ঢাকা টেস্টে বাংলাদেশের লজ্জাজনক পরাজয়, সিরিজ শ্রীলঙ্কার

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০২:০৩ পিএম, ২৭ মে ২০২২
ঢাকা টেস্টে বাংলাদেশের লজ্জাজনক পরাজয়, সিরিজ শ্রীলঙ্কার

দুই ম্যাচ সিরিজের চট্টগ্রাম টেস্টে ড্র করলেও ঢাকা টেস্টে বাজেভাবে হারলো বাংলাদেশ। দুই ইনিংসে ব্যাটিং ব্যর্থতার ঢাকা টেস্টে সফররত শ্রীলঙ্কার বিপক্ষে ১০ উইকেটে হারের স্বাদ পেয়েছে টাইগাররা। বাংলাদেশকে লজ্জাজক পরাজয়ের স্বাদ দিয়ে সিরিজ জয় নিশ্চিত করলো শ্রীলঙ্কা।

ঢাকা টেস্টে টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে প্রথম ইনিংসে ৩৬৫ রানে গুটিয়ে যায় বাংলাদেশ। ব্যাট হাতে ৬ ব্যাটার ফিরেন খালি হাতে। বিপরীতে শ্রীলঙ্কা প্রথম ইনিংসে ৫০৬ রান করলে ১৪১ রানে লিড পায় তারা। প্রথম ইনিংসের ন্যায় ইনিংসের ব্যাটিং ব্যর্থতার পরিচয় দেয় বাংলাদেশ।

টাইগাররা ১৬৯ রানে গুটিয়ে গেলে জয়ের জন্য শ্রীলঙ্কার লক্ষ্য দাঁড়ায় মাত্র ২৯ রান। যা বিনা উইকেটেই জয়ের বন্দরে পৌঁছে যায় লঙ্কানরা।

প্রথম ইনিংসে মুশফিকুর রহিম-লিটন দাসের সেঞ্চুরিতে ৩৬৫ রানের সংগ্রহ পায়। বিপরীতে শ্রীলঙ্কার প্রথম ইনিংসে সেঞ্চুরির দেখা পান অ্যাঞ্জেলো ম্যাথিউস এবং দীনেশ চান্দিমাল। এই দুই সেঞ্চুরিতে ভর করে ৫০৬ রানের সংগ্রহ পায় লঙ্কানরা। এতেই ১৪১ রানের লিড পায় সফরকারীরা।

দ্বিতীয় ইনিংসেও বাংলাদেশের টপ অর্ডারদের একই পরিণতি। স্কোরবোর্ডে ২৩ রান তুলতেই ৪ উইকেট হারিয়ে বসে বাংলাদেশ। সাকিব-লিটনের ১০৩ রানের জুটিতে লিড পায় বাংলাদেশ।

মধ্যাহ্ন বিরতির পর এই দুই ব্যাটারের বিদায়ে বাংলাদেশের ব্যাটিং লাইনআপে দেখা মিলে দ্বিতীয় ধস। এই দুই ব্যাটারের বিদায়ের পর স্কোরবোর্ডে ৬ রান তুলতেই অলআউট হয়ে যায় বাংলাদেশ। শেষ পর্যন্ত ২৮ রানের লিড পায় টাইগাররা।

২৯ রানের লক্ষ্যে খেলতে নেমে মাত্র ১৬ মিনিটে ৩ ওভার ব্যাটিং করে জয়ের বন্দরে পৌঁছে যায় শ্রীলঙ্কা। ম্যাচ সেরা নির্বাচিত হন দারুণ বোলিং করা আসিথা ফার্নান্দো। সফরকারীদের হয়ে দুই ম্যাচেই সেঞ্চুরি হাঁকানো অ্যাঞ্জেলো ম্যাথিউস হন সিরিজসেরা।

স্পোর্টসমেইল২৪/পিপিআর 


শেয়ার করুন :


আরও পড়ুন

টেস্টে তৃতীয় দ্রুততম দুই হাজারি লিটন দাস

টেস্টে তৃতীয় দ্রুততম দুই হাজারি লিটন দাস

বিশ্ব স্পিনারদের মাঝে সেরা দশে সাকিব

বিশ্ব স্পিনারদের মাঝে সেরা দশে সাকিব

দুই ইনিংসেই তামিমের ডাক, ক্যারিয়ারে প্রথম

দুই ইনিংসেই তামিমের ডাক, ক্যারিয়ারে প্রথম

ঢাকার মাঠে ম্যাথিউস-চান্দিমালের জোড়া শতক

ঢাকার মাঠে ম্যাথিউস-চান্দিমালের জোড়া শতক