ভারতের বিপক্ষে সিরিজ থেকে ছিটকে গেলেন পেসার স্টুয়ার্ট ব্রড

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৭:৫৫ এএম, ১৩ আগস্ট ২০২১
ভারতের বিপক্ষে সিরিজ থেকে ছিটকে গেলেন পেসার স্টুয়ার্ট ব্রড

বৃষ্টিতে শেষ দিনের খেলা পরিত্যক্ত হওয়ায় ট্রেন্ট ব্রিজ টেস্টে ড্র মেনে নিতে বাধ্য হয়েছে ইংল্যান্ড ও ভারত। সিরিজে এগিয়ে যাওয়ার মিশনে লর্ডসে দ্বিতীয় টেস্টে মুখোমুখি হয়েছে দুই দল। এ ম্যাচে খেলছেন না অভিজ্ঞ ইংলিশ পেসার স্টুয়ার্ট ব্রড। শুধু দ্বিতীয় টেস্ট নয়, সিরিজের বাকি অংশ থেকেই ছিটকে গিয়েছেন তিনি।

বুধবার (১১ আগস্ট) অনুশীলনের সময় পা পিছলে পড়ে যান পেসার ব্রড। এমআরআই করে জানা যায়, মাংসপেশিতে চোট পেয়েছেন তিনি। এরপরই ইংল্যান্ড এন্ড ওয়েলস ক্রিকেট বোর্ড এক সংবাদ বিজ্ঞপ্তিতে ব্রডের সিরিজ থেকে ছিটকে যাওয়ার বিষয়টি নিশ্চিত করেছে।

স্টুয়ার্ট ব্রডের পরিবর্তে দলে ডাক পেয়েছেন তরুণ পেসার সাকিব মাহমুদ। তবে দ্বিতীয় টেস্টে সাইড বেঞ্চেই বসে আছেন তিনি।

বুধবার পিঠে ব্যাথা অনুভব করায় অনুশীলন করেননি আরেক অভিজ্ঞ ইংলিশ পেসার জেমস অ্যান্ডারসন। ধারণা করা হয়েছিল লর্ডসে টেস্টে খেলবেন না তিনি। তবে সব শঙ্কা দূর করে মাঠে নেমেছেন তিনি।

স্টুয়ার্ট ব্রডের পরিবর্তে দলে জায়গা পেয়েছেন পেসার মার্ক উড। দ্বিতীয় টেস্টের একাদশে এসেছেন অলরাউন্ডার মঈন আলী। ছয়মাস পর ইংল্যান্ডের হয়ে সাদা পোষাকে মাঠে নামলেন তিনি। ঘরের মাঠে এ সময়কাল প্রায় দুই বছর।

স্টুয়ার্ট ব্রডের মতো ইনজুরি জনিত সমস্যা নয়, তবে ইংল্যান্ড স্কোয়াড থেকে বাদ পড়েছেন উইকেটরক্ষক ব্যাটসম্যান ওলি পোপ। তিনি ভারতের বিপক্ষে সিরিজে আগে উরুর চোটে ভুগছিলেন।

ভারতে বিপক্ষে সিরিজের আগে মানসিক অবসাদজনিত কারণে ক্রিকেট থেকে অনির্দিষ্ট সময়ের জন্য বিরতিতে গিয়েছেন বেন স্টোকস। আর ইনজুরি সমস্যা কাটিয়ে উঠতে না পারায় দীর্ঘদিন ধরেই দলের বাইরে আছেন পেসার জোফরা আর্চার।

স্পোর্টসমেইল২৪/পিপিআর

[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং  সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]


শেয়ার করুন :


আরও পড়ুন

মার্কিন মুলুকে পাড়ি জমাচ্ছেন লঙ্কান দুই নিষিদ্ধ ক্রিকেটার

মার্কিন মুলুকে পাড়ি জমাচ্ছেন লঙ্কান দুই নিষিদ্ধ ক্রিকেটার

স্লো ওভার রেটে ভারত-ইংল্যান্ডের পয়েন্ট কাটা

স্লো ওভার রেটে ভারত-ইংল্যান্ডের পয়েন্ট কাটা

ইংল্যান্ড টেস্ট স্কোয়াডে ফিরলেন মঈন আলী

ইংল্যান্ড টেস্ট স্কোয়াডে ফিরলেন মঈন আলী

ক্রিকেটের অলিম্পিক যাত্রা, চেষ্টা করছে আইসিসি

ক্রিকেটের অলিম্পিক যাত্রা, চেষ্টা করছে আইসিসি