চট্টগ্রামেও বাংলাদেশের টস জয়, ব্যাটিংয়ে ভারত

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১২:০৫ পিএম, ১০ ডিসেম্বর ২০২২
চট্টগ্রামেও  বাংলাদেশের টস জয়, ব্যাটিংয়ে ভারত

সিরিজের প্রথম দুই ম্যাচের ন্যায় ভারতকে হোয়াইটওয়াশ করার লক্ষ্যের ম্যাচেও টস জিতেছে বাংলাদেশ। টস ভাগ্যে জয় পেয়ে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছেন ভারপ্রাপ্ত অধিনায়ক লিটন কুমার দাস। ম্যাচটি অনুষ্ঠিত হচ্ছে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে।

ঢাকায় প্রথম দুই ম্যাচে টানা জয়ে সিরিজ নিশ্চিত করায় বাংলাদেশের সামনে লক্ষ্য এখন ভারতকে হোয়াইটওয়াশ করা। এ লক্ষ্যে তৃতীয় ও শেষ ওয়ানডে ম্যাচের একদশে দুটি পরিবর্তন এনেছে বাংলাদেশ।

বাঁহাতি স্পিনার নাসুম আহমেদ এবং ব্যাটার নাজমুল হোসেন শান্তকে বাইরে রাখা হয়েছে। তাদের পরিবর্তে একাদশে ঢুকেছেন পেসার তাসকিন আহমেদ এবং ব্যাটার ইয়াসির আলী চৌধুরী রাব্বি।

বাংলাদেশ ছাড়াও হোয়াইটওয়াশ এড়ানোর লক্ষে ভারতীয় একাদশেও দুটি পরিবর্তন আনা হয়েছে। চোটের কারণে নিয়মিত অধিনায়ক রোহিত শর্মা আগেই ছিটকে গেছেন এবং দিপক চাহারও ইনজুরিতে পড়েছেন। ফলে ওপেনিংয়ে ইশান কিষান এবং স্পিনার কুলদিপ যাদবকে একাদশে ফিরিয়েছে ভারত।

বাংলাদেশ একাদশ
লিটন দাস (অধিনায়ক), এনামুল হক বিজয়, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), মাহমুদউল্লাহ রিয়াদ, ইয়াসির আলী চৌধুরী, আফিফ হোসেন দ্রুব, মেহেদী হাসান মিরাজ, তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান এবং ইবাদত হোসেন।

ভারত একাদশ
ইশান কিষান, শিখর ধাওয়ান, বিরাট কোহলি, শ্রেয়াস আইয়ার, লোকেশ রাহুল (অধিনায়ক, উইকেটরক্ষক), ওয়াশিংটন সুন্দর, আকসার প্যাটেল, শার্দুল ঠাকুর, কুলদিপ যাদব, মোহাম্মদ সিরাজ এবং উমরান মালিক।

স্পোর্টসমেইল২৪/আরএস


শেয়ার করুন :


আরও পড়ুন

দেশে ফিরেছেন রোহিত, অধিনায়ক রাহুল

দেশে ফিরেছেন রোহিত, অধিনায়ক রাহুল

টেস্ট দলে নতুন মুখ জাকির, দলে নেই তামিম

টেস্ট দলে নতুন মুখ জাকির, দলে নেই তামিম

শীর্ষে লাবুশেন, নবম স্থানে সাকিব

শীর্ষে লাবুশেন, নবম স্থানে সাকিব

রোমাঞ্চকর লড়াইয়ে সিরিজ জিতলো বাংলাদেশ

রোমাঞ্চকর লড়াইয়ে সিরিজ জিতলো বাংলাদেশ