টিকিটের টাকা ফেরত পাচ্ছেন পিএসএলের দর্শকরা

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৫:৫৪ এএম, ১১ জুলাই ২০২০
টিকিটের টাকা ফেরত পাচ্ছেন পিএসএলের দর্শকরা

২০০৯ সালে নিজ দেশে আন্তর্জাতিক ক্রিকেট আয়োজনে নিষেধাজ্ঞা পড়ে পাকিস্তান। তারপর থেকে নিজ দেশে ক্রিকেট ফেরাতে আপ্রাণ চেষ্টা চালিয়ে গেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। তাদের এই আপ্রাণ চেষ্টার ফলও পেয়েছে তারা। ইতোমধ্যেই ঘরের মাঠে ক্রিকেট ফেরাতে সক্ষম হয়েছে তারা।

তার জ্বলন্ত উদাহরণ অবশ্য পাকিস্তানের মাটিতে বাংলাদেশ ও শ্রীলঙ্কার সফর করা। আন্তর্জাতিক ক্রিকেট ফেরানোর পাশাপাশি পাকিস্তান সুপার লিগকে (পিএসএল) নিজেদের ডেরায় ফিরিয়েছে পিসিবি। পাকিস্তানের মাটিতে যে ক্রিকেট খরা চলছিল তাতে এক পশলা বৃষ্টি ছেঁয়ে দিছে পিএসএল।

তাতে বেশ তৃপ্ত পাকিস্তানের ক্রিকেট দর্শকরা। তবে সে তৃপ্ততা দীর্ঘস্থায়ী হতে দেয়নি প্রাণঘাতী করোনাভাইরাস। করোনার জেরে মার্চের মাঝামাঝিতে স্থগিত করা হয় পাকিস্তান সুপার লিগের (পিএসএল) পঞ্চম আসরের শেষ দিকের ম্যাচগুলো। স্থগিত করার আগে অবশ্য দর্শকশূন্য মাঠেও ম্যাচ আয়োজন করেছিল টুর্নামেন্ট কর্তৃপক্ষ।

তাতে টিকিট কেনা দর্শকরা বেশ ক্ষতিগ্রস্ত হয়েছেন। আর্থিক ক্ষতির পাশাপাশি ম্যাচ দেখতে না পারার আক্ষেপ রয়ে গেছে দর্শকদের মাঝে। তবে অগ্রীম টিকিট কিনে যারা খেলা দেখতে পারেনি তাদেরকে টাকা ফেরত দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে পিসিবি। পিএসএলের ভাগ্য এখনও ঝুলে থাকলেও তাদের টাকা ফিরিয়ে দেওয়ার আশ্বাস বাস্তবে রুপান্তর করতে যাচ্ছে পিসিবি।

দুই ধাপে টিকিটের টাকা বুঝে পাবেন দর্শকরা। প্রথম ধাপে ক্লোজ ডোরে আয়োজিত ম্যাচের দর্শকদের টাকা আর দ্বিতীয়ত প্লে -অফ ম্যাচের টিকিটের টাকা। জানা গেছে, স্থানীয় কুরিয়ার সার্ভিসের মাধ্যমে দর্শকদের টাকা পৌঁছে দিতে অন্তত ১০ দিন সময় লাগবে।

[sportsmail24.com এর ওয়েবসাইট এখন sportsmail.com.bd ঠিকানাতেও ব্রাউজ করে পড়তে পারবেন। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস থেকেও খেলাধুলার সকল নিউজ পড়তে পারবেন। ইনস্ট্রল করুন স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস ]


শেয়ার করুন :


আরও পড়ুন

স্থগিত টুর্নামেন্ট দিয়ে শ্রীলঙ্কায় ফিরছে ক্রিকেট

স্থগিত টুর্নামেন্ট দিয়ে শ্রীলঙ্কায় ফিরছে ক্রিকেট

ক্রিকেটের স্বার্থে ইংল্যান্ড সফর করতে চান ল্যাঙ্গার

ক্রিকেটের স্বার্থে ইংল্যান্ড সফর করতে চান ল্যাঙ্গার

স্থায়ীভাবে অধিনায়কের দায়িত্বে ডিভাইন

স্থায়ীভাবে অধিনায়কের দায়িত্বে ডিভাইন

পাকিস্তানের জার্সিতে আফ্রিদি ফাউন্ডেশনের লোগো

পাকিস্তানের জার্সিতে আফ্রিদি ফাউন্ডেশনের লোগো