফুজুর রহমান রাব্বি।

স্পোর্টসমেইল২৪/পিপিআর

[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং  সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]



শেয়ার করুন :


আরও পড়ুন

আইসিসির মাস সেরার তালিকায় নাসুম

আইসিসির মাস সেরার তালিকায় নাসুম

তিনদিনের প্রস্তুতির পর ওমান ‘এ’ দলের বিপক্ষে খেলবে টাইগাররা

তিনদিনের প্রস্তুতির পর ওমান ‘এ’ দলের বিপক্ষে খেলবে টাইগাররা

বিশ্বকাপে নিউজিল্যান্ডের প্রাথমিক লক্ষ্য সেমিফাইনাল

বিশ্বকাপে নিউজিল্যান্ডের প্রাথমিক লক্ষ্য সেমিফাইনাল

বিশ্বকাপ থেকে ছিটকে গেলেন স্যাম কারান, স্কোয়াডে বড় ভাই

বিশ্বকাপ থেকে ছিটকে গেলেন স্যাম কারান, স্কোয়াডে বড় ভাই