এপ্রিলে শ্রীলঙ্কা যাচ্ছে বাংলাদেশ টেস্ট দল

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৬:৪৬ এএম, ২২ ফেব্রুয়ারি ২০২১
এপ্রিলে শ্রীলঙ্কা যাচ্ছে বাংলাদেশ টেস্ট দল

চলতি বছরের এপ্রিলেই দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে শ্রীলঙ্কা যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট দল। টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ ম্যাচ দুটি ২০২০ সালের জুনে মাঠে গড়ানোর কথা ছিল। তবে করোনাভাইরাসের কারণে তা স্থগিত করা হয়েছিল।অবশেষে সেই টেস্ট সিরিজ খেলতে শ্রীলঙ্কা যাচ্ছে মুমিনুল হকরা।

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) নিজামুদ্দিন চৌধুরী সুজন গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন। সিরিজটি আয়োজনে এ তারিখ চূড়ান্ত করেছে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডে (এসএলসি)।

নিজামউদ্দিন চৌধুরি জানিয়েছেন, ‘আমাদের (বিসিবি) সঙ্গে শ্রীলঙ্কা বোর্ডের যোগাযোগ হচ্ছে। তাতে এখন পর্যন্ত টেস্ট চ্যাম্পিয়নশিপের যেই দুটি ম্যাচ আছে সেটি চূড়ান্ত হয়েছে। দুটি টেস্ট ম্যাচ এক ভেন্যুতেই হবে। আমরা আশা করি এপ্রিলের ১২-১৫ তারিখের মধ্যে যেকোনো একটা সময় বাংলাদেশ দল শ্রীলঙ্কা সফর করবে।’

গত বছরের জুলাইয়ে শ্রীলঙ্কার মাটিতে এ টেস্ট সিরিজটি অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। তবে প্রাণঘাতি করোনাভাইরাসের কারণে দুই বোর্ডের সম্মতিতে সিরিজটি স্থগিত করা হয়।

যদিও পরবর্তীতে গত অক্টোবরে সূচি চূড়ান্ত করা হয়, তবে শ্রীলঙ্কার কোয়ারেন্টাইন জটিলতায় বাংলাদেশ সফরে যেতে নারাজ হলে সিরিজটি আবারও স্থগিত হয়। তবে এবার সফরে কোয়ারেন্টাইনের সময়সীমা নিয়ে দুই বোর্ডই সম্মতিতে পৌঁছেছে

সম্প্রতি শ্রীলঙ্কা সফর করেছে ইংল্যান্ড ক্রিকেট দল। ইংল্যান্ডের জন্য যে ধরনের কোয়ারেন্টাইন বিধি-নিষেধ দেওয়া হয়েছিল, বাংলাদেশের জন্যও একই নিয়ম থাকবে।

নিজামউদ্দিন বলেন, ‘আমাদের জানা মতে শ্রীলঙ্কায় কোভিডের অবস্থা আগে থেকে উন্নতি করেছে। এর মধ্যে ইংল্যান্ড দল সফর করেছে। আমাদের বলা হয়েছে, ইংল্যান্ডকে যে ধরনের বিধি মেনে চলতে হয়েছে, আমাদেরও তাই করতে হবে।’

এদিকে পুরো সিরিজটি একটি ভেন্যুতে অনুষ্ঠিত হলেও এখন পর্যন্ত ভেন্যুর নাম প্রকাশ করেনি এসএলসি।

[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং  সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]


শেয়ার করুন :


আরও পড়ুন

নাসিরের স্ত্রীর ৮ বছরের কন্যা রয়েছে, প্রথম স্বামীর জিডি

নাসিরের স্ত্রীর ৮ বছরের কন্যা রয়েছে, প্রথম স্বামীর জিডি

নিউজিল্যান্ড সফরে বাংলাদেশ দলে ২০ জন

নিউজিল্যান্ড সফরে বাংলাদেশ দলে ২০ জন

শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট বাদ দিয়ে আইপিএল খেলবেন সাকিব!

শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট বাদ দিয়ে আইপিএল খেলবেন সাকিব!

সমস্যার সমাধান দেখছেন বিসিবি সভাপতি

সমস্যার সমাধান দেখছেন বিসিবি সভাপতি