২১ দিনে তিন টেস্ট, চাপ মনে করছেন না সাউদি

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৭:৪৯ এএম, ২২ মে ২০২১
২১ দিনে তিন টেস্ট, চাপ মনে করছেন না সাউদি

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে ফাইনাল এবং ইংল্যান্ডের বিরুদ্ধে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে ইংল্যান্ডে আছে নিউজিল্যান্ড দল। মাত্র ২১ দিনের ব্যবধানে ইংল্যান্ডের মাটিতে তিন টেস্ট খেলবে নিউজিল্যান্ড। তবে স্বল্প সময়ের মধ্যে তিন টেস্ট খেলাকে চাপ মনে করছেন না পেসার কিউই পেসার টিম সাউদি।

ইংল্যান্ডের মাটিতে টেস্ট খেলা যেকোনো দলের জন্য চাপ। সেখানে মাত্র ২১ দিনের ব্যবধানে তিন টেস্ট খেলবে কিউইরা। এ নিয়ে ডানহাতি পেসার টিম সাউদি বেশ রোমাঞ্চিত। তিনি জানান, দলের ক্রিকেটাররা তিন টেস্ট খেলতে প্রস্তুত।

ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজ এবং টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলতে ইতিমধ্যে ইংল্যান্ডে পৌঁছেছে নিউজিল্যান্ড। সেখানে ২ জুন থেকে শুরু হবে শুরু হবে ইংল্যান্ডের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ। এ সিরিজ খেলেই বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে ভারতের মুখোমুখি হবে নিউজিল্যান্ড। এতো অল্প সময়ের মধ্যে দুই কঠিন প্রতিপক্ষের সাথে খেলতে পেরে বেশ রোমাঞ্চিত বলে জানিয়েছেন সাউদি।

এ বিষয়ে সাউদি বলেন, ‘ স্বল্প সময়ের মধ্যে তিনটি টেস্ট খেলাটা বেশ রোমাঞ্চকর। এটা বেশিরভাগ দলই করতে পারেন না। আমরা কিছুটা বিরতি নিয়ে এখানে এসেছি। যা আমাদের জন্য পজেটিভ দিক। আমরা নিজেদেরকে প্রস্তুত করতে পারছি। অনেকেই আইপিএল খেলে এসেছে এবং আরও ক্রিকেট খেলবে।‘

সাউদি আরও বলেন, ‘আমরা বেশ সতেজ আছি। পরের কয়েক সপ্তাহে আমরা নিজেদের প্রস্তুত করবো। সাথে তিন টেস্ট খেলার জন্য নিজেদেরকে প্রস্তুত করছি। স্ট্রেন্থ এবং কন্ডিশনিং কোচদের সাথে দীর্ঘদিন কাজ করার সুযোপ পেয়েছি। এখন আরও কাজ করে টানা তিন টেস্ট খেলার জন্য নিজেদেরকে প্রস্তুতি নিচ্ছি।‘

স্পোর্টসমেইল২৪/পিপিআর

[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং  সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]


শেয়ার করুন :


আরও পড়ুন

ইংল্যান্ড সফরে কোহলিদের কোয়ারেন্টাইন ২৪ দিন

ইংল্যান্ড সফরে কোহলিদের কোয়ারেন্টাইন ২৪ দিন

আইপিএল আয়োজনে সমাধান দিলেন ভন

আইপিএল আয়োজনে সমাধান দিলেন ভন

ভারতের অনুরোধ প্রত্যাখ্যান ইংল্যান্ডের

ভারতের অনুরোধ প্রত্যাখ্যান ইংল্যান্ডের

ভারতের বিপক্ষে খেলা চ্যালেঞ্জিং : উইলিয়ামসন

ভারতের বিপক্ষে খেলা চ্যালেঞ্জিং : উইলিয়ামসন