বাংলাদেশের বিপক্ষে নিউজিল্যান্ডের টেস্ট দল ঘোষণা

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৩:০৯ পিএম, ২২ ফেব্রুয়ারি ২০১৯
বাংলাদেশের বিপক্ষে নিউজিল্যান্ডের টেস্ট দল ঘোষণা

বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচ টেস্ট সিরিজকে সামনে রেখে ১৩ সদস্যের দল ঘোষণা করেছে নিউজিল্যান্ড। দলে ডাক পেয়েছেন অভিষেকের অপেক্ষায় থাকা উইল ইয়ং এবং বাদ পড়েছেন বাঁহাতি স্পিনার এজাজ প্যাটেল।

আগামী বৃহস্পতিবার হ্যামিল্টনে শুরু হবে প্রথম টেস্ট। পরের দুটি টেস্ট হবে ওয়েলিংটন ও ক্রাইস্টচার্চে। আগামী ২৮ ফেব্রুয়ারি হ্যামিল্টনের সেডন পার্কে শুরু হবে প্রথম টেস্ট। ওয়েলিংটন ও ক্রাইস্টচার্চে পরের দুই টেস্ট শুরু হবে যথাক্রমে ৮ ও ১৬ মার্চ।

নিউজিল্যান্ড টেস্ট দলে মূলত বাঁহাতি স্পিনার আজাজ প্যাটেলের পরিবর্তে অ্যাস্টল দলে জায়গা পেয়েছেন। ২০১২ সালে অভিষেকের পর থেকে এ পর্যন্ত মাত্র তিন টেস্ট খেলেছেন ৩২ বছর বয়সী স্পিনার। সর্বশেষ টেস্ট তিনি খেলেন গত বছর অকল্যান্ডে ইংল্যান্ডের বিপক্ষে।

নিউজিল্যান্ড টেস্ট দল:
কেন উইলিয়ামসন (অধিনায়ক), টড অ্যাস্টল, ট্রেন্ট বোল্ট, কলিন ডি গ্র্যান্ডহোম, ম্যাট হেনরি, টম ল্যাথাম, হেনরি নিকোলস, জিত রাভাল, টিম সাউদি, রস টেইলর, নিল ওয়েগনার, বিজে ওয়াটলিং, উইল ইয়ং।

বাংলাদেশ টেস্ট দল:
মাহমুদউল্লাহ (সম্ভাব্য অধিনায়ক), তামিম ইকবাল, সাদমান ইসলাম, মুমিনুল হক, মোহাম্মদ মিঠুন, মুশফিকুর রহিম, লিটন দাস, সৌম্য সরকার, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, মোস্তাফিজুর রহমান, আবু জায়েদ, সৈয়দ খালেদ আহমেদ, নাঈম হাসান ও ইবাদত হোসেন।


শেয়ার করুন :


আরও পড়ুন

দেশে ফিরছেন মাশরাফিরা

দেশে ফিরছেন মাশরাফিরা

টেস্ট একাদশে থাকতে পারেন সৌম্য

টেস্ট একাদশে থাকতে পারেন সৌম্য

শীর্ষ পাঁচে আছেন সাব্বির-মিঠুন

শীর্ষ পাঁচে আছেন সাব্বির-মিঠুন

সাইফুদ্দিনের দুঃখ প্রকাশ

সাইফুদ্দিনের দুঃখ প্রকাশ