ইংল্যান্ডের বিপক্ষে রাবাদার খেলা নিয়ে শঙ্কা

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১১:১৮ এএম, ০৯ আগস্ট ২০২২
ইংল্যান্ডের বিপক্ষে রাবাদার খেলা নিয়ে শঙ্কা

সব ফরম্যাটেই দক্ষিণ আফ্রিকার বোলিং আক্রমণের অন্যতম ভরসা পেসার কাগিসো রাবাদা। তবে ইংল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের টেস্ট সিরিজের প্রথম ম্যাচে ইনজুরিতে এই পেসারের খেলা নিয়ে দেখা দিয়েছে শঙ্কা। 

ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজে ওয়ার্কলোড বিবেচনায় রাবাদাকে খেলায়নি দক্ষিণ আফ্রিকা। টি-টোয়েন্টি সিরিজের প্রথম দুই ম্যাচে একাদশে থাকলেও, ছন্দে ছিলেন না। তাই শেষ ম্যাচে আবারও বিশ্রাম দেওয়া হয় তাকে। 

এরপরই গোড়ালির চোটে পড়েন রাবাদা। যে কারণে আয়ারল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে তাকে পায়নি দক্ষিণ আফ্রিকা। এদিকে ১৭ আগস্ট ইংলিশদের বিপক্ষে সিরিজের প্রথম টেস্টে মাঠে নামবে দক্ষিণ আফ্রিকা।

ওই ম্যাচে রাবাদাকে পাবেন কিনা নিশ্চিত নন আফ্রিকান অধিনায়ক ডিন এলগার। তবে যেভাবেই হোক ইংলিশদের বিপক্ষে ফিট রাবাদাকেই চান তিনি।

বাংলাদেশের টেস্ট নিয়ে পিটারসেনের 'ভয়ঙ্কর' বার্তা

এলগার বলেন, "এখন পর্যন্ত ফিট হতে যা দরকার সে সেটাই করছে। এখনও আমি হ্যাঁ বা না বলতে পারছি না, কেননা প্রথম টেস্ট শুরু হতে এখনও ৮-৯ বাকি আছে। তবে এই টেস্টের আগে আমরা তাকে ফিট হিসেবেই চাই।"

তবে ম্যাচ খেলার আগে অনুশীলনে কেমন করে সেটাও দেখার বিষয় বলে মনে করেন এলগার। তাছাড়া রাবাদার ওয়ার্কলোডও ভাবাচ্ছে আফ্রিকান অধিনায়ককে। 

sportsmail24

'আমরা এখানে ক্যাম্প শুরু করার পরই সে বোলিং শুরু করে। অবশ্যই ওয়ার্কলোড একটা বড় ব্যাপার, সম্ভবত সবচেয়ে চিন্তার বিষয়। সে একটা টেস্ট ম্যাচ কীভাবে খেলতে পারে, দিনে কয় ওভার বোলিং করতে পারে এটা দেখার বিষয়' যোগ করেন এলগার। 

ইংলিশদের বিপক্ষে এখন পর্যন্ত ৯টি টেস্ট খেলেছেন রাবাদা। যেখানে ২৫.৮০ গড়ে ৫২ উইকেট নিয়েছেন এই ডানহাতি আফ্রিকান পেসার। ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচে তিনবার নিয়েছেন পাঁচ উইকেট ও ১০ উইকেট একবার। 

 স্পোর্টসমেইল২৪/এসকেডি 


শেয়ার করুন :


আরও পড়ুন

কেন নয়? অধিনায়ক হতে চান কিনা প্রশ্নে হার্দিক

কেন নয়? অধিনায়ক হতে চান কিনা প্রশ্নে হার্দিক

বিপিএলের সময় আরব আমিরাত লিগে খেলবেন রাসেল-মঈন- হাসারাঙ্গা

বিপিএলের সময় আরব আমিরাত লিগে খেলবেন রাসেল-মঈন- হাসারাঙ্গা

মাঠে ফিরছেন সাইফউদ্দিন, অজানা এশিয়া কাপ ভাগ্য

মাঠে ফিরছেন সাইফউদ্দিন, অজানা এশিয়া কাপ ভাগ্য

এশিয়া কাপ খেলবেন না জাসপ্রিত বুমরাহ

এশিয়া কাপ খেলবেন না জাসপ্রিত বুমরাহ