১৬ বছর পর সাকিব-মুশফিককে ছাড়া ওয়ানডেতে বাংলাদেশ

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৭:০২ পিএম, ১০ জুলাই ২০২২
১৬ বছর পর সাকিব-মুশফিককে ছাড়া ওয়ানডেতে বাংলাদেশ

২০০৬ সালে ওয়ানডে ক্রিকেটে নিজেদের অভিষেক ম্যাচ খেলেন সাকিব আল হাসান ও মুশফিকুর রহিম। এরপর থেকে প্রত্যেক সিরিজেই ছিলেন এই দুই ক্রিকেটার। অভিষেকের ১৬ বছর এর বত্যয় ঘটতে যাচ্ছে। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজে থাকছেন না এই দুই ক্রিকেটারের কেউই।

২০০৬ সালে হারারে স্পোর্টস ক্লাব মাঠে জিম্বাবুয়ের বিপক্ষে অভিষেক ম্যাচ খেলেন সাকিব আল হাসান ও মুশফিকুর রহিম। নিজের অভিষেক ম্যাচ বল হাতে এক উইকেটে পাশাপাশি ব্যাট হাতে ৩০ রান করেছিলেন সাকিব। বিপরীতে মুশফিক অবশ্য ব্যাটিং করারই সুযোগ পাননি।

ওই সিরিজের পর বাংলাদেশের বেশিরভাগ সিরিজেই ছিল সাকিব ও মুশফিকের নাম। কোনো সিরিজ থেকে ছুটি নিলেও দুইজন কখনই একসাথে ছুটি নেননি। তবে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজে দুইজনের একজনকেও পাচ্ছে না বাংলাদেশ দল।

পবিত্র হজ পালন করতে বর্তমানে সৌদি আরবে অবস্থান করছেন মুশফিকুর রহিম। টেস্ট ও টি-টোয়েন্টি সিরিজের পর ওয়ানডে ফরম্যাট থেকে ছুটি নেওয়া সাকিব পরিবারের সাথে মার্কিন মুলুকে পরিবারের সাথে সময় কাটাচ্ছেন।

দীর্ঘ ১৬ বছরে সাকিব ও মুশফিক দুইজনকে ছাড়া মাত্র একটি ওয়ানডে ম্যাচ খেলেছিল বাংলাদেশ। ২০২০ সালের ৬ মার্চ সিলেটে জিম্বাবুয়ের বিপক্ষে ম্যাচে বাংলাদেশ স্কোয়াডে ছিলেন না সাকিব আল হাসান ও মুশফিকুর রহিম।

অধিনায়ক মাশরাফি বিন মর্তুজার আন্তর্জাতিক ক্যারিয়ারের শেষ ম্যাচে সাকিব ও মুশফিককে ছাড়াই নেমেছিল বাংলাদেশ। ওই সময় সাকিব আন্তর্জাতিক ক্রিকেট থেকে নিষিদ্ধ ছিল। আগেই ওয়ানডে সিরিজ জয় নিশ্চিত হওয়ায় ওইদিন একাদশের বাইরে ছিলেন মুশফিকুর রহিম। 

ওই ম্যাচে না খেললেও সিরিজের স্কোয়াডে ছিলেন মুশফিক। এবারই সাকিব ও মুশফিককে ওয়ানডে স্কোয়াডে পাচ্ছে না বাংলাদেশ দল।

স্পোর্টসমেইল২৪/পিপিআর


শেয়ার করুন :


আরও পড়ুন

করোনার হানায় ওয়েস্ট ইন্ডিজ স্কোয়াডে এক পরিবর্তন

করোনার হানায় ওয়েস্ট ইন্ডিজ স্কোয়াডে এক পরিবর্তন

‘আরও ২-৩ জন অলরাউন্ডার থাকলে এই প্রশ্নগুলো হতো না’

‘আরও ২-৩ জন অলরাউন্ডার থাকলে এই প্রশ্নগুলো হতো না’

ব্যক্তিগতভাবে কাউকে অনুপ্রাণিত করা দরকার নেই: তামিম

ব্যক্তিগতভাবে কাউকে অনুপ্রাণিত করা দরকার নেই: তামিম

দুই বলের প্রস্তুতিতে মাঠে নামবেন তামিম

দুই বলের প্রস্তুতিতে মাঠে নামবেন তামিম