চমক রেখে দল ঘোষণা ওয়েস্ট ইন্ডিজের

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০১:৩৬ এএম, ০৬ জুন ২০২১
চমক রেখে দল ঘোষণা ওয়েস্ট ইন্ডিজের

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে আসন্ন টেস্ট সিরিজের জন্য ১৭ সদস্যের প্রাথমিক দল ঘোষণা করেছে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড। দলে চমক হিসেবে জায়গা পেয়েছেন ১৯ বছয় বয়সী পেসার জেডেন সিলেস। মাত্র ১টি প্রথম শ্রেণীর ম্যাচ খেলার অভিজ্ঞতা থাকা এই পেসারকে রেখেই প্রাথমিক দল ঘোষণা করে ওয়েস্ট ইন্ডিজ।

বয়সে তরুণ হলেও এই পেসারের বোলিং দক্ষতা নজর কাড়ে নির্বাচকদের। এক প্রস্তুতি ম্যাচে ৪০ রানে ৪ উইকেট লাভ করেন তিনি যেখানে আউট করেন শাই হোপ ও ড্যারেন ব্র্যাভোর মতো অভিজ্ঞ ব্যাটারদের। তাছাড়া সর্বশেষ অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপে ৬ ম্যাচে তিনি শিকার করেছিলেন ১০ উইকেট।

সিলেস ছাড়াও নিজেদের প্রস্তুতির জন্য স্কোয়াডের সঙ্গে আরও চার তরুণ পেসার রাখার সিদ্ধান্ত নিয়েছে বোর্ড। সেই চার পেসার হলোঃ কিয়ন হারডিং, প্রেস্টন ম্যাকসুয়েন, মারকুইনো মাইন্ডলি এবং নিয়াল স্মিথ।

আগামী ১০ জুন শুরু হবে ওয়েস্ট ইন্ডিজ ও দক্ষিণ আফ্রিকার মধ্যকার দুই ম্যাচের টেস্ট সিরিজ। দ্বিতীয় ম্যাচ হবে ১৮ জুন থেকে। চলতি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে এটিই শেষ সিরিজ।

ওয়েস্ট ইন্ডিজের প্রাথমিক স্কোয়াড
ক্রেইগ ব্রাথওয়েট (অধিনায়ক), জার্মেইন ব্ল্যাকউড (সহ-অধিনায়ক), এনক্রুমাহ বোনার, ড্যারেন ব্রাভো, রস্টোন চেজ, রাহকিম কর্নওয়াল, জশুয়া ডা সিলভা, শ্যানন গ্যাব্রিয়েল, জাহমার হ্যামিল্টন, জেসন হোল্ডার, শাই হোপ, আলজারি জোসেফ, কাইল মায়ারস, কাইরন পাওয়েল, কেমার রোচ, জেডেন সিলেস এবং জোমেল ওয়ারিকান।

স্পোর্টসমেইল২৪/এমআরএইচ

[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং  সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ] 


শেয়ার করুন :


আরও পড়ুন

চ্যাম্পিয়নশিপের ফাইনাল সরাসরি দেখতে পারছেন না গাঙ্গুলি

চ্যাম্পিয়নশিপের ফাইনাল সরাসরি দেখতে পারছেন না গাঙ্গুলি

চতুর্থ রাউন্ড থেকে ডিপিএল ফিরছে বিকেএসপিতে

চতুর্থ রাউন্ড থেকে ডিপিএল ফিরছে বিকেএসপিতে

ভেট্টোরির সমান বেতন চান হেরাথ

ভেট্টোরির সমান বেতন চান হেরাথ

পাকিস্তান দলে ফিরলেন চার অভিজ্ঞ ক্রিকেটার

পাকিস্তান দলে ফিরলেন চার অভিজ্ঞ ক্রিকেটার