ঘারের ব্যথা নিয়েও খেলতে চান ওয়ার্নার

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১০:২১ এএম, ২২ নভেম্বর ২০১৭
ঘারের ব্যথা নিয়েও খেলতে চান ওয়ার্নার

ব্রিজবেনের গাব্বায় বৃহস্পতিবার প্রথম ম্যাচ দিয়ে শুরু হচ্ছে অস্ট্রেলিয়া-ইংল্যান্ডের মধ্যকার পাঁচ টেস্টের অ্যাশেজ সিরিজ। এমন সময়ে ঘাড়ে ব্যথা পেয়েছেন ওপেনার ডেভিড ওয়ার্নার। তবে ঘারের ব্যথা নিয়েই খেলার আশা প্রকাশ করেছেন অস্ট্রেলিয়ার এ ওপেনার।

আজ (মঙ্গলবার) গ্যাবায় অনুশীলন করার সময় দৌড়ে ক্যাচ নিতে গিয়ে ঘাড়ে ব্যথা পান তিনি। সঙ্গে সঙ্গেই মাঠ ছাড়তে হয় মারকুটে এ ওপেনারকে। শুশ্রুষা দেয়া হলেও চোট কতটা গুরুতর, এখনও জানা যায়নি।

নিজের চোট নিয়ে ওয়ার্নার বলেন, আমার ঘাড়টা একদম শক্ত হয়ে আছে। আমি উপরের একটি বল তাড়া করছিলাম, হঠাৎ ঘাড়টা টনটন করে উঠে। আমি আপাতত ফিজিওর চিকিৎসা নিয়েছি। আশা করছি ২৪ কিংবা ৪৮ ঘণ্টার মধ্যে সব ঠিক হয়ে যাবে।

ওয়ার্নারের আশা গ্যাবায় প্রথম টেস্টটা খেলতে পারবেন। বলেন, আমি চেষ্টা করব। আগামীকাল (বুধবার) মাঠে নামার (অনুশীলন) চেষ্টা করব। আমার টেকনিক নিয়ে কিছু কাজ করতে হবে। কিছুটা যন্ত্রণা আছে। এমন কখনও হয়নি আমার।

‌‘আমি অনুশীলন করতে চাই। মনে হয় না, একটা ঘাড়ে ব্যথা আমাকে ছিটকে ফেলতে পারবে’ বলেন তিনি।

পাঁচ ম্যাচ টেস্ট সিরিজের সূচি:
১ম টেস্ট: ২৩-২৭ নভেম্বর, গাব্বা, ব্রিজবেন
২য় টেস্ট: ২-৬ ডিসেম্বর,এডিলেড, ওভাল(দিবা-রাত্রি)
৩য় টেস্ট: ১৪-১৮ ডিসেম্বর, ডব্লুএসিএ, পার্থ
৪র্থ টেস্ট: ২৬-৩০ ডিসেম্বর, মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ড
৫ম টেস্ট: ৪-৮ জানুয়ারী, সিডনি ক্রিকেট গ্রাউন্ড।


শেয়ার করুন :


আরও পড়ুন

টাইগারদের অন্তর্বর্তীকালীন কোচ সুজন

টাইগারদের অন্তর্বর্তীকালীন কোচ সুজন

‘এখন আর গেম চেঞ্জার নয় ধোনি’

‘এখন আর গেম চেঞ্জার নয় ধোনি’

দ্বিতীয় টেস্টে ভারত দলে রদবদল

দ্বিতীয় টেস্টে ভারত দলে রদবদল

জরিমানার কবলে সাকিব-হাসান

জরিমানার কবলে সাকিব-হাসান