এবার ব্র্যাথওয়েটকে আইসিসির সতর্কবার্তা

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৮:০৪ পিএম, ১৫ জুন ২০১৯
এবার ব্র্যাথওয়েটকে আইসিসির সতর্কবার্তা

ফাইল ছবি

ম্যাচ নিয়ে অসন্তোষ প্রকাশ করায় ওয়েস্ট ইন্ডিজ অলরাউন্ডার কার্লোস ব্র্যাথওয়েটকে আনুষ্ঠানিকভাবে সতর্ক করেছে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)।

শুক্রবার (১৪ জুন) বিশ্বকাপে সাউদাম্পটনে ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচে অসন্তোষ প্রকাশ করেছিলেন তিনি।সতর্ক করার পাশাপাশি আইসিসির আচরণবিধি ভঙ্গ করায় ৩০ বছর বয়সী ব্র্যাথওয়েটকে একটি ডিমেরিট পয়েন্টও দেওয়া হয়েছে।

ওয়েস্ট ইন্ডিজ ইনিংসের শেষ দিকে ১৪ রানে থাকা ব্র্যাথওয়েটকে আউট দিলে এ ঘটনা ঘটে। তিনি দোষ স্বীকার করায় এবং ম্যাচ রেফারি ডেবিড বুনের দেওয়া শাস্তি মেনে নেওয়ায় আর কোন আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন হয়নি।

লেবেল ওয়ান ভঙ্গ করার শাস্তি হিসেবে কোন খেলোয়াড়কে সর্বনিম্ন সতর্ক করার বিধান রয়েছে। সর্বোচ্চ শাস্তি ঐ খেলোয়াড়ের ম্যাচ ফির ৫০ শতাংশ জরিমানা এবং একটি অথবা দুটি ডিমেরিট পয়েন্ট দেওয়া হয়।

দুই বছরের মধ্যে কোন খেলোয়াড় চারটি কিংবা ততোধিক পয়েন্ট পেলে তা নিষেধাজ্ঞায় রূপান্তিরিত হয় এবং একজন খেলোয়াড়কে নিষিদ্ধ করা হয়।

এর আগে চলমান বিশ্বকাপে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ম্যাচে অশ্লীল ভাষা ব্যবহারের কারণে অস্ট্রেলিয়ার এডাম জাম্পাকে সতর্ক করেছিল ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)।


শেয়ার করুন :


আরও পড়ুন

দক্ষিণ আফ্রিকাকে ব্যাটিং কোচের সতর্ক বার্তা

দক্ষিণ আফ্রিকাকে ব্যাটিং কোচের সতর্ক বার্তা

বেল নিয়ে আপত্তির জবাব দিয়েছে আইসিসি

বেল নিয়ে আপত্তির জবাব দিয়েছে আইসিসি

ধারাভাষ্যকারদের নিরপেক্ষ থাকতে বলছে আইসিসি

ধারাভাষ্যকারদের নিরপেক্ষ থাকতে বলছে আইসিসি

অশ্লীল ভাষা ব্যবহারে জাম্পাকে সতর্ক বার্তা

অশ্লীল ভাষা ব্যবহারে জাম্পাকে সতর্ক বার্তা