ব্যাটসম্যানরা পারলেও প্রস্তুতি বঞ্চিত হলেন বোলাররা

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১২:১৬ পিএম, ২৪ ফেব্রুয়ারি ২০১৯
ব্যাটসম্যানরা পারলেও প্রস্তুতি বঞ্চিত হলেন বোলাররা

নিউজিল্যান্ড একাদশের বিপক্ষে টেস্টের আগের বাংলাদেশের একমাত্র প্রস্তুতি ম্যাচটি ড্র ঘোষণা করা হয়েছে। কারণ বৃষ্টি। ফলে প্রথম দিনে ব্যাট করে ৪১১ রান করে ব্যাটসম্যানরা প্রস্তুতি ভালোভাবেই সারলেও বঞ্চিত হয়েছে বোলাররা।

দ্বিতীয় দিনের খেলায় স্বাগতিকদের ব্যাটিংয়ে পাঠায় বাংলাদেশ। কিন্তু দিনের প্রথম সেশনে মাত্র ১২ ওভার বোলিং করতেই বৃষ্টি নামে। প্রায় দুই ঘণ্টা অপেক্ষা শেষে ম্যাচটির ইতি টানার সিদ্ধান্ত নেয় ম্যাচ রেফারি। ফলে প্রস্তুতি অসম্পন্ন রয়ে যায় রুবেল-মোস্তাফিজতের।

ভালো ব্যাটিং শেষে দ্বিতীয় দিন বোলিংটাও ভালোই শুরু করেছিল বাংলাদেশ। দিনের চতুর্থ বলেই নিউজিল্যান্ড একাদশের ওপেনার জেজেএনপি ভুলার উইকেট তুলে নেয় বাংলাদেশ। ভুলাকে শূন্য রানে ফিরিয়ে শুভ সূচনা করেন মোস্তাফিজ।

৩২ বলে ৪৩ রানে ব্যাটিং করা বিধ্বংসী ডানহাতি ব্যাটসম্যান ওপেনার ফ্লেচারকে সরাসরি বোল্ড করেন তরুণ পেসার এবাদত হোসেন। দুই উইকেটে ৫৭ রান করে নিউজিল্যান্ড একাদশ। ইনিংসের ১২ ওভার শেষে বৃষ্টি হানা দিলে দুই ঘণ্টা পর ম্যাচটি ড্র ঘোষণা করা হয়।

এর আগে লিঙ্কনের বার্ট সাটক্লিফ ওভালে নিউজিল্যান্ড একাদশের বিপক্ষে টসে জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। উদ্বোধনী জুটিতে ১১৩ রান যোগ করেন তামিম ইকবাল ও সাদমান ইসলাম। ৫ চার ও ১ ছয়ের মারে ৮৩ বলে ৪৫ রানে আউট হন তামিম।

ব্যাট হাতে নিজের ফিফটি তুলে নেন সাদমান। দলীয় ১২০ রানের মাথায় আউট হওয়ার আগে ১১৩ বলে ৯ চারের মারে ৬৭ রান করেন তিনি। মুমিনুল ফেরেন ২০ রানে। এরপরের চার ব্যাটসম্যান আউট না হয়েও স্বেচ্ছায় ফেরেন সাজঘরে।

তাদের মধ্যে লিটন দাশ ৯১ বলে ৬ চারে ৬২, সৌম্য সরকার ৭৫ বলে ৬ চারে ৪১, অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ ৬০ বলে ৮ চার ও ১ ছয়ে ৫৯ এবং মেহেদি হাসান মিরাজ ৬৭ বলে ৬ চার ও ২ ছয়ে ৫১ রান করেন।

নিচের সারির ব্যাটসম্যানদের মধ্যে তাইজুল ইসলাম ১৪, নাঈম হাসান ১২ এবং আবু জায়েদ রাহী ২৩ রান করে আউট হন। দিন শেষে ৯৬.১ ওভারে ৬ উইকেট হারিয়ে ৪১১ রান সংগ্রহ করে বাংলাদেশ।

সংক্ষিপ্ত স্কোর
বাংলাদেশ : ৪১১/৬ (৯৬.৩ ওভার)
নিউজিল্যান্ড একাদশ : ৫৭/২ (১২ ওভার)।


শেয়ার করুন :


আরও পড়ুন

প্রথম টেস্টে মুশফিকের খেলা এখনও অনিশ্চিত

প্রথম টেস্টে মুশফিকের খেলা এখনও অনিশ্চিত

প্রস্তুতি ম্যাচে চারজনের অর্ধশত

প্রস্তুতি ম্যাচে চারজনের অর্ধশত

বাংলাদেশের বিপক্ষে নিউজিল্যান্ডের টেস্ট দল ঘোষণা

বাংলাদেশের বিপক্ষে নিউজিল্যান্ডের টেস্ট দল ঘোষণা

প্রস্তুতি ম্যাচে বাংলাদেশের ৪০০ রান অতিক্রম

প্রস্তুতি ম্যাচে বাংলাদেশের ৪০০ রান অতিক্রম