অভিষেক টেস্টেই রেকর্ড বইয়ে নওমান

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১২:৪৭ পিএম, ৩০ জানুয়ারি ২০২১
অভিষেক টেস্টেই রেকর্ড বইয়ে নওমান

ছবি : এপি

করাচিতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ঐতিহাসিক টেস্ট ম্যাচটি স্মরণীয় করে রেখেছে পাকিস্তান ক্রিকেট দল। একই সঙ্গে নিজের অভিষেক টেস্টের দ্বিতীয় ইনিংসে ৫ উইকেট শিকার করে অনন্য কীর্তি গড়ে রেকর্ড বইয়ে নাম তুলেছেন পাকিস্তানের নওমান আলী।

সিরিজের প্রথম টেস্টের তৃতীয় দিন (বৃহস্পতিবার) দ্বিতীয় ইনিংসে দক্ষিণ আফ্রিকার ওপেনার আইডেন মার্করামকে শিকার করেন নওমান। আর চতুর্থ দিন (শুক্রবার) তেম্বা বাভুমা-জির্ওজি লিন্ডে-কাগিসো রাবাদা-এনরিচ নর্টিকে শিকার করে ইনিংসে পাঁচ উইকেট পূর্ণ করেন নওমান। তার এ ৫ উইকেট শিকারে রান দিয়েছেন মাত্র ৩৫টি।

দক্ষিণ আফ্রিকার ইনিংসে শেষ চারটি উইকেটই নিয়েছেন নওমান আলী। অভিষেকে এক ইনিংসে পাঁচ উইকেট নেওয়া পাকিস্তানের পক্ষে ১২তম ঘটনা এটি। নওমানের আগে পাকিস্তানের হয়ে অভিষেক টেস্টের এক ইনিংসে পাঁচ উইকেট নিয়েছেন- মোহাম্মদ জাহিদ, মোহাম্মদ নাজির, বিলাল আসিফ, আরিফ বাট, তানভীর আহমেদ, মোহাম্মদ সামি, শাব্বির আহমেদ, শহীদ আফ্রিদি, শহিদ নাজির, ওয়াহাব রিয়াজ ও ইয়াসির শাহ।
sportsmail24
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজের প্রথম টেস্টে ৩৪ বছর ১১১ দিন বয়সে অভিষেক হয় নওমান আলীর। বিশ্বের মধ্যে সবচেয়ে বেশি বয়সে অভিষেকেই পাঁচ উইকেট নেওয়ার ক্ষেত্রে নবম স্থানে এখন তিনি। তবে সপ্তম বোলার হিসেবে এ কীর্তি গড়লেন নওমান আলী।

প্রথম শ্রেণির ক্রিকেটে ৮০ ম্যাচে ২৯২ উইকেট নিয়ে পাকিস্তান দলে সুযোগ পান নওমান। সেখানে ১৬বার ৪ উইকেট ও ১৯বার পাঁচ বা ততোধিক উইকেট নিয়েছেন তিনি।

এছাড়া টেস্ট অভিষেক ম্যাচে সেরা বোলার হিসেবে এখন ছয় নম্বরে আছেন নওমান আলী। দুই ইনিংস মিলে ৭৩ রান দিয়ে ৭ উইকেট নিয়েছেন তিনি। প্রথম ইনিংসে বল হাতে ৩৮ রানে ২ উইকেট শিকার করেছিলেন নওমান।

[sportsmail24.com এর ওয়েবসাইট এখন sportsmail.com.bd ঠিকানাতেও ব্রাউজ করে পড়তে পারবেন। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস থেকেও খেলাধুলার সকল নিউজ পড়তে পারবেন। ইনস্ট্রল করুন স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস ]


শেয়ার করুন :


আরও পড়ুন

ঐতিহাসিক ম্যাচকে স্মরণীয় করে রাখলো পাকিস্তান

ঐতিহাসিক ম্যাচকে স্মরণীয় করে রাখলো পাকিস্তান

বাংলাদেশের সমান পয়েন্ট নিয়ে পাকিস্তানকে পিছনে ফেললো আফগানিস্তান

বাংলাদেশের সমান পয়েন্ট নিয়ে পাকিস্তানকে পিছনে ফেললো আফগানিস্তান

তোপের মুখে পাকিস্তানের কোচ মিসবাহ

তোপের মুখে পাকিস্তানের কোচ মিসবাহ

নিউজিল্যান্ডের আশা হ্যাটট্রিক, পাকিস্তানের সমতা

নিউজিল্যান্ডের আশা হ্যাটট্রিক, পাকিস্তানের সমতা