১১১ রানে অলআউট হয়ে ফলো-অনে ওয়েস্ট ইন্ডিজ

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১১:০৫ এএম, ০২ ডিসেম্বর ২০১৮
১১১ রানে অলআউট হয়ে ফলো-অনে ওয়েস্ট ইন্ডিজ

ঢাকা টেস্টে সফরকারী ওয়েস্ট ইন্ডিজকে প্রথম ইনিংসে ১১১ রানে অলআউট করে দিয়েছে স্বাগতিক বাংলাদেশ। ফলে ফলো-অনে পড়লো ক্যারিবীয়রা। তাই ম্যাচের তৃতীয় ইনিংসেই ব্যাট হাতে নামলো ওয়েস্ট ইন্ডিজ। প্রথম ইনিংস থেকে ৩৯৭ রানের লিড পেয়েছে সাকিবের দল।

ওয়েস্ট ইন্ডিজের পক্ষে অধিনায়ক ক্রেইগ ব্রাফেট শূন্য, সুনীল অ্যামব্রিস ৭, কাইরেন পাওয়েল ৪, শাই হোপ ১০, রোস্টন চেজ শূন্য, শিমরোন হেটমায়ার ৩৯, শেন ডওরিচ ৩৭, দেবেন্দ্র বিশু ১, কেমার রোচ ১, জোমেল ওয়ারিকান অপরাজিত ৫ ও শিরমোন লুইস শূন্য রান করেন। বাংলাদেশের মেহেদি হাসান মিরাজ ৭টি ও সাকিব আল হাসান ৩টি উইকেট নেন।

এর আগে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বাংলাদেশের সর্বোচ্চ দলীয় সংগ্রহ করে। সব কয়টি উইকেট হারিয়ে বাংলাদেশের সংগ্রহ দাঁড়ায় ৫৫৬ রান।

২০১২ সালে এ মিরপুরের ভেন্যুতেই নাঈম ইসলামের ১০৮, নাসির হোসেনের ৯৬, সাকিব আল হাসানের ৮৯ ও তামিম ইকবালের ৭২ রানের সুবাদে নিজেদের প্রথম ইনিংসে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে নিজেদের সর্বোচ্চ দলীয় সংগ্রহ দাঁড় করায় বাংলাদেশ।

টেস্ট ক্রিকেটে বাংলাদেশের সর্বোচ্চ দলীয় সংগ্রহ ৬৩৮ রান। ২০১৩ সালে গল টেস্টে মুশফিকুর রহিমের ২০০, মোহাম্মদ আশরাফুলের ১৯০ ও নাসির হোসেনের ১০০ রানের সুবাদে ৬৩৮ রান তুলে অলআউট হয় বাংলাদেশ।

সংক্ষিপ্ত স্কোর
বাংলাদেশ : ৫০৮ (সাকিব ৮০, মাহমুদউল্লাহ ১৩৬, লিটন ৫৪, মিরাজ ১৮, তাইজুল ২৬, নাঈম ১২*; রোচ ২৫-৪-৬১-১, লুইস ২০-২-৬৯-১, ওয়ারিক্যান ৩৮-৫-৯১-২, বিশু ২৮-১-১০৯-২, ব্র্যাথওয়েট ১৫-০-৫৭-২)।

ওয়েস্ট ইন্ডিজ : ৩৬.৪ ওভারে ১১১ (হেটমায়ার ৩৯, ডাওরিচ ৩৭, বিশু ১, রোচ ১, ওয়ারিক্যান ৫*, লুইস ০; সাকিব ১৫.৪-৪-২৭-৩, মিরাজ ১৬-১-৫৮-৭, নাঈম ৩-০-৯-০, তাইজুল ১-০-১০-০, মাহমুদউল্লাহ ১-১-০-০)।


শেয়ার করুন :


আরও পড়ুন

ব্যাটিংয়ে সাফল্যের পর বোলিংয়েও চমক বাংলাদেশের

ব্যাটিংয়ে সাফল্যের পর বোলিংয়েও চমক বাংলাদেশের

সাকিবের অনুপ্রেরণামূলক বার্তা থেকেই সাফল্য 

সাকিবের অনুপ্রেরণামূলক বার্তা থেকেই সাফল্য 

১২৮ বছর পর ক্রিকেটে আবারও এমন ইতিহাস

১২৮ বছর পর ক্রিকেটে আবারও এমন ইতিহাস

৫০৮ রানে থামলো বাংলাদেশ

৫০৮ রানে থামলো বাংলাদেশ