সাউথ্যাম্পটন টেস্টে জায়গা না পেয়ে হতাশ ও রাগান্বিত ব্রড

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৯:১৬ এএম, ১১ জুলাই ২০২০
সাউথ্যাম্পটন টেস্টে জায়গা না পেয়ে হতাশ ও রাগান্বিত ব্রড

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচের টেস্ট সিরিজের প্রথম টেস্টের দলে জায়গা পাননি ইংলিশ পেসার স্টুয়ার্ট ব্রড। সাউথ্যাম্পটন টেস্টে জায়গা না পেয়ে শুরুর দিকে মুখ খুলেননি তিনি। তবে সাউথ্যাম্পটন টেস্টের তৃতীয় দিনে এসে তিনি জানিয়েছেন, জায়গা না পেয়ে তিনি হতাশ ও রাগান্বিত।

স্কাই স্পোর্টসকে দেওয়া এক সাক্ষাৎকারে ৫০০ উইকেট থেকে ১৫ উইকেট দুরে থাকা ব্রড বলেন, ‘আমি তেমন আবেগপ্রবণ মানুষ নই তবে শেষ দুইদিনে আবেগপ্রবণ হয়েছি। আমি হতাশ হয়ে পড়েছি বললে এটি কম বলা হবে। আপনি যদি আপনার ফোন আর ফোনের স্কিন ব্রেক করেন তাহলে আপনি হতাশ হবেন।’

‘আমি হতাশ ও রাগান্বিত। এটা বোঝা মুশকিল। আমি সম্ভবত গত কয়েক বছর ধরে দারুণ বোলিং করছি, আমি অনুভব করি যে এটি আমার। আমি অ্যাশেজের দলে ছিলাম, দক্ষিণ আফ্রিকায় গিয়েছি আর সেখানে জিতেছি।’

শেষ দুইটি সিরিজে অন্যরকম ছিলেন ব্রড। ঘরের মাঠে অস্ট্রেলিয়ার সাথে ড্র হওয়া অ্যাশেজ সিরিজে ২৩ উইকেট নিয়েছিলেন তিনি। এছাড়া দক্ষিণ আফ্রিকা সফরেও ছিলেন দুর্দান্ত।১৯.৪২ গড়ে ইংল্যান্ডের হয়ে সর্বেোচ্চ ১৪ উইকেট নিয়েছিলেন ব্রড।

ব্রড আরও স্পষ্ট করে জানিয়েছেন, দলে জায়গা না পাওয়া নিয়ে তিনি প্রধান নির্বাচক এড স্মিথের সাথে কথা বলেছেন। আর তিনি জানতে চেয়েছিলেন ভবিষ্যতে তার দলে থাকা নিয়ে।

তিনি বলেন, ‘গতকাল আমি এড স্মিথের সাথে কথা বলেছি, তিনি বলেন যে তিনি ১৩ সদস্য বাছাইয়ের সাথে ছিলেন এবং পুরো দিকটা পিচের উপর নির্ভর করে বেছে নেওয়া হয়েছে। আমি আমার ভবিষ্যতের বিষয়ে স্পষ্টতা চেয়েছিলাম। আমাকে এগিয়ে যাওয়ার জন্য তিনি ইতিবাচক মতামত দিয়েছেন। আর হ্যাঁ, আমি হতাশ হয়ে গিয়েছিলাম। আমার মনে হয়েছিল আমি দলে জায়গা পাওয়ার যোগ্য ছিলাম।’

বোলারদের বাছাইয়ে খুব একটা তিক্ত ছিলেন না ব্রড। ব্রড মনে করেন, বর্ধিত স্কোয়াড থেকে একাদশ নির্বাচন করা খুবই জটিল। যারা মাঠে খেলছে সে সব বোলারদের যোগ্যতা নিয়ে তর্ক করতে পারবেন না।

তিনি বলেন, ‘প্রত্যেকেরই খেলার যোগ্যতা আছে। ক্রিস ওকস, স্যাম কুরান তারা খুবই ভালো বোলিং করেছিলেন আর সম্ভবত একাদশে জায়গা পাওয়ার যোগ্যতা অর্জন করেছিলেন। এই একাদশে আপনি না থাকলে বিরক্ত লাগে।’

[sportsmail24.com এর ওয়েবসাইট এখন sportsmail.com.bd ঠিকানাতেও ব্রাউজ করে পড়তে পারবেন। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস থেকেও খেলাধুলার সকল নিউজ পড়তে পারবেন। ইনস্ট্রল করুন স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস ]


শেয়ার করুন :


আরও পড়ুন

স্থগিত হলো এশিয়া কাপ

স্থগিত হলো এশিয়া কাপ

স্থগিত টুর্নামেন্ট দিয়ে শ্রীলঙ্কায় ফিরছে ক্রিকেট

স্থগিত টুর্নামেন্ট দিয়ে শ্রীলঙ্কায় ফিরছে ক্রিকেট

ক্রিকেটের স্বার্থে ইংল্যান্ড সফর করতে চান ল্যাঙ্গার

ক্রিকেটের স্বার্থে ইংল্যান্ড সফর করতে চান ল্যাঙ্গার

পাকিস্তানের জার্সিতে আফ্রিদি ফাউন্ডেশনের লোগো

পাকিস্তানের জার্সিতে আফ্রিদি ফাউন্ডেশনের লোগো