অতীত নিয়ে ভাবেন না শান্ত

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০১:৩৬ পিএম, ১১ জুলাই ২০২১
অতীত নিয়ে ভাবেন না শান্ত

জিম্বাবুয়ের বিপক্ষে ব্যাট হাতে দ্বিতীয় ইনিংসে সেঞ্চুরি হাঁকিয়েছেন নাজমুল হোসেন শান্ত। যদিও এর আগের চার ইনিংস মিলে তার মোট রান ছিল ২৮। তবে জিম্বাবুয়ের বিপক্ষে সেঞ্চুরি হাঁকানোর পর শান্ত জানান, অতীত নিয়ে তিনি কখনো ভাবেন না। সবসময় বর্তমানে থাকতে চেষ্টা করেন।

শান্ত বলেন, ‌‌‘আমি সবসময় বর্তমানে থাকতে চেষ্টা করি, আগের চার ইনিংস খারাপ হইছে, ক্রিকেট খেলায় ইতেই পারে। বাট অবশ্যই আমার চেষ্টা থাকে রেগুলার রান করা। অতীত নিয়ে ও রকম বেশি চিন্তা করি না। আজকে দিনে ব্যাটিংটা নিয়ে চিন্তা করছি।’

চলতি বছরের এপ্রিলে পাল্লাকেলে স্বাগতিক শ্রীলঙ্কার বিপক্ষে ক্যারিয়ারের প্রথম এবং সেরা ইনিংস খেলেন শান্ত। দুই ম্যাচ টেস্টে সিরিজের প্রথম ম্যাচের প্রথম ইনিংসে ১৬৩ রান করেন তিনি। তবে এরপরই আর তাকে খুঁজে পাওয়া যায়নি। পরের তিন ইংসে করেন মাত্র ২৬ রান, যার মধ্যে দুই ইনিংসেই সাজঘরে ফিরেছেন খালি হাতে।

শ্রীলঙ্কার পর জিম্বাবুয়ের বিপক্ষেও প্রথম ইনিংসে ৮ বলে মাত্র ২ রান করে সাজঘরে ফিরেছিলেন। তবে দ্বিতীয় ইনিংসে তুলে নেন ক্যারিয়ারের দ্বিতীয় সেঞ্চুরি। সাদমান ইসলামের সাথে অপরাজিত ১১৭ রান করেন শান্ত।

ব্যাট হাতে গত চার ইনিংসে বাজে সময় যাওয়ার পর দুর্দান্ত একটি ইনিংসে খেলার পর শান্ত বলেন, ‘আজকে প্ল্যান ছিল, আমরা যদি ফাস্ট খেলতে পারি তাহলে সময় বেশি পাব। যত বেশি টার্গেট দিতে পারবো তত বেশি আমাদের লাভ। সময়টা আমাদের বেশি দরকার ছিল, আমি ওভাবেই প্ল্যানিংটা করে গেছিলাম যে, পজিটিভ ব্যাটিং করবো।’

সাদমান-শান্তর জোড়া সেঞ্চুরির পর ৪৭৬ রানের বিশাল লিড নিয়ে ইনিংস ঘোষণা করে বাংলাদেশ। শনিবার (১০ জুলাই) চতুর্থ দিনের খেলা শেষে বিসিবির পাঠানো ভিডিওতে শান্ত বলেন, ‘আমাদের দু’জনের ব্যাটিংয়ে পজিটিভ দিক ছিল যে, দু’জন দু’জনকে হেল্প করতেছিলাম। কিভাবে খেলা উচিত, কিভাবে আমরা এগাবো এসব বিষয়ে। একশ নিয়ে আমরা কেউ চিন্তা করিনি, আমরা সিচুয়েশন অনুযায়ী খেলার চেষ্টা করছি। দিন শেষে দু’জনেরই বড় একটা স্কোর হইছে, আলহামদুলিল্লাহ।’

চতুর্থ দিন শেষে ৩ উইকেটে ১৪০ রান করেছে স্বাগতিকরা। জয়ের জন্য হাতের সাত উইকেট নিয়ে শেষ দিনে জিম্বাবুয়েকে আরও ৩৩৭ করতে হবে। এ অবস্থান বাংলাদেশ এগিয়ে থাকলেও জয় পেতে কঠোর পরিশ্রম করতে হবে বলে মনে করেন শান্ত।

তিনি বলেন, ‘আলহামদুলিল্লাহ, আমরা ভালো অবস্থানে আছি। তবে আমার কাছে মনে হয়, এখনো অনেক কাজ বাকি রয়েছে। উইকেট এখনো ভালো আছে। আমাদের বোলার এবং ফিল্ডারদের অনেক পরিশ্রম করতে হবে। আর্লি যদি আমরা ২-৩টা উইকেট পাই তাহলে আমাদের জন্য আরেকটু সহজ হবে। কিন্তু পুরো দিনটাই আমাদের অনেক কষ্ট করতে হবে।’

স্পোর্টসমেইল২৪/আরএস 

[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং  সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]


শেয়ার করুন :


আরও পড়ুন

নিজেকে প্রমাণের চ্যালেঞ্জ ছিল, আলহামদুলিল্লাহ : মাহমুদউল্লাহ

নিজেকে প্রমাণের চ্যালেঞ্জ ছিল, আলহামদুলিল্লাহ : মাহমুদউল্লাহ

তাসকিন-মুজারাবানিকে আইসিসির শাস্তি

তাসকিন-মুজারাবানিকে আইসিসির শাস্তি

সাদমান-শান্তর জোড়া সেঞ্চুরি, রান পাহাড়ের চূড়ায় উঠে ইনিংস ঘোষণা

সাদমান-শান্তর জোড়া সেঞ্চুরি, রান পাহাড়ের চূড়ায় উঠে ইনিংস ঘোষণা

শান্ত-মমিনুলের ব্যাটিং নৈপুণ্যে রান পাহাড়ে বাংলাদেশ

শান্ত-মমিনুলের ব্যাটিং নৈপুণ্যে রান পাহাড়ে বাংলাদেশ