অজুহাত দেখাতে চান না ব্র্যাথওয়েট

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৩:১৪ এএম, ২৩ জুন ২০২১
অজুহাত দেখাতে চান না ব্র্যাথওয়েট

প্রথম টেস্টের পর দ্বিতীয় টেস্টেও বড় পরাজয় স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজের। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দ্বিতীয় টেস্টে কোন ইনিংসেই ২০০ রান করতে না পারা ক্যারিবীয়রা হেরেছে ১৫৮ রানে। এমন পরাজয়ের পর কোন অজুহাত দাঁড় করাতে রাজি নন দলটির অধিনায়ক কার্লোস ব্র্যাথওয়েট। স্পষ্ট জানিয়ে দিলেন, ব্যাটাররাই ব্যর্থ।

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে কোন ব্যাটিং কোচ ছাড়াই খেলে ওয়েস্ট ইন্ডিজ। প্রফেশনাল ক্রিকেটে এসে এসবকে অজুহাত বানাতে চান না ব্র্যাথওয়েট। তিনি বলেন, 'এগুলো (ব্যাটিং কোচ না থাকা) অজুহাত। দলের কোচেরা দারুণ কাজ করছে। ব্যাটাররাও জানে তারা কোথায় ভুল করছে।'

sportsmail24

ক্রিকেটে জয় পরাজয় থাকেই। তবে ক্রিকেটারদের মাঝে লড়াকু মনোভাব থাকা জরুরি বলে মনে করেন তিনি। এ প্রসঙ্গে ব্র্যাথওয়েট বলেন, 'আমরা খুবই হতাশ, আমরা দুঃখিত। আমাদেরকে ফিরে আসতে হবে, দেখাতে হবে আমরাও লড়তে জানি। আপনি সব ম্যাচ জিতবেন না, কিন্তু আপনাকে লড়াইয়ের মনোভাব দেখাতে হবে।'

দ্বিতীয় টেস্টে পরিকল্পনা অনুযায়ী খেলোয়াড়েরা মাঠে খেলতে পারেনি বলেও মনে করেন তিনি। টিম প্ল্যান অনুযায়ী খেলতে পারলে ফলাফল আরও ভালো আসতো বলে বিশ্বাস ব্র্যাথওয়েটের। তিনি বলেন, 'অবশ্যই গেইমে প্ল্যান ছিলো ভালো ব্যাট করা, বড় পার্টনারশিপ করা। কিন্তু আমরা কোনটিই করতে পারেনি।'

ব্যাটিং এ অখুশি ব্র্যাথওয়েট দলের ফিল্ডিং এবং বোলিংয়ে খুশি। তিনি বলেন, 'ফিল্ডিংয়ে আমরা দারুণ ছিলাম। বিশেষ করে কেমার রোচ দারুণ ছিল। বোলারদের কাছে যা চেয়েছি সেটিই পেয়েছি। আমরা ম্যাচে দারুণ কিছু ক্যাচও নিয়েছি।'

স্পোর্টসমেইল২৪/এমআরএইচ

[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং  সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ] 



শেয়ার করুন :


আরও পড়ুন

ব্যাটিং কোচের দায়িত্ব ছাড়লেন ইউনিস

ব্যাটিং কোচের দায়িত্ব ছাড়লেন ইউনিস

দ্বিতীয় প্রোটিয়া হিসেবে টেস্টে কেশব মহারাজের হ্যাটট্রিক

দ্বিতীয় প্রোটিয়া হিসেবে টেস্টে কেশব মহারাজের হ্যাটট্রিক

টাইগারদের জিম্বাবুয়ে সফরে শঙ্কা নেই, সূচিও ‘চূড়ান্ত’

টাইগারদের জিম্বাবুয়ে সফরে শঙ্কা নেই, সূচিও ‘চূড়ান্ত’

এবার অবস্ট্রাক্টিং ইন দ্য ফিল্ডের শিকার সোহান

এবার অবস্ট্রাক্টিং ইন দ্য ফিল্ডের শিকার সোহান