ভারতকে হারিয়ে সিরিজ নিশ্চিত করলো দক্ষিণ আফ্রিকা

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৪:৫৯ পিএম, ২২ জানুয়ারি ২০২২
ভারতকে হারিয়ে সিরিজ নিশ্চিত করলো দক্ষিণ আফ্রিকা

প্রথম ম্যাচে ৩১ রানের হারের পর ভারতের লক্ষ্য ছিল দ্বিতীয় ম্যাচে ঘুরে দাঁড়ানো। সেই লক্ষ্যে ব্যাটাররা বেশ ভালো একটা পুঁজি এনে দিলেও বোলাররা সেটাকে স্রেফ মামুলি বানিয়ে ফেললেন। তাতে দ্বিতীয় ওয়ানডেতে ৭ উইকেটের বড় ব্যবধানে হেরে এক ম্যাচ বাকি থাকতেই দক্ষিণ আফ্রিকার হাতে সিরিজ তুলে দিয়েছে ভারত।

পার্লের বোল্যান্ড পার্কে আগে ব্যাটিং করতে নেমে শুরুটা ভালোই করেছিলেন দুই ওপেনার লোকেশ রাহুল এবং শিখর ধাওয়ান। দু'জন মিলে ৬৩ রানের জুটি গড়ে দলকে ভালো সংগ্রহ এনে দেন। ২৯ রান করে ধাওয়ান আউট হয়ে গেলেও ঋষভ পান্তকে নিয়ে শতরানের জুটি গড়েন রাহুল।

ফিফটির পর ৫৫ রান করে রাহুল আউট হলে বাকি পথটা দলকে টেনে নিয়ে যান ঋষভ পান্ত। আউট হওয়ার আগে করে যান ৮৫ রান। এরপর শার্দুল ঠাকুরের ৪০, ভেঙ্কটেশ আইয়ারের ২২ এবং আশ্বিনের ২৫ রানের সুবাদে ৫০ ওভারে ৬ উইকেট হারিয়ে স্কোর বোর্ডে ২৮৭ রান জমা করে ভারত।

২৮৮ রানের জবাবে খেলতে নেমে ব্যাট হাতে ঝড় তুলেন কুইন্টন ডি কক। ৬৬ বলে ৭টি চার ও ৩টি ছক্কার মারে করে যান ৭৮ রান। অন্যপ্রান্তে জানেমান মালান ১০৮ বলে খেলেন ৯১ রানের ইনিংস। এই দুজনের ইনিংসেই মূলত জয়ের সুবাস পেতে থাকে প্রোটিয়ারা।

বাকি পথটা পাড়ি দেন অধিনায়ক টেম্বা বাভুমা (৩৫), এইডেন মার্করাম (৩৭) এবং রাশি ফন ডার ডুসেন (৩৭*)। তাতে ৪৮.১ ওভারে ৩ উইকেট হারিয়েই জয়ের লক্ষ্যে বন্দরে নোঙ্গর করে প্রোটিয়ারা। ঝড়ো ইনিংস খেলে ম্যাচ সেরার পুরস্কার বাগিয়ে নিয়েছেন ডি কক।

এই ম্যাচ জয়ে এক ম্যাচ হাতে রেখেই ২-০ ব্যবধানে সিরিজ নিজেদের করে নিয়েছে দক্ষিণ আফ্রিকা। সিরিজের শেষ ম্যাচে ২৩ জানুয়ারি (রবিবার) মুখোমুখি হবে দুই দল।

স্পোর্টসমেইল২৪/এএইচবি

[আমরা এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার সর্বশেষ সংবাদ পড়তে ইনস্টল করুন আমাদের অ্যান্ড্রয়েড মোবাইল অ্যাপস ]


শেয়ার করুন :


আরও পড়ুন

শানাকার সেঞ্চুরির পরও লঙ্কানদের হার, সমতায় সিরিজ

শানাকার সেঞ্চুরির পরও লঙ্কানদের হার, সমতায় সিরিজ

নেদারল্যান্ডসের বিপক্ষে ওয়ানডেতে থাকছেন না নবি

নেদারল্যান্ডসের বিপক্ষে ওয়ানডেতে থাকছেন না নবি

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজ জিতে ইতিহাস গড়লো আয়ারল্যান্ড

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজ জিতে ইতিহাস গড়লো আয়ারল্যান্ড

বাবর আজমের অর্জনে বাবার আনন্দঘন স্ট্যাটাস

বাবর আজমের অর্জনে বাবার আনন্দঘন স্ট্যাটাস