পদ্মা সেতুর নামে বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ টেস্ট সিরিজ

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৭:২৪ পিএম, ১৫ জুন ২০২২
পদ্মা সেতুর নামে বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ টেস্ট সিরিজ

বহুল প্রতীক্ষিত পদ্মা সেতু এখন স্বপ্ন নয়, বাস্তব। স্বপ্নের এই সেতু এখন দৃষ্টিসীমার দিগন্তজুড়ে দাঁড়িয়ে। চলতি বছরের ২৫ জুন ৬.১৫ কিলোমিটারের এই সেতুর উদ্বোধন হবে। বিশ্ব দরবারে পদ্মাসেতুর নাম তুলে ধরতে ওয়েস্ট ইন্ডিজ-বাংলাদেশ টেস্ট সিরিজের নামকরণ করা হচ্ছে পদ্মা সেতুর নামে। 

বৃহস্পতিবার (১৬ জুন) থেকে শুরু হতে যাওয়া বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ টেস্ট সিরিজে স্পনসর হিসেবে থাকছে বাংলাদেশি প্রতিষ্ঠান ওয়ালটন। সিরিজের আনুষ্ঠানিক নাম ‘পদ্মা ব্রিজ ড্রিম ফুলফিলড ফ্রেন্ডশিপ টেস্ট সিরিজ প্রেজেন্টেড বাই ওয়ালটন।’

টেস্ট সিরিজের অফিসিয়াল লোগোতেও তাই রাখা হয়েছে পদ্মা সেতুর ছবি। ক্রিকেট বলের ঠিক উপরেই থাকবে এই সেতুর প্রতিকৃতি।

বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে ওয়েস্ট ইন্ডিজ বাংলাদেশের দুই ম্যাচের টেস্ট সিরিজ। অ্যান্টিগার স্যার ভিভিয়ান রিচার্ডস স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে প্রথম টেস্ট। সেন্ট লুসিয়ায় দ্বিতীয় টেস্ট শুরু ২৪ জুন।

মমিনুল হকের দায়িত্ব ছাড়ার পর সাকিব আল হাসানের অধীনে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজে খেলতে নামবে বাংলাদেশ। ইনজুরির কারণে এই সিরিজে খেলতে পারবেন না পেসার তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম ও ব্যাটার ইয়াসির আলি রাব্বি।

ওয়েস্ট ইন্ডিজ সফরে দুই টেস্টের পাশাপাশি তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলবে বাংলাদেশ। টেস্ট সিরিজের পরপরই অনুষ্ঠিত হবে সীমিত ওভারের এই দুই সিরিজ।

স্পোর্টসমেইল২৪/পিপিআর


শেয়ার করুন :


আরও পড়ুন

বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ লাইভ: শেষ মুহূর্তের মিরাকলের আশা

বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ লাইভ: শেষ মুহূর্তের মিরাকলের আশা

ক্যারিবীয় দ্বীপপুঞ্জে যেসব ব্যক্তিগত মাইলফলকের সামনে তামিম

ক্যারিবীয় দ্বীপপুঞ্জে যেসব ব্যক্তিগত মাইলফলকের সামনে তামিম

টেস্ট সিরিজ থেকে ছিটকে গেলেন রাব্বি

টেস্ট সিরিজ থেকে ছিটকে গেলেন রাব্বি

দুর্ভাগা তো বটেই, এটা জীবনেরও অংশ: সাইফউদ্দিন

দুর্ভাগা তো বটেই, এটা জীবনেরও অংশ: সাইফউদ্দিন