এক সিদ্ধান্তে দুই আউট থেকে বাঁচলেন পুরান!

পার্থ প্রতীম রায় পার্থ প্রতীম রায় প্রকাশিত: ১২:১৩ এএম, ১১ জুলাই ২০২২
এক সিদ্ধান্তে দুই আউট থেকে বাঁচলেন পুরান!

বাংলাদেশের ইনিংসের ২৭তম ওভারে পঞ্চম বলে আউট হওয়ার দ্বারপ্রান্তে ছিলেন নিকোলাস পুরান। বাংলাদেশের করা লেগ বিফোরের আবেদন আম্পায়ার সাড়া দেওয়ায় আউট হয়েছিলেন। পরক্ষণেই হয়েছিলেন রান আউটও। রিভিউ নিয়ে দুই আউট থেকেই বেঁচে গেছেন ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক।

রোববার (১০ জুলাই) গায়ানায় প্রভিডেন্স পার্কে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন বাংলাদেশ অধিনায়ক তামিম ইকবাল। অধিনায়কের সিদ্ধান্তের প্রতি যথার্থতা দেখিয়ে বাংলাদেশি বোলাররা উজাড় করে দিয়েছেন নিজেদের সেরা ছন্দ। তাতেই ব্যাট হাতে রান তুলতে ভুগতে হয়েছে ক্যারিবিয়ান ব্যাটারদের।

৫৫ রানে ৪ উইকেট হারিয়ে ফেলা ওয়েস্ট ইন্ডিজকে টেনে তোলার দায়িত্ব পেয়েছিলেন অধিনায়ক নিকোলাস পুরান। তবে বাংলাদেশি বোলারদের তোপে রান তোলার কাজটা খুব একটা স্বাচ্ছন্দ্যে করতে পারছিলেন না।

২৭তম ওভারের ৫ম বলটা গুড লেন্থে করেছিলেন অভিষিক্ত স্পিনার নাসুম আহমেদ। বলটি মিস করে যান ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক নিকোলাস পুরান। তাতেই আম্পায়ারের কাছে লেগ বিফোরের আবেদন করে বাংলাদেশ। পরে অবশ্য নন স্ট্রাইক প্রান্তে থাকা রভম্যান পাওয়েলের সাথে ভুল বোঝাবুঝিতে হয়েছিলেন রান আউটও।

আম্পায়ারের দেওয়া লেগ বিফোর আউটের বিরুদ্ধে আপিল করেছিলেন নিকোলাস পুরান। সেখানে দেখা যায়, বল টার্ন করে বেরিয়ে যাচ্ছিল এবং স্ট্যাম্প মিস করতো। রিভিউয়ের ফলাফল নিজের পক্ষে আসায় দুই আউট থেকেই বেঁচে যান পুরান। 

মূলত রান আউট হওয়ার আগেই আম্পায়ার লেগ বিফোরের সিদ্ধান্তে পুরানকে আউট ঘোষণা করেছিলেন। পুরান রিভিউ নিয়েছিলেন ওই লেগ বিফোরের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়ে। তাই রান আউটের বিষয়টি আর বিবেচনাতেই আসেনি। এতেই বেঁচে যান পুরান।

পরের ওভারে অবশ্য আর বাচেননি পুরান। ২৮তম ওভারে মেহেদি হাসান মিরাজের বলে বোল্ড হয়ে প্যাভিলিয়নে ফেরেন ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক। ফেরার আগে তার ব্যাটে এসেছিল ২৪ বলে ১৮ রান।

স্পোর্টসমেইল২৪/পিপিআর


শেয়ার করুন :


আরও পড়ুন

বাংলাদেশের ১৩৮তম ওয়ানডে ক্রিকেটার নাসুম 

বাংলাদেশের ১৩৮তম ওয়ানডে ক্রিকেটার নাসুম 

১৬ বছর পর সাকিব-মুশফিককে ছাড়া ওয়ানডেতে বাংলাদেশ

১৬ বছর পর সাকিব-মুশফিককে ছাড়া ওয়ানডেতে বাংলাদেশ

‘আরও ২-৩ জন অলরাউন্ডার থাকলে এই প্রশ্নগুলো হতো না’

‘আরও ২-৩ জন অলরাউন্ডার থাকলে এই প্রশ্নগুলো হতো না’

সাকিব আছে বা নেই, এটা তেমন গুরুত্বপূর্ণ নয়: পুরান

সাকিব আছে বা নেই, এটা তেমন গুরুত্বপূর্ণ নয়: পুরান