টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজন করতে চায় ‘করোনা ‍মুক্ত’ নিউজিল্যান্ড

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০১:৪৪ এএম, ১৮ জুন ২০২০
টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজন করতে চায় ‘করোনা ‍মুক্ত’ নিউজিল্যান্ড

করোনার প্রাদুর্ভাবে ঝুলে আছে অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিতব্য টি-টোয়েন্টি বিশ্বকাপের ভাগ্য। দফায় দফায় বৈঠক করে ও সময় নিয়েও কোন সিদ্ধান্ত নিতে পারেনি ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। সময়ের সাথে সাথে শঙ্কা বাড়ছে টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজন নিয়ে।

করোনা শঙ্কার সাথে যোগ দিয়েছে ক্রিকেট অস্ট্রেলিয়ার প্রধান কর্তাদের মন্তব্য। এর আগে অ্যান্ডি রবার্টস বিশ্বকাপ না হওয়ার সম্ভাবনার কথা জানানোর পর এবার মুখ খুলেছেন ক্রিকেট অস্ট্রেলিয়ার চেয়ারময়ান আর্ল এডিংস।

তিনি জানিয়েছেন, ‘এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে টি-টোয়েন্টি বিশ্বকাপ বাতিল বা স্থগিত করা হয়নি। তবে বিশ্বব্যাপী করোনাভাইরাস মহামারির মাঝে এই বছর অস্ট্রেলিয়ায় টি-টোয়েন্টি বিশ্বকাপের মঞ্চায়ন অবাস্তব মনে হচ্ছে।’

অস্ট্রেলিয়াসহ বেশিরভাগ দেশেই এখনও করোনা নিয়ন্ত্রণে আসেনি। এদিকে নিজেদের করোনামুক্ত দেশ হিসেবে স্বীকৃতি দিয়েছে নিউজিল্যান্ড সরকার। তাই তো আইসিসি চাইলে অস্ট্রেলিয়ার পরিবর্তে টি-টোয়েন্টি বিশ্বকাপের আয়োজক হতে চায় নিউজিল্যান্ড।

টি-টোয়েন্টি বিশ্বকাপের আয়োজক হওয়ার ব্যাপারে সংবাদ সংস্থা এএনআই কে নিউজিল্যান্ডের ক্রীড়ামন্ত্রী গ্র্যান্ট রবার্টসন বলেন, এই সিদ্ধান্ত পুরোপুরি আইসিসির। বছরের শুরুতে বেশ সফলতার সাথে নারী বিশ্বকাপ আয়োজন করেছে অস্ট্রেলিয়া। আমি নিশ্চিত সবাই আশাবাদী যে পুরুষদের বিশ্বকাপও পরিকল্পনা অনুযায়ী হবে।

টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজনের সিদ্ধান্ত আইসিসির হাতে। তবে নিউজিল্যান্ড আপাতত আগামী বছরের নারী বিশ্বকাপ আয়োজনের প্রস্তুতি নিচ্ছে। তিনি বলেন, নিউজিল্যান্ড আপাতত আগামী বছর আইসিসি নারী বিশ্বকাপের দলগুলোকে আতিথিয়েতা দেওয়ার অপেক্ষায় আছে।

নিরপেক্ষ ভেন্যু হিসেবে নিউজিল্যান্ড দ্বিপাক্ষিক সিরিজ আয়োজন করা যায় বলে চারিদিকে আলোচনা চলছে। এ ব্যাপারে তিনি বলেন, এ সময় নিউজিল্যান্ডের সীমানাগুলো বহিরাগতদের অনুপ্রবেশে নিষেধাজ্ঞা অব্যাহত আছে। সুতরাং এ সময়ে নিউজিল্যান্ডে অন্য দেশ কর্তৃক কোন খেলাধুলা আয়োজন সম্ভব হচ্ছে না। গ্রীষ্মের মৌসুমে আবারও ক্রিকেট শুরু হবে। নিঃসন্দেহে কিছু আগ্রহী খেলোয়াড় ইতোমধ্যে অনুশীলন শুরু করেছে।

[sportsmail24.com এর ওয়েবসাইট এখন sportsmail.com.bd ঠিকানাতেও ব্রাউজ করে পড়তে পারবেন। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস থেকেও খেলাধুলার সকল নিউজ পড়তে পারবেন। ইনস্ট্রল করুন স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস ]


শেয়ার করুন :


আরও পড়ুন

চলতি বছর টি-টোয়েন্টি বিশ্বকাপ ‘অসম্ভব’ : ক্রিকেট অস্ট্রেলিয়া

চলতি বছর টি-টোয়েন্টি বিশ্বকাপ ‘অসম্ভব’ : ক্রিকেট অস্ট্রেলিয়া

টি-টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে সিদ্ধান্ত জুলাইয়ে : আইসিসি

টি-টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে সিদ্ধান্ত জুলাইয়ে : আইসিসি

বিশ্বকাপ না হলে ভারতের আইপিএল আয়োজনের অধিকার আছে : হোল্ডিং

বিশ্বকাপ না হলে ভারতের আইপিএল আয়োজনের অধিকার আছে : হোল্ডিং

বিশ্বকাপ দেরিতে শুরু হলে আমাদের জন্য লাভ : রিয়াদ

বিশ্বকাপ দেরিতে শুরু হলে আমাদের জন্য লাভ : রিয়াদ