জয় পেতে নিয়মানুবর্তিতার সাথে ভালো খেলতে হবে : তাইজুল

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১০:১৩ এএম, ২৪ এপ্রিল ২০২১
জয় পেতে নিয়মানুবর্তিতার সাথে ভালো খেলতে হবে : তাইজুল

বাংলাদেশের করা প্রথম ইনিংসে ৫৪১ রানের বিপরীতে তৃতীয় দিন শেষে ৩ উইকেটে ২২৯ রান করেছে স্বাগতিক শ্রীলঙ্কা। হাতে ৭ ‍উইকেট নিয়ে ৩১২ রান পিছিয়ে রয়েছে তারা। তবে ব্যাটিং উইকেটে ম্যাচের বর্তমান অবস্থায় শতভাগ জয়ের আশা করতে পারছে না বাংলাদেশ।

শুক্রবার (২৩ এপ্রিল) মধ্যাহ্ন-বিরতির আগ মুহূর্তে নিজেদের ইনিংস শুরু করে শ্রীলঙ্কা। ৭৩ ওভার ব্যাট করে ৩ উইকেটে ২২৯ রান সংগ্রহ করে। ব্যাট হাতে দলকে দারুণ সূচনা এনে দেওয়া দুই ওপেনার অধিনায়ক দিমুথ করুনারত্নে ও লাহিরু থিরিমান্নে ১১৪ রানের পার্টনারশীপ গড়েন।

তৃতীয় দিনের খেলা শেষে ভার্চুয়াল সংবাদ সম্মেলনে কথা বলেন তাইজুল ইসলাম। ম্যাচের বর্তমান পরিস্থিতিতে বাংলাদেশ কতটা জয় প্রত্যাশা করতে পারে এমন প্রশ্নের জবাবে তিনি জানান, ডিসিপ্লিন বজায় রেখে ভালো কিছু করতে পারলে জেতার দিকে যাওয়া সম্ভব।

তাইজুল বলেন, ‘সত্যি কথা বলতে এখন যে অবস্থায় আছে, জেতার মতো পরিস্থিতিতে যেতে হলে বিশেষ করে এই উইকেটে। উইকেটে বোলারদের বেশি একটা হেল্প নেই, আপনি স্পিন বলেন আর পেস বলেই বলেন। অনেক ডিসিপ্লিনের (নিয়মানুবর্তিতা) মধ্যে থেকে আমাদের আসলে কাজ করতে হবে। আমরা যদি ডিসিপ্লিন বজায় রেখে ভালো কিছু করতে পারি তাহলে জেতার দিকে যেতে পারবো।’
sportsmail24

শ্রীলঙ্কার উইকেটে বাংলাদেশের পর স্বাগতিকরাও ভালো ব্যাট করছেন। ৭৩ ওভারে ৩টি উইকেট হারিয়ে দিন শেষ করেছে তারা। পাল্লেকেলের উইকেট নিয়ে তাইজুল বলেন, ‘উইকেট বলতে গেলে ভালো, অনেক ভালো উইকেট। আমি প্রথমেই বলছি যে, আমাদের কালকেও (শনিবার) যেটা প্ল্যান থাকবে, মূলত ডিসিপ্লিন অনুযায়ী বল করা। আমরা জিতার জন্যই খেলবো, তবে ম্যাচ যাতে আমাদের হাতছাড়া না হয়ে যায় সেটাও খেয়াল রাখতে হবে।’

দীর্ঘ দিন পর টেস্ট ক্রিকেটে ফিরেছেন পেসার তাসকিন আহমেদ। পাল্লেকেলেতে বল হাতে প্রথম দিন ১২ ওভারে ৩৫ রান দিয়ে একটি উইকেটও শিকার করেছেন। তাসকিনের বোলিং নিয়ে তাইজুল বলেন, ‘মাশাল্লাহ, তাসকিন ভালো বল করেছে। লাইন-লেন্থ বজায় রেখে বল করছে। আশা করি, কালকেও এটা বজায় রাখবে। তাহলে টিমের জন্য খুব ভালো হবে।’

তৃতীয় দিন শেষে ৭৩ ওভারে ৩ উইকেটে ২২৯ রান করায় ফলো-অন এড়াতে স্বাগতিক শ্রীলঙ্কাকে আরও ১১২ রান করতে হবে। আর সব মিলিয়ে এখনো ৩১২ রানে পিছিয়ে রয়েছে স্বাগতিকরা।

স্পোর্টসমেইল২৪/আরএস

[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং  সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]


শেয়ার করুন :


আরও পড়ুন

তৃতীয় দিন শেষে ৩১২ রানে পিছিয়ে শ্রীলঙ্কা

তৃতীয় দিন শেষে ৩১২ রানে পিছিয়ে শ্রীলঙ্কা

৫৪১ রানে থামলো বাংলাদেশ

৫৪১ রানে থামলো বাংলাদেশ

দেশের বাইরে মমিনুলের প্রথম সেঞ্চুরি

দেশের বাইরে মমিনুলের প্রথম সেঞ্চুরি

দোয়া করবেন সবাই, মন থেকে দোয়া করবেন : মমিনুল

দোয়া করবেন সবাই, মন থেকে দোয়া করবেন : মমিনুল