মোস্তাফিজকে নিয়ে আলাদাভাবে ভাবছেন ওয়ালশ

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৫:২৬ পিএম, ২৫ ফেব্রুয়ারি ২০১৯
মোস্তাফিজকে নিয়ে আলাদাভাবে ভাবছেন ওয়ালশ

ফাইল ছবি

নিউজিল্যান্ডের বিপক্ষে আগামী ২৮ ফেব্রুয়ারী থেকে শুরু হতে যাওয়া টেস্টে টাইগার পেসার মোস্তাফিজকে নিয়ে আলাদাভাবে ভাবছেন বাংলাদেশের বোলিং কোচ কোর্টনি ওয়ালশ। বিশ্বকাপকে সামনে রেখে নিউজিল্যানের বিপক্ষে তিনটি টেস্টে তাকে খেলানো হবে কি না, তা পর্যবেক্ষণ করছেন দেশের এ বোলিং কোচ।

কোর্টনি ওয়ালশ বলেন ‘‘আমাদের চেষ্টা করে যেতে হবে মোস্তাফিজ যেন সুস্থ ও ঝরঝরে অবস্থায় থাকে। নিউজিল্যান্ড সফরে নির্বাচকেরা মোস্তাফিজকে দিয়ে কয়টা টেস্ট খেলাতে চান, এটা কিন্তু গুরুত্বপূর্ণ প্রশ্ন। তাঁর ওয়ার্ক লোড মনিটর করতে হবে। তাঁকেও নিজের সমস্যার কথা বলতে হবে। আমাদের ভেবে দেখতে হবে কী ধরনের উইকেট ওর বোলিংয়ের সঙ্গে যায়।’’
তবে বিশ্বকাপের আগে মোস্তাফিজকে ঝরঝরে রাখতে নিউজিল্যান্ডে মোস্তাফিজের তিন টেস্ট খেলাটা কঠিন হবে বলেই মনে করেন ওয়ালশ,‘‘আমি যেটা মনে করি, মোস্তাফিজের জন্য তিন টেস্ট খেলাটা বেশ কঠিন।’’

আগামী বৃহস্পতিবার হ্যামিল্টনে শুরু হবে প্রথম টেস্ট। পরের দুটি টেস্ট হবে ওয়েলিংটন ও ক্রাইস্টচার্চে। আগামী ২৮ ফেব্রুয়ারি হ্যামিল্টনের সেডন পার্কে শুরু হবে প্রথম টেস্ট। ওয়েলিংটন ও ক্রাইস্টচার্চে পরের দুই টেস্ট শুরু হবে যথাক্রমে ৮ ও ১৬ মার্চ।

নিউজিল্যান্ডে বিপক্ষে ইতোমধ্যে তিন ম্যাচ সিরিজে তিনটিতে হেরে যায় বাংলাদেশ। ফলে অন্তত টেস্টে ভালো করে ওয়ানডের হোয়াটওয়াশের লজ্জা ঘুচাতে মরিয়া বাংলাদেশ। কিন্তু আসন্ন তিনটি টেস্ট ম্যাচে যদি মোস্তাফিজকে না খেলানো হয়, তাহলে বোলার সঙ্কটে পড়তে পারে টাইগাররা।


শেয়ার করুন :


আরও পড়ুন

মোস্তাফিজ-রাহীদের জন্য ওয়ালাশের বার্তা

মোস্তাফিজ-রাহীদের জন্য ওয়ালাশের বার্তা

ব্যাটসম্যানরা পারলেও প্রস্তুতি বঞ্চিত হলেন বোলাররা

ব্যাটসম্যানরা পারলেও প্রস্তুতি বঞ্চিত হলেন বোলাররা

প্রস্তুতি ম্যাচে চারজনের অর্ধশত

প্রস্তুতি ম্যাচে চারজনের অর্ধশত

প্রথম টেস্টে মুশফিকের খেলা এখনও অনিশ্চিত

প্রথম টেস্টে মুশফিকের খেলা এখনও অনিশ্চিত