চলতি বছর হচ্ছে না অস্ট্রেলিয়া-আফগানিস্তান টেস্ট

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০১:১৩ পিএম, ২১ ডিসেম্বর ২০২০
চলতি বছর হচ্ছে না অস্ট্রেলিয়া-আফগানিস্তান টেস্ট

চলতি বছরের নভেম্বরে আফগানিস্তানের বিপক্ষে একটি টেস্ট ম্যাচ খেলার সূচি ছিল ক্রিকেট অস্ট্রেলিয়ার। এ বিষয়ে একটি চুক্তি সম্পাদন করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ) ও আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি)। তবে এ বছর আরও টেস্ট ম্যাচটি অনুষ্ঠিত হচ্ছে না।

এসিবি বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেছে। জানানো হয়,অস্ট্রেলিয়ার বিপক্ষে স্থগিত ম্যাচটি আগামী বছরের (২০২১ সাল) নভেম্বরে অনুষ্ঠিত হবে।

সিএ’র প্রধান নির্বাহী নিক হকলি জানিয়েছেন, ‘সিরিজটি এ গ্রীষ্মেই আয়োজনের জন্য আমরা সর্বাত্মক চেষ্টা করেছি। তবে করোনাভাইরাসের কারণে ভ্রমণে বিধি-নিষেধ, কোয়ারেন্টাইন নিয়ম ও অন্যান্য সিরিজের ব্যস্ত সূচির কারণে এ বছর আয়োজন সম্ভব হচ্ছে না। আগামী বছরে টেস্টটি আয়োজনের জন্য উভয় পক্ষই সম্মত হয়েছি।’

চলতি বছরের ২১ নভেম্বর অস্ট্রেলিয়ার মাটিতে একমাত্র টেস্ট ম্যাচটি হওয়ার কথা ছিল। করোনার কারণে টেস্ট ম্যাচটির তারিখ পিছিয়ে ৯ ডিসেম্বর নির্ধারিত হয়। তবে এবার দ্বিতীয় দফায় নির্ধারিত সূচিতেও টেস্ট আয়োজনে ব্যর্থ হলো সিএ।

নিজেদের টেস্ট ইতিহাসে প্রথমবারের মতো অস্ট্রেলিয়ার বিপক্ষে খেলবে আফগানিস্তান। ২০১৭ সালে টেস্ট মর্যাদা পায় আফগানিস্তান। ২০১৮ সালে ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে টেস্ট ক্রিকেটে অভিষেক হয় তাদের। নিজেদের প্রথম টেস্টে ভারতের কাছে ইনিংস ও ২৬২ রানে হারে আফগানরা। পরের টেস্টেই আয়ারল্যান্ডকে হারিয়ে বড় ফরম্যাটে প্রথম জয়ের স্বাদ নেয় আফগানিস্তান।

এরপর আরও দু’টি টেস্ট খেলেছে আফগানিস্তান। বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে। চট্টগ্রামে বাংলাদেশকে ২২৪ রানে হারায় তারা। তবে নিজেদের চতুর্থ টেস্টে ওয়েস্ট ইন্ডিজের কাছে ৯ উইকেটে হারে আফগানরা।

[sportsmail24.com এর ওয়েবসাইট এখন sportsmail.com.bd ঠিকানাতেও ব্রাউজ করে পড়তে পারবেন। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস থেকেও খেলাধুলার সকল নিউজ পড়তে পারবেন। ইনস্ট্রল করুন স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস ]


শেয়ার করুন :


আরও পড়ুন

পুরোনো জার্সিতেই বিগ ব্যাশ খেলবেন রশিদ খান

পুরোনো জার্সিতেই বিগ ব্যাশ খেলবেন রশিদ খান

নিউজিল্যান্ড-আফগানিস্তানের অস্ট্রেলিয়া সফর স্থগিত

নিউজিল্যান্ড-আফগানিস্তানের অস্ট্রেলিয়া সফর স্থগিত

আমাদের স্বপ্ন টি-টোয়েন্টি বিশ্বকাপ জয় : রশিদ

আমাদের স্বপ্ন টি-টোয়েন্টি বিশ্বকাপ জয় : রশিদ

ভারতকে লজ্জায় ফেলে অস্ট্রেলিয়ার জয়োল্লাস

ভারতকে লজ্জায় ফেলে অস্ট্রেলিয়ার জয়োল্লাস