শ্রীলঙ্কাতেই তিন-চারটি প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৯:৪১ এএম, ১৯ আগস্ট ২০২০
শ্রীলঙ্কাতেই তিন-চারটি প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ

ফাইল ফটো

শ্রীলঙ্কা সফরে নিশ্চিত তিনটি প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ ক্রিকেট দল। এছাড়া প্রস্তুতি ম্যাচের সংখ্যা বেড়ে চারটিও হতে পারে। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালনা বিভাগের প্রধান আকরাম খান এমন তথ্য দিয়েছেন।

প্রাণঘাতি করোনার কারণে চলতি বছরের মার্চ থেকে ক্রিকেট থেকে দূরে বাংলাদেশের খেলোয়াড়রা। গত মাসে বিসিবির আয়োজনে ব্যক্তিগত অনুশীলন শুরু করেছে তারা। তবে মার্চ থেকে জুলাই পর্যন্ত গৃহবন্দি হয়ে থাকায় আন্তর্জাতিক অঙ্গনে খেলতে নামাটা ক্রিকেটারদের জন্য কঠিনই বটে।

মূলত দীর্ঘদিন মাঠের ক্রিকেট থেকে দূরে থাকায় বেশ আগেই শ্রীলঙ্কা সফরে যাবে বাংলাদেশ ক্রিকেট দল। কারণ দেশের তুলনায় শ্রীলঙ্কা করোনাভাইরাসের সংক্রামন অনেক কম। ফলে সেখানেই নিজের প্রস্তুতি সারবেন মুশফিক-তামিমরা।

বিসিবির পরিকল্পনা মতে সেপ্টেম্বরে শ্রীলঙ্কা সফরে গিয়ে সেখানে তিন থেকে চারটি অনুশীলন ম্যাচ খেলবে টাইগার ক্রিকেটাররা। এরপর অক্টোবর থেকে শুরু হবে মূল সিরিজ।

আকরাম খান বলেন, আমরা শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজ শুরুর আগে তিন-চারটা অনুশীলন ম্যাচ খেলবো। সেখান থেকে বাছাইয়ের সুযোগ থাকবে। সেখানেও দল নির্বাচনের বিকল্প থাকবে। সর্বশেষ ৫-৬ মাস কোনো খেলা ছিল না। টেস্টের আগে অনুশীলন ম্যাচের খুবই প্রয়োজন।

অনুশীলন ম্যাচগুলো কাদের বিপক্ষে হবে তা জানাননি আকরাম। শ্রীলঙ্কায় যাওয়ার পর সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন আকরাম। তবে নিজেদের সঙ্গে যাওয়া এইচপি দলের সাথেই অনুশীলন ম্যাচ খেলার সম্ভাবনা বেশি রয়েছে। এরপর ২৪ অক্টোবর থেকে শুরু হবে তিন ম্যাচের টেস্ট সিরিজ।

[sportsmail24.com এর ওয়েবসাইট এখন sportsmail.com.bd ঠিকানাতেও ব্রাউজ করে পড়তে পারবেন। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস থেকেও খেলাধুলার সকল নিউজ পড়তে পারবেন। ইনস্ট্রল করুন স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস ]


শেয়ার করুন :


আরও পড়ুন

২১ সেপ্টেম্বর শুরু হতে পারে টাইগারদের অনুশীলন ক্যাম্প

২১ সেপ্টেম্বর শুরু হতে পারে টাইগারদের অনুশীলন ক্যাম্প

তামিম-মুশফিকদের প্রথম ধাপের করোনা পরীক্ষা ১৮ সেপ্টেম্বর

তামিম-মুশফিকদের প্রথম ধাপের করোনা পরীক্ষা ১৮ সেপ্টেম্বর

ভারত-পাকিস্তান সিরিজ আয়োজনের সম্ভাবনা নেই : ইমরান খান

ভারত-পাকিস্তান সিরিজ আয়োজনের সম্ভাবনা নেই : ইমরান খান

সবাইকে মানসিকভাবে আরও ভালো প্রস্তুতি নিতে হবে : তামিম

সবাইকে মানসিকভাবে আরও ভালো প্রস্তুতি নিতে হবে : তামিম