তৃতীয় টেস্টে আর্চার, গুণতে হয়েছে জরিমানা

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১২:০৩ পিএম, ১৯ জুলাই ২০২০
তৃতীয় টেস্টে আর্চার, গুণতে হয়েছে জরিমানা

করোনাভাইরাসের জৈব সুরক্ষা নিয়ম ভঙ করায় ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টেস্ট শুরুর তিন ঘণ্টা আগে দল থেকে পেসার জোফরা আর্চারকে বাদ দেয় ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)। তবে সিরিজের তৃতীয় ও শেষ টেস্টে আর্চার খেলবেন বলে নিশ্চিত করেছে ইসিবি।

শনিবার (১৮ জুলাই) ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড এক বিবৃতিতে জানায়, শুক্রবার (২৪ জুলাই) থেকে শুরু হওয়া তৃতীয় টেস্টের তিন দিন আগে, মঙ্গলবার (২১ জুলাই) দলের সাথে পুনরায় যোগ দিবেন আর্চার।

‘বায়ো-সুরক্ষিত’ অবস্থায় সিরিজের জন্য যাত্রা শুরু করে ইংল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজ। ইতোমধ্যে একটি টেস্ট খেলে ফেলেছে দু’দল। সাউথ্যাম্পটনে হওয়া ম্যাচে ৪ উইকেটে জয় পায় ওয়েস্ট ইন্ডিজ। সিরিজের পরের দু’টি হবে ওল্ড ট্রাফোর্ডে। দ্বিতীয় টেস্টের তৃতীয় দিন চলছে এখন। টিম বাসে সকল খেলোয়াড়ের একত্রে ভ্রমণ ঝুঁকিপূর্ণ হওয়ায়, ক্রিকেটারদের ব্যক্তিগত গাড়িতে ভ্রমণের পরামর্শ দেয় ইসিবি। কিন্তু আর্চার নিয়ম ভাঙেন।

প্রথম টেস্টের ভেন্যু সাউথ্যাম্পটন থেকে দ্বিতীয় টেস্টের স্টেডিয়াম ম্যানচেস্টারে আসার পথে ব্রাইটনে নিজের বাসায় পরিবারের সাথে সময় কাটিয়ে দলে যোগ দেন আর্চার। কিন্তু ইসিবির নির্দেশ ছিল, এই পরিস্থিতিতে পরিবার-বন্ধু বা অন্য কারও সাথেই দেখা করা যাবে না। কিন্তু নিয়ম ভঙ করেন আর্চার। শাস্তি হিসেবে চলমান টেস্টে খেলতে পারছেন না তিনি।

শাস্তি পাওয়ার পাশাপাশি হোটেলে পাঁচদিনের বাধ্যতামূলক কোয়ারেন্টাইনে আছেন আর্চার। স্টেডিয়ামের মধ্যে সিরিজের সাথে সকলের জন্যই হোটেল রুমের ব্যবস্থা করেছে ইসিবি। শুক্রবার (১৬ জুলাই) শুনানি শেষে বার্বাডোজে বংশোদ্ভুত আর্চারকে সামান্য পরিমাণে জরিমানাও করা হয়।

ইংল্যান্ডের ব্যবস্থাপনা পরিচালক অ্যাশলে গাইলসের সভাপতিত্বে শুনানির পরে লিখিতভাবে সর্তক করা হয় আর্চারকে। এতে তার অনর্থক রেকর্ডও বিবেচনায় নেওয়া হয়। কোয়ারেন্টাইন থেকে বের হওয়ার আগে দু’বার করোনা পরীক্ষা করতে হবে আর্চারকে। সেই পরীক্ষায় নেগেটিভ আসতে হবে আর্চারকে।

[sportsmail24.com এর ওয়েবসাইট এখন sportsmail.com.bd ঠিকানাতেও ব্রাউজ করে পড়তে পারবেন। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস থেকেও খেলাধুলার সকল নিউজ পড়তে পারবেন। ইনস্ট্রল করুন স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস 


শেয়ার করুন :


আরও পড়ুন

ডার্বিশায়ারে নাসিম-আব্বাসদের দাপট

ডার্বিশায়ারে নাসিম-আব্বাসদের দাপট

কালো বলে আমাকে অবজ্ঞা করতো : এনটিনি

কালো বলে আমাকে অবজ্ঞা করতো : এনটিনি

চলে গেলেন অজিদের সাবেক টেস্ট অধিনায়ক ব্যারি জার্মান

চলে গেলেন অজিদের সাবেক টেস্ট অধিনায়ক ব্যারি জার্মান

বিসিসিআইকে ৪৮০০ কোটি রুপি জরিমানা

বিসিসিআইকে ৪৮০০ কোটি রুপি জরিমানা