ডি ভিলিয়ার্সের দলে ফেরা নিয়ে মুখ খুললেন ডি কক

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৩:৪১ এএম, ২৪ জুলাই ২০২০
ডি ভিলিয়ার্সের দলে ফেরা নিয়ে মুখ খুললেন ডি কক

২০১৯ সালের শেষ দিক থেকে বিভিন্ন গণমাধ্যম ও সংবাদ মাধ্যমে সংবাদ প্রকাশ হয়ে আসছিল যে, আবারও দক্ষিণ আফ্রিকার টি-টোয়েন্টি দলে ফিরতে যাচ্ছেন মি. থ্রি সিক্সটি ডিগ্রি খ্যাত সাবেক প্রোটিয়া তারকা এবি ডি ভিলিয়ার্স। তবে এটিকে অনেকে গুঞ্জন মনে করলেও কুইন্টন ডি কক জানিয়েছেন, টি-টোয়েন্টি বিশ্বকাপ দিয়ে দলে ফেরার লক্ষ্যে ছিলেন ডি ভিলিয়ার্স।

২০১৯ সালের ডিসেম্বরে তৎকালীন অধিনায়ক ফাফ ডু প্লেসিস ও হেড কোচ মার্ক বাউচারও বলেছিলেন যে ডি ভিলিয়ার্সকে দক্ষিণ আফ্রিকার টি-টোয়েন্টি দলে ফিরিয়ে আনার চেষ্টা চলছে। ডি ভিলিয়ার্সের দলে ফেরার ব্যাপারে কথা বলেছেন বর্তমান টি-টোয়েন্টি অধিনায়ক ডি কক।

স্টার স্পোর্টসের ক্রিকেট কানেক্টেড শো’তে ডি কক বলেন, ‘অবশ্যই আমাদের চিন্তায় ছিলেন তিনি। যদি ফিট থাকেন, তবে এবি ডি ভিলিয়ার্সকে পেলে আনন্দিত হব। বিশ্বের যে কোনো দল এবি ডি ভিলিয়ার্সকে পেলে খুশি হবে। আমরা ওকে ফেরার জন্য চাপ দিচ্ছিলাম, এখন দেখতে হবে টি-টোয়েন্টি বিশ্বকাপ আসলেই হয় কি-না।’

বিগ ব্যাশ খেলতে গিয়ে নিজের ইচ্ছের কথা প্রকাশ্যে জানিয়েছিলেন ডি ভিলিয়ার্স, ‘এটা বাস্তব হতে হলে অনেক কিছু হতে হবে, তবে আমি চাই ফিরতে। আমি বাউচার, গ্রায়েম স্মিথ ও ফাফের সঙ্গে কথা বলেছি। আমরা চাই এটা হোক। তবে এখনো বহু পথ বাকি, এবং এর মাঝে অনেক কিছু হতে পারে। আইপিএল আসছে, তখনও আমাকে ফর্মে থাকতে হবে। আমি সেখানে নাম দিয়েছি এবং আশা করছি সবকিছু ঠিকঠাক থাকবে।’

ডি ভিলিয়ার্স যদি বিশ্বকাপ দিয়ে দলে ফিরতে চান তাহলে তার ফেরার অপেক্ষাটা আরও দীর্ঘ হলো। কারণ, করোনার কারণে ইতোমধ্যে অস্ট্রেলিয়ায় অনুষ্ঠেয় টি-টোয়েন্টি বিশ্বকাপ স্থগিতের ঘোষণা দিয়েছে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা আইসিসি।

জাতীয় দলের ফেরার অপেক্ষাটা দীর্ঘ হলেও সম্প্রতি প্রোটিয়া ক্রিকেটারদের নিয়ে আয়োজিত তিন দলের সলিডারিটি ম্যাচে খেলেছেন ডি ভিলিয়ার্স। যেখানে ব্যাট হাতে ম্যাচের সর্বোচ্চ রান সংগ্রাহক হওয়ার পাশাপাশি দলকে করেছেন চ্যাম্পিয়ন। ডি ভিলিয়ার্স যে এখনও দলের সেরা খেলোয়াড় সেটা বলার অপেক্ষা রাখে না।

[sportsmail24.com এর ওয়েবসাইট এখন sportsmail.com.bd ঠিকানাতেও ব্রাউজ করে পড়তে পারবেন। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস থেকেও খেলাধুলার সকল নিউজ পড়তে পারবেন। ইনস্ট্রল করুন স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস ]


শেয়ার করুন :


আরও পড়ুন

রঙিন পোশাকে বড় দায়িত্বে মঈন আলী

রঙিন পোশাকে বড় দায়িত্বে মঈন আলী

ইংল্যান্ড যাচ্ছে অস্ট্রেলিয়া, থাকবে না কোয়ারেন্টাইন

ইংল্যান্ড যাচ্ছে অস্ট্রেলিয়া, থাকবে না কোয়ারেন্টাইন

শনিবার লন্ডনের বিমান ধরবেন তামিম

শনিবার লন্ডনের বিমান ধরবেন তামিম

প্রটোকল ভাঙায় বর্ণবাদের ‘শিকার’ হয়েছেন আর্চার

প্রটোকল ভাঙায় বর্ণবাদের ‘শিকার’ হয়েছেন আর্চার