অস্ট্রেলিয়াকে হারানোর বুদ্ধি দিলেন টেন্ডুলকার

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১১:২২ এএম, ২২ ডিসেম্বর ২০২০
অস্ট্রেলিয়াকে হারানোর বুদ্ধি দিলেন টেন্ডুলকার

ফাইল ফটো

অ্যাডিলেডে সিরিজের প্রথম টেস্টে অস্ট্রেলিয়ার কাছে লজ্জাজনকভাবে হেরে গেছে সফরকারী ভারত। দ্বিতীয় ইনিংসে মাত্র ৩৬ রানে অলআউট হওয়ায় ৮ উইকেটে হেরেছে টিম ইন্ডিয়া। এ অবস্থায় সিরিজের বাকি ম্যাচগুলোতে অস্ট্রেলিয়ার বোলারদের পাল্টা আক্রমণের টোটকা দিয়েছেন দেশটির সাবেক মাস্টার ব্লাস্টার ব্যাটসম্যান শচীন টেন্ডুলকার।

টেন্ডুলকার বলেন, ‘প্রথম টেস্টে অনেক বেশি রক্ষণাত্মক খেলেছে ভারতের ব্যাটসম্যানরা। কিন্তু অস্ট্রেলিয়ায় সাফল্য পেতে হলে আক্রমণাত্মক খেলতে হবে। তবেই সাফল্যের দেখা মিলবে।’

আক্রমণাত্মক খেলার কথা জানিয়ে অতীতে অস্ট্রেলিয়ার সফরের অভিজ্ঞতার কথা তুলে আনেন টেন্ডুলকার। বলেন, ‘১৯৮৭-৮৮ সালে আমি বল বয় ছিলাম। সেখান থেকে অস্ট্রেলিয়া সফর করার সুযোগ পাই। তখন অস্ট্রেলিয়া দলে দুর্দান্ত সব বোলার। ক্রেগ ম্যাকডারমট, মার্ভ হিউজ, মাইক হুইটনিদের মতো বোলাররা, আমাকে আউট করার জন্য সব কিছু করবে, এটি আমি ভালোই জানতাম। আর সেই চ্যালেঞ্জ সামলানোর জন্য আমি তৈরিও ছিলাম।’

ওই সফরে দল হিসেবে ভারত খারাপ খেললেও টেন্ডুলকার দু’টি সেঞ্চুরি করেন। কারণ, রক্ষণাত্মক না হয়ে রান করার দিকে মনোযোগী ছিলেন তিনি। চলমান সিরিজেও ভারতীয় ব্যাটসম্যানদের রানের দিকে মনোযোগী হতে বললেন টেন্ডুলকার।

টেস্ট ও ওয়ানডেতে সর্বোচ্চ রানের মালিক টেন্ডুলকার বলেন, ‘শুধু রক্ষণাত্মক ব্যাটিং নয়, অস্ট্রেলিয়ায় সফল হতে রান করতে হবে। সবাই মনে করে, অস্ট্রেলিয়ার পিচে অতিরিক্ত বাউন্স ও গতি আছে। ব্যাটসম্যানরা যদি ইতিবাচক মনোভাব নিয়ে নামে, রক্ষণাত্মক ব্যাটিং না করে রান করার কথা মাথায় রাখে, তবে বড় ইনিংস খেলার সুযোগ থাকে। আবার বোলানদেরও ভালো করার সুযোগ থাকে। প্রতিপক্ষের ব্যাটসম্যানদের সমস্যায় ফেলার জন্য বাউন্স পেতে হলে বোলারকে বিশেষ একটি জায়গায় বল করতে হবে। কাজটা কঠিন, তারপরও চেষ্টা-ইচ্ছা থাকলে সম্ভব।’

বাকি ম্যাচগুলোতে অধিনায়ক বিরাট কোহলির না থাকায় ভারতকে ভোগাবে বলে জানান টেন্ডুলকার। তবে কোহলিকে ছাড়াও ম্যাচ জয়ের সামর্থ্য ভারতের আছে বলে মনে করেন তিনি। বলেন, ‘কোহলির মতো খেলোয়াড় দলে না থাকাটা অনেক বড় ক্ষতিই বলা যায়। তবে কোহলিকে ছাড়া টেস্ট জয়ের সামর্থ্য আছে ভারতীয় এ দলটির। দলে অনেক তরুণ-উদীয়মান খেলোয়াড় রয়েছে। যারা ভবিষ্যতে ভারতকে নেতৃত্ব দেবে। অস্ট্রেলিয়ার মতো কন্ডিশনে নিজেদের প্রমাণের এটিই ভালো সুযোগ।’

[sportsmail24.com এর ওয়েবসাইট এখন sportsmail.com.bd ঠিকানাতেও ব্রাউজ করে পড়তে পারবেন। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস থেকেও খেলাধুলার সকল নিউজ পড়তে পারবেন। ইনস্ট্রল করুন স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস ]


শেয়ার করুন :


আরও পড়ুন

গোলাপি বলে দিশেহারা ভারত, ৩৬ রানেই অলআউট

গোলাপি বলে দিশেহারা ভারত, ৩৬ রানেই অলআউট

ভারতকে লজ্জায় ফেলে অস্ট্রেলিয়ার জয়োল্লাস

ভারতকে লজ্জায় ফেলে অস্ট্রেলিয়ার জয়োল্লাস

লজ্জার রেকর্ডে স্তম্ভিত কোহলি

লজ্জার রেকর্ডে স্তম্ভিত কোহলি

দলের ব্যর্থতার মাঝেও কোহলিকে সুখবর দিল আইসিসি

দলের ব্যর্থতার মাঝেও কোহলিকে সুখবর দিল আইসিসি