আবাহনীর জয় রথ অব্যাহত

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১০:০০ পিএম, ১৯ মার্চ ২০১৯
আবাহনীর জয় রথ অব্যাহত

ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগে জিতেই চলেছে আবাহনী লিমিটেড। আজ চতুর্থ রাউন্ডের ম্যাচে আবাহনী ৫ উইকেটে হারিয়েছে শাইনপুকুর ক্রিকেট ক্লাবকে। এবারের লিগে চার খেলায় চতুর্থ জয়ের স্বাদ নিলো আবাহনী। এখন পর্যন্ত লিগের একমাত্র অপরাজিত দলও আবাহনী।

অপরদিকে চার ম্যাচে অংশ নিয়ে সবগুলোই হারলো শাইনপুকুর। ৪ খেলায় ৮ পয়েন্ট নিয়ে এককভাবে টেবিলের শীর্ষে রয়েছে আবাহনী।

ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে টস জিতে প্রথমে ফিল্ডিং বেছে নেয় আবাহনী। বল হাতে ডান-হাতি পেসার রুবেল হোসেন জোড়া আঘাত হানেন শাইনপুকুর শিবিরে। ফলে ২০ রানে ২ উইকেট হারায় শাইনপুকুর। এরপর ১৬ রানের বেশি করতে পারেননি আরেক ওপেনার সাদমান ইসলাম।

তবে মিডল-অর্ডারে তৌহিদ হৃদয় ও অধিনায়ক আফিফ হোসেন ৮১ রানের জুটি গড়ে দলকে খেলায় ফেরান। দু’জনই হাফ-সেঞ্চুরির আগে বিদায় নেন। আফিফ ৪৮ ও হৃদয় ৩৯ রান করে আউট হন।

পরের দিকের ব্যাটসম্যানরাও আবাহনীর বোলারদের সামনে নিজেদের সেরাটা দিতে না পারলে শেষ পর্যন্ত নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেটে ২০৩ রানের সম্মানজনক স্কোর পায় শাইনপুকুর। আবাহনীর অধিনায়ক মোসাদ্দেক হোসেন ৪১ রানে ৩, রুবেল-নাজমুল ২টি করে উইকেট নেন।

জবাবে শুরুটা ভালো ছিলো আবাহনীর। ভারতের ওয়াসিম জাফরকে নিয়ে ইনিংস শুরু করেন সৌম্য সরকার। দু’জনে সর্তকতার সাথেই খেলতে থাকেন। ফলে দুই ওপেনারের কাছ থেকে ১৭ দশমিক ৫ ওভারে ৬২ রান পায় আবাহনী। ৩৩ রান করা সৌম্যকে বিদায় দিয়ে আবাহনী শিবিরে প্রথম আঘাত হানেন শাইনপুকুরের শুভাগত হোম।

এরপর দলের জয়ের ভিত গড়ে দেন জাফর ও নাজমুল হোসেন শান্ত। ৮৫ রান যোগ করেন তারা। দলীয় ১৪৭ রানে আউট হন শান্ত। এরপর নিয়মিত বিরতি দিয়ে আরও ৩ উইকেট হারায় আবাহনী। এতে ৫ উইকেটে ১৭৪ রানে পরিণত হয় তারা। কিন্তু শেষদিকে সাব্বির রহমান ও মুনীম শাহরিয়ার ৩২ রানের অবিচ্ছিন্ন জুটি গড়ে আবাহনীর জয় নিশ্চিত করেন।

সাব্বির ১৩ ও মুনীম ২১ রানে অপরাজিত থাকেন। জাফর ৪টি চারে ১০৬ বলে ৭৬ ও শান্ত ৪২ রান করেন। শাইনপুকুরের শরিফুল ইসলাম ৩টি উইকেট নেন। ম্যাচ সেরা হয়েছেন আবাহনীর ভারতীয় রিক্রুট জাফর।


শেয়ার করুন :


আরও পড়ুন

মোহামেডানকে হারিয়ে রূপগঞ্জের দুর্দান্ত জয়

মোহামেডানকে হারিয়ে রূপগঞ্জের দুর্দান্ত জয়

ইনজুরির কবলে সাইফউদ্দিন

ইনজুরির কবলে সাইফউদ্দিন

আবাহানীর টানা তৃতীয় জয়

আবাহানীর টানা তৃতীয় জয়

ডিপিএলে নেমেই মাশরাফির দুর্দান্ত ব্যাটিং

ডিপিএলে নেমেই মাশরাফির দুর্দান্ত ব্যাটিং