শ্রীলঙ্কায় করোনার হানা, পিছিয়ে গেল ভারত সিরিজ

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১০:৩৫ পিএম, ১০ জুলাই ২০২১
শ্রীলঙ্কায় করোনার হানা, পিছিয়ে গেল ভারত সিরিজ

ভারত ও শ্রীলঙ্কার তিন ম্যাচের ওয়ানডে সিরিজ ১৩ জুলাই (মঙ্গলবার) শুরু হওয়ার কথা ছিল। তবে এখণ সেটি আর হচ্ছে না। সিরিজ শুরুর আগেই শ্রীলঙ্কা শিবিরে করোনার থাবায় শুরুর তারিখ পিছিয়ে গেছে। এখন নতুন করে ১৭ বা ১৮ জুলাই থেকে সিরিজটি মাঠে গড়াতে পারে।

শ্রীলঙ্কা দলের বেশ কয়েকজন সাপোর্ট স্টাফের করোনা টেস্ট রিপোর্ট পজিটিভ ধরা পড়েছে। এখন নতুন সূচি চূড়ান্ত করতে বিসিসিআই এবং শ্রীলঙ্কার ক্রিকেট বোর্ড আলোচনা করছে।

ব্যাটিং কোচ গ্র্যান্ট ফ্লাওয়ারসহ শ্রীলঙ্কা ক্রিকেট দলের দুজন সাপোর্ট স্টাফ করোনা আক্রান্ত হয়েছেন। গ্র্যান্ট ফ্লাওয়ার ছাড়াও করোনা টেস্ট রিপোর্ট পজিটিভ এসেছে দলের অ্যানালিস্ট নিরোসনের। সবচেয়ে বেশি উদ্বেগের বিষয় হলো- এ দুজনই কোভিড-১৯ এর ডেল্টা ভ্যারিয়েন্টে আক্রান্ত হয়েছেন।

তবে এখন পর্যন্ত স্বস্তির খবর, শ্রীলঙ্কার কোন ক্রিকেটারের করোনা টেস্ট পজিটিভ আসেনি। তবে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে শ্রীলঙ্কা দলের খেলোয়াড়দের কলম্বোর একটি হোটেলে কোয়ারেন্টিনে রাখা হয়েছে।

সিরিজটি খেলতে ইতিমধ্যে শ্রীলঙ্কায় রয়েছে ভারতীয় ক্রিকেট দল। তবে সিনিয়রদের অনুপস্থিতিতে দলের নেতৃত্ব দিচ্ছেন শিখর ধাওয়ান। কারণ, পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ খেলতে বর্তমানে ইংল্যান্ডে আছে বিরাট কোহলির নেতৃত্বাধীন ভারত দল। শ্রীলঙ্কা সফরে ভারতকে শিখর ধাওয়ানের নেতৃত্বের পাশাপাশি কোচের দায়িত্ব পালন করছেন রাহুল দ্রাবিড়।

শ্রীলঙ্কা-ভারতের ওয়ানডে সিরিজের সম্ভাব্য তারিখ
প্রথম ম্যাচ : ১৭ জুলাই
দ্বিতীয় ম্যাচ : ১৯ জুলাই
তৃতীয় ম্যাচ : ২১জুলাই।

স্পোর্টসমেইল২৪/আরএস 

[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং  সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]


শেয়ার করুন :


আরও পড়ুন

বিনা পারিশ্রমিকে শ্রীলঙ্কার পরামর্শক হলেন জয়াবর্ধনে

বিনা পারিশ্রমিকে শ্রীলঙ্কার পরামর্শক হলেন জয়াবর্ধনে

চুক্তি সমস্যায় অধিনায়কত্ব হারালেন পেরেরা

চুক্তি সমস্যায় অধিনায়কত্ব হারালেন পেরেরা

সিরিজ সেরা পুরস্কারে গেইল-মুরালির চেয়েও এগিয়ে সাকিব

সিরিজ সেরা পুরস্কারে গেইল-মুরালির চেয়েও এগিয়ে সাকিব

ওয়ানডে ক্রিকেটে  লজ্জার রেকর্ডটি এখন শ্রীলঙ্কার

ওয়ানডে ক্রিকেটে লজ্জার রেকর্ডটি এখন শ্রীলঙ্কার