ক্রিকেটের স্বার্থে ইংল্যান্ড সফর করতে চান ল্যাঙ্গার

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৬:৪১ এএম, ১০ জুলাই ২০২০
ক্রিকেটের স্বার্থে ইংল্যান্ড সফর করতে চান ল্যাঙ্গার

করোনার পরবর্তী সময়ে ইতোমধ্যে মাঠে ফিরেছে আন্তর্জাতিক ক্রিকেট। বুধবার থেকে সাউথ্যাম্পটনে শুরু হয়েছে ইংল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার তিন ম্যাচের টেস্ট সিরিজের প্রথম টেস্ট। এদিকে সিরিজ খেলতে ইতোমধ্যে ইংল্যান্ডে পৌঁছেছে পাকিস্তান ক্রিকেট দল। আর পাকিস্তানের আগে ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজ খেলবে আয়ারল্যান্ড।

ওয়েস্ট ইন্ডিজ আর ইংল্যান্ডে খেলায় ফিরলে ৫ বারের বিশ্ব চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া কবে ফিরবে তা এখনও নিশ্চিত নয়। তবে সেপ্টেম্বর সীমিত ওভারের সিরিজ খেলতে ইংল্যান্ডে যেতে পারে অস্ট্রেলিয়া। সম্ভাবনা থাকলেও এখন পর্যন্ত কোন কিছু জানায়নি ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)।

বৃহস্পতিবার (৯ জুলাই) হেড কোচ জাস্টিন ল্যাঙ্গার জানিয়েছেন, ক্রিকেটের স্বার্থে সেপ্টেম্বরে অস্ট্রেলিয়াকে ইংল্যান্ড সফর করতে হবে এবং ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) খেলার জন্য ছেড়ে দেওয়া উচিত।

নিউজ ক্রপ অস্ট্রেলিয়াকে তিনি বলেন, ‘আমার ব্যক্তিগত দৃষ্টিভঙ্গি হলো আমাদেরকে যেতে হবে। অবশ্যই প্রচুর চ্যালেঞ্জ রয়েছে তবে সম্ভব হলে খেলার জন্য তার সমাধানের সন্ধ্যান করতে হবে। আমি বিশ্ব ক্রিকেটের স্বাস্থ্যের কথা ভাবি।’

তিনি আরও বলেন, ‘আমরা যেমন চাই ভারত আমাদের এখানে আসুক। তেমনি আমি মনে করি সম্ভব হলে ইংল্যান্ডের সাথে তার প্রতিদান দেওয়া দরকার। আমার মনে আমাদের এটা করতে হবে। আমি খোলামেলা কথা বলছি।’

সবশেষে তিনি আরও যোগ করেন, ‘আইপিএলের পরিকল্পনা নিয়ে আমি কয়েকদিন পর পর নতুন গল্প শুনি। সুতরাং কোন কিছুর স্পষ্টতা পাওয়ার আগো কীভাবে আমরা ঘরোয়া মৌসুম প্রভাবিত করে, কীভাবে পৃথকীকরণ করে রাখা যায়, কীভাবে আমরা সেখানে কাজ করতে পারি, এছাড়া আরও অনেক কিছুই ভাবতে হবে।’

[sportsmail24.com এর ওয়েবসাইট এখন sportsmail.com.bd ঠিকানাতেও ব্রাউজ করে পড়তে পারবেন। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস থেকেও খেলাধুলার সকল নিউজ পড়তে পারবেন। ইনস্ট্রল করুন স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস ]


শেয়ার করুন :


আরও পড়ুন

ব্রাভো-হেটমায়ারদের সিদ্ধান্তে হতাশ লারা

ব্রাভো-হেটমায়ারদের সিদ্ধান্তে হতাশ লারা

বর্ণবাদের প্রতিবাদ ও করোনায় প্রাণ হারানোদের প্রতি শ্রদ্ধা

বর্ণবাদের প্রতিবাদ ও করোনায় প্রাণ হারানোদের প্রতি শ্রদ্ধা

সেরার মর্যাদা না পাওয়ায় হোল্ডারের আক্ষেপ

সেরার মর্যাদা না পাওয়ায় হোল্ডারের আক্ষেপ

পাওনা পরিশোধে টাইগার ক্রিকেটারদের অনুরোধ

পাওনা পরিশোধে টাইগার ক্রিকেটারদের অনুরোধ