নিউজিল্যান্ডকে গুটিয়ে দিয়ে এগিয়ে ভারত

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৯:৪১ এএম, ২৮ নভেম্বর ২০২১
নিউজিল্যান্ডকে গুটিয়ে দিয়ে এগিয়ে ভারত

৩৪৫ রানে ভারতকে গুটিয়ে দিয়ে প্রথম ইনিংসে ব্যাট করতে নেমেছিল সফররত নিউজিল্যান্ড। তবে বাঁ-হাতি স্পিনার অক্ষর প্যাটেলের বোলিং নৈপুণ্যে নিউজিল্যান্ড ২৯৬ রানে আটকে দেয় আজিঙ্কা রাহানের দল। ফলে কানপুর টেস্টের তৃতীয় দিন (শনিবার) শেষে ৯ উইকেট হাতে নিয়ে ৬৩ রানে এগিয়ে রয়েছে ভারত।

সিরিজের প্রথম টেস্টের প্রথম ইনিংসে ৩৪৫ রান করে স্বাগতিক ভারত। জবাবে ১৫১ রানের উদ্বোধনী জুটির পরও ২৯৬ রানে অলআউট হয়ে গেছে নিউজিল্যান্ড। কিউইদের তিনশ রানের নীচে গুটিয়ে দেওয়ার পথে বড় অবদান রাখেন ৫ উইকেট শিকার করা প্যাটেল।

শুক্রবার (২৬ নভেম্বর) দ্বিতীয় দিন শেষে বিনা উইকেটে ১২৯ রান করেছিল নিউজিল্যান্ড। টম লাথাম ৫০ ও উইল ইয়ং ৭৫ রানে অপরাজিত ছিলেন। ধারণা করা হয়েছিল প্রথম ইনিংসে লিড নেবে সফরকারীরা। তবে আর পারেননি কেন উইলিয়ামসনরা।

শনিবার তৃতীয় দিন ইয়ংকে ব্যক্তিগত ৮৯ রানে থামিয়ে ভারতকে প্রথম সাফল্য এনে দেন ভারতের স্পিনার রবী চন্দ্রন অশ্বিন।২১৪ বল খেলে ১৫টি চারের মারে নিজের এ ইনিংস সাজান ইয়ং।

ইয়ং চলে যাওয়ার পর পাঁচ রানের জন্য সেঞ্চুরির দেখা পাননি লাথাম। প্যাটেলের শিকার হওয়ার আগে ২৮২ বলে ১০টি বাউন্ডারির সাহায্যে ৯৫ রান করেন তিনি।

লাথাম-ইয়ংয়ের মতো বড় ইনিংস খেলতে ব্যর্থ হন নিউজিল্যান্ডের পরের দিকের ব্যাটাররা। ফলে ২৯৬ রানে শেষ হয় নিউজিল্যান্ডের ইনিংস। প্যাটেল ৬২ রানে ৫টি ও অশ্বিন ৮২ রানে ৩ উইকেট নেন। ৪ ম্যাচের টেস্ট ক্যারিয়ারে পঞ্চমবারের মতো পাঁচ বা ততোধিক উইকেট নিলেন প্যাটেল।

নিউজিল্যান্ডকে গুটিয়ে দিয়ে দিনের শেষভাগে ৫ ওভার ব্যাট করে ১ উইকেট হারিয়ে ১৪ রান সংগ্রহ করে ভারত। ওপেনার ১ রান করা শুভমান গিলকে বোল্ড করেন নিউজিল্যান্ড পেসার কাইল জেমিসন। তবে আরেক ওপেনার মায়াঙ্ক আগারওয়াল ৪ ও চেতেশ্বর পূজারা ৯ রানে অপরাজিত থেকে দিন শেষ করেন।

স্পোর্টসমেইল২৪/আরএস

[আমরা এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার সর্বশেষ সংবাদ পড়তে ইনস্টল করুন আমাদের অ্যান্ড্রয়েড মোবাইল অ্যাপস ]


শেয়ার করুন :


আরও পড়ুন

ব্যাঙ্গালুরুতেই থাকছেন কোহলি-ম্যাক্সওয়েল

ব্যাঙ্গালুরুতেই থাকছেন কোহলি-ম্যাক্সওয়েল

অভিষেক টেস্টে সেঞ্চুরি, সৌরভ-শেবাগদের পাশে আইয়ার

অভিষেক টেস্টে সেঞ্চুরি, সৌরভ-শেবাগদের পাশে আইয়ার

আইপিএলের ১৫তম আসর শুরুর তারিখ চূড়ান্ত

আইপিএলের ১৫তম আসর শুরুর তারিখ চূড়ান্ত

কিউইদের হোয়াইটওয়াশ করে বিশ্বকাপের প্রতিশোধ নিলো ভারত

কিউইদের হোয়াইটওয়াশ করে বিশ্বকাপের প্রতিশোধ নিলো ভারত