১৩৭ রানের লিড নিয়ে চা বিরতিতে শ্রীলঙ্কা

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৩:০৫ পিএম, ১৯ মে ২০২২
১৩৭ রানের লিড নিয়ে চা বিরতিতে শ্রীলঙ্কা

পঞ্চম দিনের দ্বিতীয় সেশন শেষ হলেও এখনো ইনিংস ঘোষণা করেনি শ্রীলঙ্কা দল। দ্বিতীয় সেশন শেষে নিজেদের স্কোরবোর্ডে ৬ উইকেটে ২০৫ রান তুলেছে লঙ্কানরা। এই সেশনে বাংলাদেশের হয়ে একটি করে উইকেট নিয়েছেন তাইজুল ইসলাম এবং দিমুথ করুণারত্নে।

বুধবার (১৮ মে) চতুর্থ দিনের শেষ বিকেলে ব্যাটিংয়ে নামে বাংলাদেশ। দুই উইকেট হারিয়ে দুই উইকেটে ৩৯ রান তুলে দিনশেষ করে লঙ্কানরা। শেষ দিনের শুরুতেই বাংলাদেশের বোলারদের উপর চড়াও হয়ে খেলতে শুরু করেন কুশল মেন্ডিস এবং দিমুথ করুণারত্নে। এই দুইজনের ব্যাটে ভর করে ৪ উইকেটে ১২৮ রান তোলে শ্রীলঙ্কা।

দিনের প্রথম সেশনে বাংলাদেশকে দুই সাফল্য এনে দেন স্পিনার তাইজুল ইসলাম। কুশল মেন্ডিস এবং অ্যাঞ্জেলো ম্যাথিউসকে ফেরান তিনি।

দ্বিতীয় সেশনের শুরুতেও বাংলাদেশের বোলারদের উপর চড়াও হয়েছিলেন লঙ্কান দুই ব্যাটার দিমুথ করুণারত্নে এবং ধনঞ্জয়া ডি সিলভা। কিন্তু এই দুই ব্যাটার নিজেদের ইনিংসকে খুব একটা বড় করতে পারেননি। ব্যক্তিগত ৫২ রানে ফেরেন করুণারত্নে। তাকে প্যাভিলিয়নের পথ ধরান তাইজুল ইসলাম। আর সাকিব আল হাসানের শিকার হয়েছিলেন ধনঞ্জয়া ডি সিলভা। তিনি ফেরেন ব্যক্তিগত ৩৩ রানে।

শেষ দিনের দ্বিতীয় সেশন শেষে শ্রীলঙ্কার সংগ্রহ ৬ উইকেটে ২০৫ রান। ক্রিজে আছেন অভিজ্ঞ দীনেশ চান্দিমাল এবং নিরোশান ডিকওয়েলা। 

চান্দিমাল ৭৮ বলে ১৪ এবং ডিকওয়েলা ৪৯ বলে ৩২ রান করে অপরাজিত আছেন। বাংলাদেশের হয়ে দ্বিতীয় ইনিংসে ৬৪ রানে ৪ উইকেট শিকার করেছেন তাইজুল ইসলাম।

এর আগে প্রথম ইনিংসে ৩৯৭ রানে অলআউট হয়েছিল শ্রীলঙ্কা। জবাবে প্রথম ইনিংসে বাংলাদেশের সংগ্রহ ছিল ৪৬৫ রান। বাংলাদেশের হয়ে সেঞ্চুরি করেছেন মুশফিকুর রহিম এবং তামিম ইকবাল।

স্পোর্টসমেইল২৪/পিপিআর


শেয়ার করুন :


আরও পড়ুন

বিতর্ক দূরে ঠেলে মুশফিকের ৮ম টেস্ট সেঞ্চুরি

বিতর্ক দূরে ঠেলে মুশফিকের ৮ম টেস্ট সেঞ্চুরি

শ্রীলঙ্কার বিপক্ষে ঢাকা টেস্টে বাংলাদেশের দল ঘোষণা

শ্রীলঙ্কার বিপক্ষে ঢাকা টেস্টে বাংলাদেশের দল ঘোষণা

শ্রীলঙ্কা টেস্ট সিরিজ থেকে ছিটকে গেলেন শরিফুল ইসলাম

শ্রীলঙ্কা টেস্ট সিরিজ থেকে ছিটকে গেলেন শরিফুল ইসলাম

অক্ষত দুই রেকর্ডে মুশফিক, ছিল ভাগ্যের ছোঁয়া

অক্ষত দুই রেকর্ডে মুশফিক, ছিল ভাগ্যের ছোঁয়া