বাংলাদেশ দল : ২১ থেকে ১৫, একমাত্র চমক শরিফুল

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৪:৫২ এএম, ২১ এপ্রিল ২০২১
বাংলাদেশ দল : ২১ থেকে ১৫, একমাত্র চমক শরিফুল

ফাইল ফটো

স্বাগতিক শ্রীলঙ্কার বিপক্ষে দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টের জন্য দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ২১ সদস্য নিয়ে শ্রীলঙ্কার সফরে গেলেও সেখান থেকে বাছাই করে ১৫ সদস্যের দল দেওয়া হয়েছে। ঘোষিত দলে নতুন মুখ হিসেবে জায়গা পেয়েছেন বাঁহাতি পেসার শরিফুল ইসলাম।

ঘোষিত দলে প্রাথমিক স্কোয়াড থেকে বাদ পড়েছেন ছয়জন। তারা হলেন- খালেদ আহমেদ, নাঈম হাসান, মুকিদুল ইসলাম, শহিদুল ইসলাম, শুভাগত হোম এবং নুরুল হাসান।

শ্রীলঙ্কার বিপক্ষে বুধবার (২১ এপ্রিল) সিরিজের প্রথম টেস্ট খেলতে মাঠে নামবে বাংলাদেশ ক্রিকেট দল। দল ঘোষণা আগেই অধিনায়ক মমিনুল ইঙ্গি দিয়েছেন স্পিন নয়, পেসার নির্ভর দল নিয়ে মাঠে নামবে বাংলাদেশ। সে ক্ষেত্রে দলে ডাক পাওয়া শরিফুল ইসলামকে হয়তো প্রথম ম্যাচের একাদশেই দেখা যেতে পারে।

শ্রীলঙ্কার মাটিতে বাংলাদেশ সর্বশেষ টেস্ট খেলেছে ২০১৭ সালে। মুশফিকুর রহিমের নেতৃত্বাধীন দল নিজেদের শততম টেস্টে শ্রীলঙ্কাকে ৪ উইকেটে হারিয়ে দিয়েছিল বাংলাদেশ।

শ্রীলঙ্কার মাটিতে ওটাই বাংলাদেশের একমাত্র টেস্ট জয়। এছাড়া স্বাগতিক শ্রীলঙ্কার বিপক্ষে মোট ১২টি টেস্টের মাঝে একটি ড্র ছাড়া বাকি সবগুলোতেই পরাজয় বরণ করেছে বাংলাদেশ।

১৫ সদস্যের বাংলাদেশ দল
মমিনুল হক (অধিনায়ক), লিটন কুমার দাস, মোহাম্মদ মিঠুন, মুশফিকুর রহিম, তামিম ইকবাল, সাদমান ইসলাম, আবু জায়েদ চৌধুরী রাহী, তাইজুল ইসলাম, নাজমুল হোসেন, মেহেদী হাসান মিরাজ, তাসকিন আহমেদ, ইবাদত হোসেন চৌধুরী, সাইফ হাসান, ইয়াসির আলী চৌধুরী এবং শরিফুল ইসলাম

স্পোর্টসমেইল২৪/আরএস

[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং  সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]


শেয়ার করুন :


আরও পড়ুন

দোয়া করবেন সবাই, মন থেকে দোয়া করবেন : মমিনুল

দোয়া করবেন সবাই, মন থেকে দোয়া করবেন : মমিনুল

বাংলাদেশের বিপক্ষে শ্রীলঙ্কা দলে নতুন মুখ, ফিরলেন ম্যাথুজ

বাংলাদেশের বিপক্ষে শ্রীলঙ্কা দলে নতুন মুখ, ফিরলেন ম্যাথুজ

প্রস্তুতি ম্যাচে ‌‘লাইন’ খুঁজে পেয়েছেন শান্ত

প্রস্তুতি ম্যাচে ‌‘লাইন’ খুঁজে পেয়েছেন শান্ত

দুইদিনের ম্যাচে পুরোপুরি প্রস্তুতির আশা নান্নুর

দুইদিনের ম্যাচে পুরোপুরি প্রস্তুতির আশা নান্নুর