মাহমুদউল্লাহ রিয়াদকে ‘গার্ড অব অনার’

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৩:২৯ এএম, ১২ জুলাই ২০২১
মাহমুদউল্লাহ রিয়াদকে ‘গার্ড অব অনার’

টেস্ট ক্রিকেট থেকে বিদায় নিচ্ছে মাহমুদউল্লাহ রিয়াদ -এমনটা গুঞ্জন থাকলেও নিশ্চিত কোন তথ্য ছিলো না। ধারণা ছিল, দীর্ঘ দিন ক্রিকেটের এই ফরম্যাটে বাইরে থাকায় হয়তো ক্ষোভে এমন কথা বলেছেন। তবে না, জিম্বাবুয়ে টেস্টের শেষ দিনে মাঠে নামার সময় ঘটে গেল আরেক ঘটনা। মাঠে নামার সময় মাহমুদউল্লাহ রিয়াদকে ‘গার্ড অব অনার’ দিয়েছেন সতীর্থরা।

চলতি হারারে টেস্টের তৃতীয় দিনের খেলা শেষ হওয়ার পর থেকেই গুঞ্জন শোনা যায় টেস্ট ক্রিকেটকে বিদায় বলতে যাচ্ছেন মাহমুদউল্লাহ রিয়াদ। তবে মাঝখানে একদিন পেরিয়ে গেলেও এ নিয়ে কোনো ধরনের আনুষ্ঠানিক বিবৃতি দেয়নি বাংলাদেশ ক্রিকেট বোর্ড। এমনকি এ বিষয়ে মাহমুদউল্লাহ রিয়াদও মুখ খোলেননি।

তবে পঞ্চম দিন সকালে খেলতে নামার আগে রিয়াদের বিদায়ের বিষয়ে সতীর্থরা ইঙ্গিত দিয়ে রাখলেন। মাঠে নামার আগে মাহমুদউল্লাহকে গার্ড অব অনার দিয়েছে বাংলাদেশি ক্রিকেটাররা। এর মানে হারারে টেস্ট দিয়েই সাদা পোষাকে নিজের যাত্রার ইতি টানছেন।

জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজ দিয়েই প্রায় ১৭ মাস পর টেস্ট ক্রিকেটে ফিরেছিলেন মাহমুদউল্লাহ রিয়াদ। টেস্টের প্রথম ইনিংসে দলের বিপর্যয়ে হাল ধরেছিলেন তিনি। টেস্ট ক্যারিয়ারের শেষ ইনিংসে করেছিলেন ১৫০ রান। এ ইনিংস খেলার পথে লিটন এবং তাসকিনের সাথে গড়েছিলেন দুর্দান্ত দুইটি জুটি।

তাসকিনের সাথে নবম উইকেটে ১৯১ রানের জুটি গড়েন মাহমুদউল্লাহ রিয়াদ। বাংলাদেশের টেস্ট ইতিহাসে নবম উইকেটে এটিই সর্বোচ্চ রানের জুটি। এর আগে ২০১২ সালে পেসার আবুল হাসান রাজুর সাথে ১৮৪ রানের জুটি গড়েছিলেন রিয়াদ।

টেস্ট ক্রিকেটে বাংলাদেশের হয়ে ৫০তম টেস্টে খেলতে নেমেছেন মাহমুদউল্লাহ রিয়াদ। এখন পর্যন্ত ৫০ টেস্টে করেছেন ২৯১৪ রান। এর মধ্যে রয়েছে ৫ টি সেঞ্চুরি এবং ১৬ হাফ-সেঞ্চুরি। এছাড়াও বল হাতে ৪৩ উইকেট নিজের ঝুলিতে ভরেছেন তিনি।

ক্যারিয়ারের শেষ টেস্টে এসেই ক্যারিয়ার সেরা অপরাজিত ১৫০ রানের ইনিংস খেলেছেন মাহমুদউল্লাহ রিয়াদ। বল হাতে ৫১ রানে ৫ উইকেট শিকার ছিল তার ক্যারিয়ার সেরা বোলিং। কিংস্টনে স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে এ রেকর্ড গড়েছিলেন তিনি। টেস্ট ক্রিকেটকে বিদায় বললেও সীমিত ওভারের ক্রিকেট চালিয়ে যাবেন মাহমুদউল্লাহ।

স্পোর্টসমেইল২৪/পিপিআর/আরএস

[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং  সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]


শেয়ার করুন :


আরও পড়ুন

অতীত নিয়ে ভাবেন না শান্ত

অতীত নিয়ে ভাবেন না শান্ত

তাসকিন-মুজারাবানিকে আইসিসির শাস্তি

তাসকিন-মুজারাবানিকে আইসিসির শাস্তি

শ্রীলঙ্কায় করোনার হানা, পিছিয়ে গেল ভারত সিরিজ

শ্রীলঙ্কায় করোনার হানা, পিছিয়ে গেল ভারত সিরিজ

নিজেকে প্রমাণের চ্যালেঞ্জ ছিল, আলহামদুলিল্লাহ : মাহমুদউল্লাহ

নিজেকে প্রমাণের চ্যালেঞ্জ ছিল, আলহামদুলিল্লাহ : মাহমুদউল্লাহ