অভিষেক টেস্টে সেঞ্চুরি, সৌরভ-শেবাগদের পাশে আইয়ার

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৬:১৩ এএম, ২৭ নভেম্বর ২০২১
অভিষেক টেস্টে সেঞ্চুরি, সৌরভ-শেবাগদের পাশে আইয়ার

ভারতের ১৬তম ব্যাটার হিসেবে অভিষেক টেস্টে সেঞ্চুরি করলেন শ্রেয়াস আইয়ার। নিউজিল্যান্ডের বিপক্ষে দুই ম্যাচ সিরিজে কানপুরে প্রথম টেস্টে নিজের অভিষেকেই ১০৫ রানের ইনিংস খেলেছেন আইয়ার। অভিষেক টেস্টে সেঞ্চুরির স্বাদ নেওয়া ১৭১ বলের ইনিংসে ১৩টি চার ও দুটি ছক্কা মেরেছেন ভারতীয় এ ব্যাটার।

নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম ইনিংসে ৩৪৫ রানে অলআউট হয়ে গেছে ভারত। দলে পক্ষে অভিজ্ঞ ব্যাটারদের ছাড়িয়ে অভিষিক্ত ম্যাচে সেঞ্চুরি তুলে নেন শ্রেয়াস আইয়ার। বিশ্বের ১১০তম এবং ভারতের ১৬তম ব্যাটার হিসেবে টেস্ট ক্রিকেটে অভিষেকে শতরান করার নজির গড়লেন আইয়ার।

আইয়ারের আগে ভারতের হয়ে এ কীর্তি গড়েছিলেন লালা অমরনাথ, সুরিন্দর অমরনাথ, আব্বাস আলি বেগ, প্রবীণ আম্ব্রে, এজি কৃপাল সিংহে, মোহাম্মদ আজহারউদ্দিন, দীপক শোধন, হনুমন্ত সিংহ, গুন্ডাপ্পা বিশ্বনাথ, সৌরভ গাঙ্গুলি, বীরেন্দার শেবাগ, সুরেশ রায়না, শিখর ধাওয়ান, রোহিত শর্মা ও পৃথ্বি শ।

অভিষেক টেস্টেই ভারতের হয়ে প্রথম সেঞ্চুরি করেছিলেন লালা অমরনাথ। ১৯৩৩ সালে মুম্বাইতে ইংল্যান্ডের বিপক্ষে অভিষেক টেস্টের দ্বিতীয় ইনিংসে ১১৮ রান করেছিলেন তিনি।

তবে অভিষেক টেস্টে সেঞ্চুরিতে ভারতের পক্ষে বেশি রানের রেকর্ড ধাওয়ানের দখলে। ২০১৩ সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে মোহালিতে অভিষেক টেস্টের প্রথম ইনিংসে ১৮৭ রান করেছিলেন ধাওয়ান।

রানের হিসেবে ভারতীয়দের মধ্যে ধাওয়ানের পর আছেন রোহিত (১৭৭), বিশ্বনাথ (১৩৭), পৃথ্বী (১৩৪), গাঙ্গুলি (১৩১), সুরিন্দর অমরনাথ (১২৪), রায়না (১২০), লালা অমরনাথ (১১৮), আব্বাস আলি বেগ (১১২), আজহারউদ্দিন (১১০), দীপক শোধন (১১০), হনুমন্ত (১০৫), শেবাগ (১০৫), আমরে (১০৩), কৃপাল (১০০)।

স্পোর্টসমেইল২৪/আরএস

[আমরা এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার সর্বশেষ সংবাদ পড়তে ইনস্ট্রল করুন আমাদের অ্যান্ড্রয়েড মোবাইল অ্যাপস ]


শেয়ার করুন :


আরও পড়ুন

আইপিএলের ১৫তম আসর শুরুর তারিখ চূড়ান্ত

আইপিএলের ১৫তম আসর শুরুর তারিখ চূড়ান্ত

কিউইদের হোয়াইটওয়াশ করে বিশ্বকাপের প্রতিশোধ নিলো ভারত

কিউইদের হোয়াইটওয়াশ করে বিশ্বকাপের প্রতিশোধ নিলো ভারত

২০৩১ ওয়ানডে বিশ্বকাপের আয়োজক বাংলাদেশ

২০৩১ ওয়ানডে বিশ্বকাপের আয়োজক বাংলাদেশ

টেস্ট-ওয়ানডে থেকেও নেতৃত্ব ছাড়তে পারেন কোহলি : শাস্ত্রী

টেস্ট-ওয়ানডে থেকেও নেতৃত্ব ছাড়তে পারেন কোহলি : শাস্ত্রী