হার দিয়ে বিশ্বকাপ শেষ করলো বাংলাদেশের মেয়েরা

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১১:৪০ এএম, ২৭ মার্চ ২০২২
হার দিয়ে বিশ্বকাপ শেষ করলো বাংলাদেশের মেয়েরা

প্রথমবারের মতো ওয়ানডে বিশ্বকাপ খেলতে গিয়েই ইতিহাস গড়েছে বাংলাদেশ। তবে শেষটা ভালো হলো না। বেশ কয়েকটি ম্যাচে দুর্দান্ত পারফর্ম করে প্রতিদ্বন্দ্বিতা করলেও হারের স্বাদ নিতে হয়েছে। আসরে নিজেদের শেষ ম্যাচেও ইংল্যান্ডের মেয়েদের কাছে হারলো বাংলাদেশের মেয়েরা। শেষ ম্যাচে ১০০ রানের ব্যবধানে বাংলাদেশকে হারিয়েছে ইংল্যান্ড।

রোববার (২৭ মার্চ) ওয়েলিংটনের বেসিন রিজার্ভে টস জিতে আগে ব্যাট করে সোফিয়া ডাঙ্কলির ফিফটি ও বাকিদের ছোট ছোট অবদানে ৫০ ওভারে ৬ উইকেট হারিয়ে ২৩৪ রান সংগ্রহ করে ইংল্যান্ড। জবাব দিতে নেমে ৪৮ ওভারে ১৩৪ রানেই গুটিয়ে যায় বাংলাদেশের ইনিংস।

ব্যাট করতে নেমে শুরুতে বাংলাদেশের বোলারদের তোপে ২৬ রানেই ২ উইকেট হারিয়ে বসে ইংল্যান্ড। সেখান থেকে ওপেনার ট্যামি বিউমন্ট ও ন্যাট সাইভার মিলে প্রাথমিক ধাক্কাটা সামলে উঠেন। দলীয় ৮৬ রানের মাথায় বিউমন্ট ৩৩ রান করে আউট হলে ভাঙ্গে এই জুটি।

এরপর সাইভারের ৪০, অ্যামি জোন্সের ৩১ এবং সোফিয়া ডাঙ্কলের ৬৭ রানের ইনিংসে ভর করে ২০০ পার করে ইংলিশরা। শেষের দিকে ২৪ ও ১৭ রানের দুটি অপরাজিত ইনিংস খেলেন ক্যাথরিন ব্রান্ট ও সোফি একলেস্টোন। তাতেই ২৩৪ রানের পুঁজি পায় ইংল্যান্ড।

২৩৬ রানের জবাবে খেলতে নেমে বাংলাদেশের শুরুর পাঁচ ব্যাটারের চারজনই বড় ইনিংস খেলার ইঙ্গিত দিয়েও পারেননি। ইংলিশ বোলারদের তোপে একের পর এক সাজঘরের পথে ধরেছেন শামীমা সুলতানা (২৩), শারমিন আক্তার (২৩), ফারজানা হক (১১) ও নিগার সুলতানা (২২)।

মিডল অর্ডারে খানিকটা প্রতিরোধ করার চেষ্টা করেন লতা মন্ডল। তার ৩০ রানের ইনিংস কেবল হারের ব্যবধানই কমিয়েছে। তবে দলকে হার থেকে রক্ষা করতে পারেনি। বাকিদের ব্যর্থতায় ১২ বল বাকি থাকতেই ১৩৪ রানে অলআউট হয়ে যায় বাংলাদেশ। হার মেনে নেয় ১০০ রানে।

এই হারের মধ্যে দিয়ে সমাপ্তি হলো বাংলাদেশের বিশ্বকাপ মিশন। এবারের আসরে প্রথমবারের মতো অংশগ্রহণ করে ৭টি ম্যাচ খেলে মাত্র ১টি ম্যাচই জিততে পেরেছে জ্যোতিরা। একমাত্র জয়টা পাকিস্তানের বিপক্ষে। বাকি ছয় ম্যাচে হারে আট দলের মধ্যে সাত নম্বরে থেকেই শেষ হলো বিশ্বকাপ।

স্পোর্টসমেইল২৪/এএইচবি


শেয়ার করুন :


আরও পড়ুন

তীব্র বাতাসে ছিল না স্টাম্পে বেল, আশা জাগিয়েও হারলো টাইগ্রেসরা

তীব্র বাতাসে ছিল না স্টাম্পে বেল, আশা জাগিয়েও হারলো টাইগ্রেসরা

বড় জয়ে নারী বিশ্বকাপের সেমিফাইনালে ইংল্যান্ড

বড় জয়ে নারী বিশ্বকাপের সেমিফাইনালে ইংল্যান্ড

ক্লোজ ম্যাচ জিততে বেশি ম্যাচ খেলতে চান নিগার সুলতানা

ক্লোজ ম্যাচ জিততে বেশি ম্যাচ খেলতে চান নিগার সুলতানা

পাকিস্তানকে হারিয়ে নারী বিশ্বকাপে ইতিহাস গড়লো বাংলাদেশ

পাকিস্তানকে হারিয়ে নারী বিশ্বকাপে ইতিহাস গড়লো বাংলাদেশ