জাতীয় দলের চেয়ে আইপিএল খেলা বেশি কঠিন : মুরালিধরন

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০২:৩৯ এএম, ২৩ আগস্ট ২০২০
জাতীয় দলের চেয়ে আইপিএল খেলা বেশি কঠিন : মুরালিধরন

জাতীয় দলের চেয়ে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) খেলাটা বেশি কঠিন বলে মনে করেন শ্রীলঙ্কার কিংবদন্তি স্পিনার মুত্তিয়া মুরালিধরন। সম্প্রতি ভারতের স্পিনার রবীচন্দ্রন অশ্বিনের সাথে ‘ডিআরএস উইথ অ্যাশ’-নামে একটি শো’তে কথোপকথনের সময় এমন মন্তব্য করেন টেস্ট ও ওয়ানডে ক্রিকেটে সর্বোচ্চ উইকেট শিকারী মুরালিধরন। মুরালি বলেন, ‘দেশের চেয়েও আইপিএলে খেলা বেশি কঠিন।’

দেশের হয়ে ১৩৩ টেস্টে ৮০০ উইকেট ও ৩৫০ ওয়ানডেতে ৫৩৪ উইকেট শিকার করা মুরালি বলেন জানান, আইপিএলে প্রতিযোগিতার মান খুবই উচ্চ ধরনের এবং বিশ্বের সব বাঘা-বাঘা খেলোয়াড়রা এখানে অংশ নেয়। তাই অনেক সেরা খেলোয়াড়কে একাদশে সুযোগ পেতে কঠোর লড়াই করতে হয়।

তিনি বলেন, ‘আইপিএলে মাত্র চার জন বিদেশি ক্রিকেটার খেলতে পারে। দলের পরিকল্পনা ও কম্বিনেশন এখানে খুব বড় ব্যাপার। আমাকেও অনেক ম্যাচে বাইরে বসে থাকতে হয়েছে। একাদশে সুযোগ পেতে লড়াইও করতে হয়েছে। কিন্তু আমি কখনও হতাশ হইনি। কারণ, এটাও খেলার অংশ। নিজেকে প্রমাণ করতে পারলে, আবারও সুযোগ আসবে।’

আইপিএলের শুরু থেকে ২০১৫ পর্যন্ত টানা খেলেছেন মুরালিধরন। চেন্নাই সুপার কিংস, কোচি টাস্কাার্স, রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর হয়ে আট মৌসুমে খেলেছেন তিনি। ভারতের সাবেক অধিনায়ক ও সদ্যই আন্তর্জাতিক ক্রিকেকে বিদায় বলা মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বে চেন্নাই সুপার কিংসে বেশি সাফল্য পেয়েছেন মুরালি। চেন্নাইয়ের হয়ে ৪৬ ম্যাচে ৫২ উইকেট পেয়েছেন তিনি। ২০১৫ সালে সর্বশেষ আইপিএলে ব্যাঙ্গালুরুর হয়ে খেলেছেন মুরালি।

১৯ সেপ্টেম্বর থেকে সংযুক্ত আরব আমিরাতে শুরু হচ্ছে আইপিএলের ত্রয়োদশ আসর। এবারের আসরটি ২৯ মার্চ থেকে শুরুর সূচি ছিল। কিন্তু করোনার কারণে তা পিছিয়ে গেছে, এমনকি ভারতের বাইরে আয়োজন করতে হচ্ছে। এই নিয়ে তৃতীয়বারের মত দেশের বাইরে হচ্ছে আইপিএল।

[sportsmail24.com এর ওয়েবসাইট এখন sportsmail.com.bd ঠিকানাতেও ব্রাউজ করে পড়তে পারবেন। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস থেকেও খেলাধুলার সকল নিউজ পড়তে পারবেন। ইনস্ট্রল করুন স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস ]


শেয়ার করুন :


আরও পড়ুন

পদত্যাগ করলেন টাইগারদের ব্যাটিং কোচ ম্যাকেঞ্জি

পদত্যাগ করলেন টাইগারদের ব্যাটিং কোচ ম্যাকেঞ্জি

তৃতীয় ধাপের করোনা পরীক্ষায় নেগেটিভ টাইগার যুবারা

তৃতীয় ধাপের করোনা পরীক্ষায় নেগেটিভ টাইগার যুবারা

পাকিস্তানের টি-টোয়েন্টি স্কোয়াডে নাসিম শাহ-হায়দার আলী

পাকিস্তানের টি-টোয়েন্টি স্কোয়াডে নাসিম শাহ-হায়দার আলী

অবসরের আগেই আফগান বোর্ডের দায়িত্বে মোহাম্মদ নবী

অবসরের আগেই আফগান বোর্ডের দায়িত্বে মোহাম্মদ নবী